Home Decor Tips

খাটের পাশের ছোট টেবিলে রাখুন ৭টি জিনিস, ঘুম ভেঙেই মন ভাল হয়ে যাবে, রইল গৃহসজ্জার টিপস

শোয়ার ঘরে নিজের খাটই তো সবচেয়ে আপন। আর তার পাশের টেবিলটিকে যত্ন করে সাজালে মন ভাল হয়ে যাবে। কিন্তু কী দিয়ে সাজাবেন ছোট টেবিলটি? রইল ৭টি জিনিসের তালিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১০:০০
7 items you can keep on your bedside table for comfortable living and home decoration

খাটের পাশের টেবিলটিকে যত্ন করে সাজালে মন ভাল থাকবে। ছবি: সংগৃহীত।

বাড়ির মধ্যে সবচেয়ে উপেক্ষিতদের দলে কি আপনার খাটের পাশের টেবিলটি? শোয়ার ঘর বলে অত গোছানোর বালাই নেই বুঝি? কিন্তু গৃহসজ্জা তো কেবল অতিথিদের প্রশংসা পাওয়ার জন্য নয়, নিজের ভাললাগার জন্যেও গুরুত্বপূর্ণ। শোয়ার ঘরে নিজের খাটই তো সবচেয়ে আপন। আর তার পাশের টেবিলটিকে যত্ন করে সাজালে মন ভাল হয়ে যাবে। কিন্তু কী দিয়ে সাজাবেন ছোট টেবিলটি?

Advertisement

নতুন করে কিছু না-ও কিনতে পারেন। ঘরে যা আছে, তা দিয়েই সাজানো যেতে পারে। তবে মাথায় রাখতে হবে, হাতে যা পড়বে, সেটিই টেবিলে এনে রাখবেন না। তাতে অগোছালো হবে আরও। নামমাত্র, কিন্তু প্রয়োজনীয় এবং মন-ভাল করা জিনিসই রাখতে হবে। রইল ৭টি জিনিসের তালিকা।

ছবির ফ্রেম: নিজস্বতার ছোঁয়া। স্মরণীয় স্মৃতি হাতের নাগালে রাখতে পারেন ছবির ফ্রেমে বাঁধিয়ে। পরিবার, ভালবাসার মানুষ, অথবা বন্ধুবান্ধবের সঙ্গে ছবি থাকতে পারে খাটের পাশে। সকালে চোখ খুললেই প্রিয়জনদের সঙ্গে কাটানো প্রিয় মুহূর্তটি নজর পড়বে। তবে খেয়াল রাখবেন, ঘরের রঙের সঙ্গে যেন খাপ খায় ফ্রেমটি।

ছোট কৃত্রিম গাছ বা ফুল: প্রকৃতির যত কাছাকাছি থাকা যায়, ততই ভাল। কিন্তু রাতের বেলা কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ হয় বলে খাটের পাশে গাছ রাখলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই কৃত্রিম গাছ বা ফুল এনে ছোট পাত্রে রাখা যায়।

বইপত্র: রোজ রাতে অন্তত দশ পাতা পড়লেও তা মনের জন্য ভাল। তাই জায়গা বুঝে কয়েকটি বই রেখে দিতে পারেন। দেওয়ালে হেলান দিয়ে দাঁড় করিয়ে রাখতে পারেন অথবা শুইয়ে রাখতে পারেন। কিন্তু বেশি নয়, অল্প সংখ্যক বই রাখবেন, নয়তো জায়গা কম পড়বে।

শৌখিন ঘড়ি: টেবিলে রাখার মতো শৌখিন সাবেকি ঘড়ি থাকলে, সেটি এনে রাখতে পারেন। শখ হলে কিনেও নিতে পারেন। কেবল সময় দেখার জন্য নয়, গৃহসজ্জায় অন্য মাত্রা যোগ করতে পারে সেটি।

সুগন্ধি মোমবাতি: ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সুগন্ধি মোমবাতির উপর ভরসা রাখতে পারেন। সুন্দর গন্ধ, উষ্ণতা, প্রশান্তির আমেজ তৈরি হবে শোওয়ার ঘরে। তাতে সামগ্রিক ভাবে ঘরটি আরামদায়ক হয়ে উঠবে।

7 items you can keep on your bedside table for comfortable living and home decoration

বেডসাইড টেবিল অগোছালো না রেখে গুছিয়ে ফেলুন ৭টি জিনিস দিয়ে। ছবি: সংগৃহীত।

ছোট ট্রে বা চিনামাটির বাটি: বাইরে থেকে ফিরে টুকটাক একাধিক জিনিস যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখার অভ্যাস? তা হলে ছোট ট্রে বা চিনামাটির বাটি খাটের পাশে রেখে দেবেন। যাতে এখানে সেখানে না ছড়িয়ে একটি জায়গায় সব জিনিস রাখার অভ্যাস থাকে। হাতঘড়ি, আংটি, চশমা, ইয়ারফোনের মতো টুকিটাকি জিনিস সেই পাত্রে রেখে দেবেন। দেখতে সুন্দর লাগবে জায়গাটি।

হালকা আলোর ল্যাম্পশেড: গৃহসজ্জায় আলোর মাহাত্ম্য অনেকখানি। তবে খাটের পাশের টেবিলে আলো রাখা কেবল সজ্জার কারণে নয়, সুবিধাজনকও বটে। শুয়ে পড়ার পর খাট থেকে উঠে গিয়ে আলো নেভানোর ঝামেলা থাকে না। বই পড়তে পড়তে ঘুম পেলে উঠতে হয় না। বা অন্ধকারে অস্বস্তি হলে হালকা আলোটি জ্বালিয়ে ঘুমোতে পারেন।

Advertisement
আরও পড়ুন