Cleaning Mistakes

জীবাণুনাশক ওয়াইপ থেকে টিস্যু পেপার, ঘর পরিষ্কারের সময় এগুলি কেন ব্যবহার করা ঠিক নয়?

ঘর পরিষ্কারের সময় হাতের কাছে যেটা পান, তা দিয়েই মোছামুছি করে ফেলেন? কোন জায়গায় কোন জিনিস ব্যবহার করলে সমস্যা হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ২০:১৯

ঘর পরিচ্ছন্ন রাখতে, জীবাণুমক্ত করতে সহজ উপায় জীবাণুনাশক ওয়াইপ্‌স— ভাবেন অনেকেই। ভিজে ওয়াইপ্‌স দিয়ে মোছামুছিও সহজ হয়। কিন্তু আদৌ তা ঘর পরিষ্কারে ব্যবহার করা ঠিক কি?

Advertisement

ওয়াইপ্‌স: ঘর পরিচ্ছন্নতা নিয়ে পেশাদার ভাবে কাজ করা অ্যালিসন নেলসন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এতে জীবাণু পরিষ্কার হলেও, দেওয়াল মুছতে গেলেই সমস্যা হবে।এতে এক ধরনের তরল থাকে। তা দিয়ে দেওয়াল মুছলে দাগ হয়ে যেতে পারে। তা ছাড়া, কাঠের আসবাবও এই দিয়ে মোছা ঠিক নয়। বার বার ব্যবহারে এতে থাকা তরল কাঠের আসবাব নষ্ট করে দিতে পারে। খাবার জায়গাতেও এর ব্যবহার এড়িয়ে চলা ভাল। জীবাণুনাশক রাসায়নিক পেটে গেলে ক্ষতি হতে পারে।তার চেয়ে পরিষ্কার নরম কাপড় দিয়ে মোছা ভাল।

টিস্যু পেপার: টিস্যু পেপার বা পেপার টাওয়েল অনেকেই জিনিসপত্র মোছার জন্য ব্যবহার করেন। এতে ভিজে ভাব বা জল খুব ভাল করে মোছা যায়। কিন্তু কাচ থেকে দামী আসবাব মোছামুছির জন্য এটি উপযুক্ত নয়। কাগজ দিয়ে ঘষাঘষির ফলে ঘর সাজানোর জিনিস, আসবাব জেল্লা হারাতে পারে। কাচে ঘষার দাগ পড়ে যেতে পারে। এর চেয়ে ভাল হল মাইক্রোফাইবার ক্লথ।

কাচ পরিষ্কারের তরল: কাচ পরিষ্কারের তরল স্প্রে করে আসবাবও মোছেন? জিনিসপত্র দ্রুত পরিষ্কার হলেও এটি কাচ পরিষ্কারের জন্যই তৈরি। এতে থাকে অ্যামোনিয়া। কাঠের আসবাব, সোফার মতো জিনিস তা দিয়ে পরিষ্কার করলে রাসায়নিকের প্রভাবে জেল্লা হারাতে পারে।

Advertisement
আরও পড়ুন