Home Cleaning With Tea Bags

চা খেয়েই টি ব্যাগ ফেলে দেন? ঘর পরিষ্কারের কত কাজে লাগে জানেন? রাসায়নিক ছাড়াই ঝকঝক করবে বাড়ি

জলে ভেজা চা পাতার এই থলেগুলি গৃহস্থালির নানা কাজে দারুণ কার্যকরী। উপরন্তু অধিকাংশ টিব্যাগই পরিবেশবান্ধব নয়। তাই পুনর্ব্যবহার করলে পরিবেশও দূষণমুক্ত হয়। আপনিও উপকৃত হবেন বাগান ও ঘরের ভিতরের কাজে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১১:০৩
জলে ভেজা চা পাতার এই থলেগুলি গৃহস্থালির নানা কাজে দারুণ কার্যকরী।

জলে ভেজা চা পাতার এই থলেগুলি গৃহস্থালির নানা কাজে দারুণ কার্যকরী। ছবি: সংগৃহীত।

কাপে চা ভেজানোর পরই ডাস্টবিনে জায়গা হয় টি ব্যাগগুলির? ময়লা ফেলার বালতি না ভরিয়ে বরং ঘর সাফাইয়ে ব্যবহার করুন টি ব্যাগ। জলে ভেজা চা পাতার এই থলেগুলি গৃহস্থালির নানা কাজে দারুণ কার্যকরী। উপরন্তু অধিকাংশ টি ব্যাগই পরিবেশবান্ধব নয়। তাই পুনর্ব্যবহার করলে পরিবেশও দূষণমুক্ত হয়। আপনিও উপকৃত হবেন বাগান ও ঘরের ভিতরের কাজে।

Advertisement
টি ব্যাগ ফেলে না দিয়ে কী কী ভাবে ব্যবহার কর‍তে পারেন?

টি ব্যাগ ফেলে না দিয়ে কী কী ভাবে ব্যবহার কর‍তে পারেন? ছবি: সংগৃহীত।

টি ব্যাগ ফেলে না দিয়ে কী কী ভাবে ব্যবহার কর‍তে পারেন?

১. পাপোশ বা কার্পেটের গন্ধ দূর করে: শখের পাপোশ বা কার্পেট বার বার সাবান-জলে ধুলে নষ্ট হয়ে যায়। এ দিকে গন্ধের সঙ্গে মোকাবিলা করা মুশকিল। সে ক্ষেত্রে টি ব্যাগ ব্যবহার করতে পারেন। চা খাওয়ার পর টি ব্যাগগুলি শুকিয়ে নিন। তার পর ব্যাগ ছিঁড়ে চায়ের গুঁড়ো ছড়িয়ে দিন কার্পেটে। ১৫-২০ মিনিট সে ভাবেই রেখে দিন। এর পর ঝাঁটা বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে ফেলুন। দুর্গন্ধ দূর করতে সুবিধা হবে এতে। কোনও রাসায়নিক ব্যবহার না করেই উপকার মিলবে।

২. ড্রয়ার-আলমারির গন্ধ দূর করে: আলমারি বা ড্রয়ারের ভিতর বেশি দিন পরিষ্কার না করলেই ভ্যাপসা দুর্গন্ধ ছড়াতে শুরু করে। ভিতরের জিনিসপত্র ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। এই সমস্যা থেকে রেহাই পেতে টি ব্যাগের সাহায্য নিতেই পারেন। টি ব্যাগগুলি শুকিয়ে গেলে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল ঢেলে দিন তাতে। তার পর যে কোনও আলমারির ভিতরের তাকে এবং ছোট টেবিলের ড্রয়ারে ভরে ফেলুন। টাটকা গন্ধ ছড়িয়ে যাবে চারদিকে।

৩. জৈবিক সার হিসেবে ব্যবহৃত হয়: ঘরের বাগানটিতে রাখা শৌখিন গাছগুলির জন্য বিনা খরচে সার পেয়ে যাবেন টি ব্যাগ থেকেই। ব্যাগগুলি ছিঁড়ে সেই গুঁড়ো ঠান্ডা জলে ভিজিয়ে সেটি ঢেলে দিন গাছের গোড়ায়। পুষ্টির জোগান পাবে গাছগুলি।

৪. ঘরের ভ্যাপসা ভাব দূর করে: ফ্রিজ, ময়লা ফেলার বালতি, বাথরুমের ডাস্টবিন, ঘরের যে যে জায়গায় নোংরা জমে জমে ভ্যাপসা গন্ধ তৈরি হয়, সেখানে টি ব্যাগ রাখলে উপকার পেতে পারেন। শুকিয়ে যাওয়া টি ব্যাগ আর্দ্রতা শুষে নিতে পারে। ফলে ভেজা ভেজা ভাবও দূর হবে সেই ঘরের সে কোণ থেকে।

ভেজা টি ব্যাগ ঘষলে চকচক করতে পারে কাচ।

ভেজা টি ব্যাগ ঘষলে চকচক করতে পারে কাচ। ছবি: সংগৃহীত।

৫. কাচ পরিষ্কার করে: ঘরের জানলা, বাথরুমের আয়না অপরিষ্কার হয়ে গেলেই দাগ পড়ে যায়, অস্বচ্ছ হয়ে যায়। জল দিলে ধুয়ে দিলেও ঝকঝকে ভাব আসে না। এমন পরিস্থিতিতে ভেজা টি ব্যাগ ঘষে দিতে পারেন কাচের উপরে। এর পর শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে। চকচকে হয়ে উঠবে কাচগুলি।

Advertisement
আরও পড়ুন