Diwali 2021

Diwali Decor: কালীপুজোয় ঘর সাজাবেন? খরচ কম করতে কী কী কিনবেন

কালীপুজোর সময়ে আলো দিয়ে বাড়ি সাজানো ছাড়াও আরও নানা ভাবে ঘর সাজাতে পারেন। খরচ হবে অতি সামান্যই।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ১৮:৫৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাড়িতে কি কালীপুজো হয়? কিংবা সন্ধেবেলা বন্ধুবান্ধব মিলে বা়ড়িতে বসছে দীপাবলির আড্ডার আসর? তা হলে তো বাড়িটাও একটু সাজিয়ে ফেলা উচিত। আলোর উৎসব যখন, তখন বাড়িতে টুনির আলো, প্রদীপ, মোমবাতি তো থাকবেই। কিন্তু তার পাশাপাশি কিছু ছোটখাটো ঘর সাজানোর সামগ্রীও কিনতে পারেন যাতে ঘরের সাজে সহজেই বদল আনা যায়। এতে খরচও অনেকটাই কম হবে। কী কী কেনা যায়? তার একটি তালিকা রইল।

ফুলদানি

বিভিন্ন ধরনের ফুলদানি ব্যবহার করতে পারেন ঘরে ফুল সাজানোর জন্য। সব সময়ে অবশ্য তা ফুলেই সাজাতে হবে, তা নয়। আপনি যদি কিছু লতা-পাতা জড়ো করেও সুন্দর ভাবে কোনও অভিনব ফুলদানিতে সাজাতে পারেন, তা হলে দেখতে দারুণ লাগবে। সনাতনী ফুলদানির ছে়ড়ে কোনও রকম আধুনিক ডিজাইনের ফুলদানিও কিনতে পারেন।

Advertisement
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ট্রে

শুধু অতিথিদের খাবার সাজিয়ে দেওয়ার জন্যই নয়, নানা রকম বাহারি ট্রে ঘর সাজানোর জন্যেও ব্যবহার করতে পারেন। বসার ঘরের টেবিলে ফুলদানি, বই, জলের বোতল রাখবেন? যদি সুন্দর একটি ট্রেতে রাখেন, তা হলে দারুণ লাগবে। যদি গাছের শখ থাকে, তা হলে ছোট ছোট সাক্যুলেন্ট একটি সুন্দর ট্রেতে সাজিয়ে রাখতে পারেন।

কফি টেবিল

খুব দামি নয়, কম দামেও অনেক রকমের কফি টেবিল পাওয়া যায় ইদানীং। ঘরের আয়তন অনুযায়ী কিনে ফেলতে পারেন। কোনও একটি আসবাব বদলেও যে ঘরের ভোল বদলে দেওয়া যায়, তা বোঝা যাবে কফি টেবিল বদল করতে পারলেই।

পিতলের বাসন

শুধু পুজোর সামগ্রী হিসাবেই নয়, ঘর সাজাতেও যদি পিতলের বাসন ব্যবহার করতে পারেন, তা হলে উৎসবের আমেজ তৈরি করতে পারবেন। ঘণ্টা, পিতলে নানা আকারের থালা, প্রদীপ, ফুলদানির মতো ছোট ছোট জিনিস কিনতে পারেন। কফি টেবিলে, বা বইয়ের তাকে এক কোণে এগুলি সাজাতে পারেন। সঙ্গে সাজান টুনির মালা, ঝলমলিয়ে উঠবে আপনার বাড়ি।

Advertisement
আরও পড়ুন