Curtains Ideas

এক টুকরো কাপড়েই প্রাণ ফিরবে ঘরে, তাপ রোধ থেকে গৃহসজ্জা, রইল ৫ ধরনের পর্দার হদিস

তাপপ্রবাহের প্রকোপও কমবে, আবার ঘরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। তাই শোয়ার বা বসার ঘরের পর্দা বাছাইয়ের করার ব্যাপারে খানিক সময় ব্যয় করা উচিত। এখানে পাঁচ রকমের পর্দার সন্ধান দেওয়া হল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১০:০৬
5 curtain ideas for bedroom living room during summer time

ঘরে প্রাণ ফিরুক মানানসই পর্দা দিয়েই। ছবি: সংগৃহীত।

গ্রীষ্মে দিনের বেলা গরম হাওয়ার হলকা থেকে বাঁচতে এক টুকরো কাপড়ের গুরুত্ব অপরিসীম! সমস্ত দিক থেকে সূর্যের আলো আটকে দিতে পারে পর্দাই। কিন্তু দু’টি উদ্দেশ্য একবারে সফল হলে ক্ষতি কী? তাপপ্রবাহের প্রকোপও কমবে, আবার ঘরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। তাই শোয়ার বা বসার ঘরের পর্দা বাছাইয়ের করার ব্যাপারে খানিক সময় ব্যয় করা উচিত। এখানে পাঁচ রকমের পর্দার সন্ধান দেওয়া হল। দেখুন তো, এগুলির মধ্যে আপনার একটিও পছন্দ কি না।

Advertisement

হালকা ও গাঢ় রংমিলান্তি পর্দা

হালকা রঙের পর্দা সূর্যালোক প্রতিফলিত করতে পারে বেশি। ফলে ঘর ঠান্ডা থাকে। আবার দুপুরের রোদ আটকে ঘরকে অন্ধকার করে দিতে চাইলে গাঢ় রঙের পর্দা বেছে নিতে পারেন। সে ক্ষেত্রে দু’রকমের পর্দাই টাঙিয়ে দিতে পারেন সামনে-পিছনে করে। সাদা ও কালো বা লাল ও হালকা হলুদ, গাঢ় এবং হালকা নীল ইত্যাদি মিলিয়ে-মিশিয়ে কেনা যেতে পারে।

5 curtain ideas for bedroom living room during summer time

হালকা ও গাঢ় রংমিলান্তি পর্দা। ছবি: সংগৃহীত।

হালকা গোলাপি নকশা করা পর্দা

সন্তানের কি গোলাপি রং পছন্দ? তা হলে তার শোওয়ার ঘরে মিষ্টি রঙের পর্দা টাঙাতে পারেন। কেবল রং নয়, নজর দিন কাপড়ের নকশাতেও। কাপড়ের দু’পাশে ঢেউখেলানো ডিজ়াইন থাকলে গৃহসজ্জায় অন্য মাত্রা যোগ হতে পারে।

5 curtain ideas for bedroom living room during summer time

হালকা গোলাপি নকশা করা পর্দা। ছবি: সংগৃহীত।

স্বচ্ছ পর্দা

ছিমছাম এই পর্দা বাইরের আলোর তীব্রতাকে অনেকখানি নরম করে দিতে পারে। এই ধরনের হালকা এবং ফুরফুরে পর্দা টাঙালে ঘরে হাওয়া-বাতাস চলাচলে সুবিধা হয়। শোয়ার ঘরের দরজা বা জানলায় এই স্বচ্ছ পর্দাগুলি টাঙানো যেতে পারে। হালকা রঙের কাপড় বেছে নেওয়াই ভাল এ ক্ষেত্রে।

5 curtain ideas for bedroom living room during summer time

স্বচ্ছ পর্দা। ছবি: সংগৃহীত।

লম্বা পর্দা

ঘরের সিলিং খুব উঁচু না হলেও পর্দা টাঙানোর কৌশলে সিলিংয়ের উচ্চতা অনেক বেশি বলে মনে হবে। জানলা থেকে খানিক উঁচুতে (প্রায় এক ফুট) রড আটকে তাতে যে কোনও রঙের পর্দা টাঙিয়ে দিন। পর্দা যেন মেঝে পর্যন্ত পৌঁছোয়। এতে দৃষ্টিভ্রম হবে। ঘরের সিলিং অনেক উঁচু দেখাবে।

5 curtain ideas for bedroom living room during summer time

লম্বা পর্দা। ছবি: সংগৃহীত।

পাটের পর্দা

শোয়ার ঘরের জন্য পাটের পর্দা উপযুক্ত। প্রাকৃতিক এবং পরিবেশবান্ধব পর্দাগুলি গৃহসজ্জার অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। ন্যূনতম নকশাযুক্ত পর্দা বেছে নিন, যাতে চোখে অস্বস্তি না হয়।

5 curtain ideas for bedroom living room during summer time

পাটের পর্দা। ছবি: সংগৃহীত।

Advertisement
আরও পড়ুন