Home Décor Tips

কালীপুজো, ভাইফোঁটায় অতিথিরা এসে মুগ্ধ হবেন, বসার ঘরটি সাজিয়ে ফেলুন মনের মতো করে

যদি ঘর সাজানোর পরিকল্পনা থাকে, তা হলে এখন থেকেই শুরু করে দিন। সবচেয়ে আগে বসার ঘরখানি পরিপাটি করে সাজিয়ে নিন। দীপাবলি ও ভাইফোঁটার দিনে অতিথিরা এসে চমকে যাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৭:৪৯
Drawing room decoration ideas before Kali Puja

দীপাবলির রাতে জমাটি আড্ডার পরিকল্পনা থাকলে, বসার ঘরের সাজসজ্জায় আনুন নতুনত্ব। ছবি: ফ্রিপিক।

কালীপুজো এসেই গেল। দীপাবলির দিন বাড়িতে আত্মীয় সমাগম হয় অনেকেরই। তার পরেই ভাইফোঁটা। কাজেই ওই সময়ে হাতে সময় থাকবে না একেবারেই। তাই যদি ঘর সাজানোর পরিকল্পনা থাকে, তা হলে এখন থেকেই শুরু করে দিন। সবচেয়ে আগে বসার ঘরখানি পরিপাটি করে সাজিয়ে নিন। দীপাবলি ও ভাইফোঁটার দিনে অতিথিরা এসে চমকে যাবেন।

Advertisement

ফুল-ছাপের গালিচা

প্রকৃতির স্পর্শে সব কিছুই সুন্দর ও আরামদায়ক হয়ে উঠতে পারে। তাই ফুলের নকশা আঁকা অথবা জলরঙে ফুলের ছাপ দেওয়া গালিচা চোখের নিমেষে আপনার বসার ঘরকে সুন্দর করে তুলতে পারে। পিচ, ল্যাভেন্ডার বা পুদিনা-সবুজ রঙের মতো নরম প্যাস্টেল রং বেছে নিন।

দেওয়ালের সাজসজ্জা

ধরা যাক, বসার ঘরটি নতুন করে সাজাতে চাইছেন। অতিথিরা এলে মুগ্ধ হবেন, এমন কিছু ব্যতিক্রমী ভাবনাও থাকবে তাতে। সবচেয়ে আগে দেওয়ালের রঙে বদল আনতে হবে। সাদা, বেজ, হালকা ধূসর বা হালকা অলিভ রং করতে পারেন দেওয়ালে। রং যত হালকা হবে, ততই ঘর অনেক বেশি খোলামেলা লাগবে।

বসার ঘরের সাজসজ্জা।

বসার ঘরের সাজসজ্জা। ছবি: ফ্রিপিক।

বসার ঘরে জায়গা বাড়াতে সরিয়ে ফেলতে পারেন ভারী কাঠের আসবাব কিম্বা জমকালো কাজের একাধিক ঘর সাজানোর জিনিস। পরিবর্তে ব্যবহার করে দেখতে পারেন হালকা রঙের চাদর, কুশন কভার। টানা বড় দেওয়ালে টাঙাতে পারেন একটি মাত্র বড় পেন্টিং কিংবা হাতে করা কোনও ওয়াল হ্যাঙ্গিং।

অনেকেই উৎসবের মরসুমে নতুন করে ঘর সাজাতে পছন্দ করেন। বসার ঘরে ঠিক মাঝখানে রাখতে পারেন শৌখিন কাচের টেবিল।

নতুন কায়দায় বসার ব্যবস্থা

অতিথিদের বসার জন্য শুধু একগাদা চেয়ার না রেখে, মেঝেতে ম্যাট্রেস পেতে দিন। তার উপরে রঙিন চাদর বিছিয়ে নানা আকারের কুশন দিয়ে সাজান। অনেক জায়গাও বাঁচবে, আবার বসার ঘর দেখতেও খানিকটা বড় এবং সুন্দর মনে হবে।

নানা ধরনের পর্দা

হালকা রঙের পর্দা সূর্যালোক প্রতিফলিত করতে পারে বেশি। ফলে ঘর ঠান্ডা থাকে। আবার রোদের তেজ ঠেকাতে চাইলে গাঢ় রঙের পর্দা বেছে নিতে পারেন। সে ক্ষেত্রে দু’রকমের পর্দাই টাঙিয়ে দিতে পারেন। ঘরের দেওয়ালের সঙ্গে মিলিয়ে হালকা ও গাঢ়, দু’রকম রঙের পর্দাই টাঙিয়ে দিন, দেখতে ভাল লাগবে।

আলোর রোশনাই

খুব জোরালো আলো নয়, বরং কাঠের লণ্ঠন, পেন্ডেন্ট লাইট ঘরের পরিবেশ আরও মায়াবী করে তুলবে। নানা রকম ল্যাম্পশেড রাখতে পারেন ঘরে। বাঁশ বা কাঠের ল্যাম্পশেড ভাল লাগবে। অথবা ঝুলন্ত ল্যাম্পশেডও রাখা যেতে পারে। এগুলি ঝুলিয়ে দিতে হবে ঘরের ছাদ থেকে। ফ্যাব্রিক আলোও লাগাতে পারেন। তাতেও ঘরের সাজে বদল আসবে। কালীপুজোর দিনে নতুনত্ব চাইলে ক্রিস্টালের মুভিং ঝাড়বাতি লাগাতে পারেন। বিভিন্ন রকম ছবি দেওয়া ছোট সিলিং লাইটও দেখতে ভাল লাগবে।

Advertisement
আরও পড়ুন