Aglaonema Vs Peace Lily

ঘর সাজাতে প্রথমবার গাছ কিনবেন, পিস লিলি না কি অ্যাগলোনিমা কোনটি ভাল হবে?

ঘরের জন্য গাছ বাছাই করবেন। পিস লিলি না কি অ্যাগলোনিমা নিয়ে ধন্দ্ব? কোনটি কিনলে ভাল হবে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬
পিস লিলি না অ্যাগলোনিমা কোন গাছটি অন্দরসজ্জার জন্য বেছে নেবেন?

পিস লিলি না অ্যাগলোনিমা কোন গাছটি অন্দরসজ্জার জন্য বেছে নেবেন? ছবি:ফ্রিপিক।

বন্ধুর বাড়িতে বৈঠকখানায় বাহারি গাছ দেখে অন্দরসজ্জার জন্য গাছ কিনবেন ঠিক করেছেন। কিন্তু মানি প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, পিস লিলি না অ্যাগলোনিমা কোন গাছ বেছে নেবেন। মানি প্ল্যান্ট বা জেড প্ল্যান্ট নিয়ে অসুবিধা নেই। কিন্তু বুঝতে পারছেন না সাদা ফুলের পিস লিলি গাছ রাখলে ভাল না কি, বাহারি পাতার অ্যাগলোনিমা ঘরের সৌন্দর্য বাড়াবে। গাছের যত্নআত্তি নিয়ে কোনও ধারণা না থাকলে বরং জেনে নিন পিস এবং অ্যাগলোনিমা কোনটির জন্য কতটা যত্ন, কীরকম পরিবেশ লাগে। তারপর ভেবে দেখতে পারেন কোনটি কেনা ভাল?

Advertisement

আলো: পিস লিলির জন্য সূর্যালোক প্রয়োজন তবে সরাসরি নয়। জানলার পাশে রাখলেও এই গাছ দিব্যি বেড়ে ওঠে। অন্য দিকে, অ্যাগলোনিমা স্বল্প সূর্যালোকেও বেশ মানিয়ে নিতে পারে।

জল: পিস লিলি এবং অ্যাগলোনিমা দুই ক্ষেত্রে টবের মাটির জল নিষ্কাশন ব্যবস্থা ভাল হওয়া দরকার। তবে পিস লিলি গাছের গোড়ায় জল জমা ক্ষতিকর হলেও মাটিতে আর্দ্র ভাব থাকা প্রয়োজন। শুকনো মাটি গাছের জন্য ভাল নয়। অ্যাগলোনিমার মাটি তুলনায় বেশি শুষ্ক হলেও চট করে গাছের ক্ষতি হয় না।

সংবেদনশীল: আচমকা তাপমাত্রার অনেকটা হেরফের হলে পিস লিলির পক্ষে তা সহ্য করা একটু কষ্টকর। অ্যাগলোনিমার তুলনায় গাছটি বেশি সংবেদনশীল। তবে অ্যাগলোনিমা বদলে যাওয়া পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে।

বাড়-বৃদ্ধি: যথাযথ পরিবেশে পিস লিলি বেড়ে ওঠার সুযোগ পেলে ফুল ধরে। গাঢ় সবুজ পাতার সঙ্গে সাদা, হলুদ ফুলের বৈপরীত্য চমৎকার লাগে। তবে অ্যাগলোনিমার সৌন্দর্য পাতায়। গোলাপি, সাদা বা হলদেটে সবুজ বাহারি পাতা এর মূল আকর্ষণ। এতে ফুল হয় না তা নয়, তবে তা সহজে ফোটে না।

পোকামাকড়: পিসি লিলির চেয়ে অ্যাগলোনিমা পোকামাকড়ের আক্রমণ প্রতিহত করতে বেশি সক্ষম।

কোনটি কিনবেন?

গাছের যত্নআত্তি নিয়ে প্রশ্ন থাকলে পিস লিলির বদলে অ্যাগলোনিমা বেছে নিতে পারেন। কারণ, যে কোনও পরিবেশে পিস লিলির চেয়ে দ্রুত খাপ খাইয়ে নিতে সক্ষম এই গাছটি।

Advertisement
আরও পড়ুন