Chilli Plant Leaves Turing Yellow

কাঁচালঙ্কা গাছের পাতা হঠাৎ করেই হলুদ হয়ে যাচ্ছে, ফলন কমছে? কেন এমনটা হয়?

লঙ্কাগাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। কোনও রোগ না পোকার আক্রমণ? কেন এমন হয়?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৮:৫৬
কাঁচালঙ্কা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে? কেন এমন হয়?

কাঁচালঙ্কা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে? কেন এমন হয়? ছবি:ফ্রিপিক।

কাঁচালঙ্কা গাছে ভালই ফলন হচ্ছিল। গাছও বেশি ডালপালা মেলে সতেজই ছিল। কিন্তু হঠাৎ করেই লক্ষ্য করলেন গাছের পাতা হলুদ হতে শুরু করেছে। প্রথম একটা-দুটো। পরে সেই সংখ্যা আরও বেড়েছে। ফলনও কমেছে। ভাবছেন শীতের জন্য? গাছের পাতা হলুদ হওয়ার নানা কারণ থাকে।

Advertisement

পুষ্টির ঘাটতি: গাছেরও কিন্তু খাবারের দরকার হয়। বিভিন্ন রকম সার, খনিজের প্রয়োজন থাকে। পুষ্টির ঘাটতি হলে গাছের পাতা হলদেটে হয়ে যেতে পারে। সাধারণত গাছে ফুল আসার পর থেকেই সার দেওয়ার দরকার হয়। সপ্তাহে এক দিন তরল জৈব সার দিতে পারেন। পাতা পচা, খোলের জল, গোবর সারও ব্যবহার করা যায়।

জল: জলের ঘাটতি অথবা জল বেশি হলেও পাতা হলুদ হয়ে যেতে পারে। অনেকেই টবের মাটির উপরের অংশ শুকিয়ে গিয়েছে দেখে জল দেন। অথচ মাটি একটু খুঁড়লেই দেখা যাবে ভিতরটা ভিজে। এ ক্ষেত্রে টব-সহ গাছটি হাতে তুলে ওজন বোঝার চেষ্টা করুন। মাটি শুকিয়ে গেলে সেটি হালকা মনে হবে। কাঁচা লঙ্কা গাছের গোড়ায় জল জমলে পাতা হলুদ হতে পারে। তাই মাটি কিছুটা শুকিয়ে গেলে তবেই জল দেওয়া দরকার।

তাপমাত্রা: তাপমাত্রা খুব কমে গেলেও গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। শীতের মরসুমে যে অঞ্চলে বেশি ঠান্ডা পড়ে সেখানে এমনটা হতে পারে।

মাইটস: এ ছাড়া পোকামাকড়ের আক্রমণেও গাছের স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে। অ্যাফিড, স্পাইডার মাইটসের হানায় গাছের পাতা হলুদ হয়ে যায়। পোকা আক্রমণ করলে জলে সাবান মিশিয়ে স্প্রে করতে পারেন।

Advertisement
আরও পড়ুন