Bollywood Celebrities Balcony

উল্লম্ব বাগান, কাঠের মেঝে বা মুরাল, ৫ তারকার বারান্দা যেন কংক্রিটের জঙ্গলে মরুদ্যান

কলকাতা হোক বা মুম্বই, তারকাদের বাড়ির মধ্যমণি যেন ওই ব্যালকনিটুকুই। কারও বারান্দা বিস্তৃত, কারও বারান্দা সঙ্কীর্ণ। কিন্তু প্রত্যেকেই চেষ্টা করেছেন তাঁদের অবসরের প্রিয় জায়গাটি যথাসম্ভব সুন্দর করে সাজাতে। রইল পাঁচ তারকার বারান্দার ঝলক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৩:৩৫
কলকাতা থেকে মুম্বইয়ে তারকাদের বারান্দার ঝলক।

কলকাতা থেকে মুম্বইয়ে তারকাদের বারান্দার ঝলক। ছবি: সংগৃহীত।

বড় শহরে ভিড়ে ছোট একচিলতে বারান্দাই তো নিঃশ্বাস নেওয়ার জায়গা। কলকাতা হোক মুম্বই, তারকাদের বাড়ির মধ্যমণি যেন ওই ব্যালকনিটুকুই। কারও বারান্দা বিস্তৃত, কারও বারান্দা সঙ্কীর্ণ। কিন্তু প্রত্যেকেই চেষ্টা করেছেন তাঁদের অবসরের প্রিয় জায়গাটি যথাসম্ভব সুন্দর করে সাজাতে। রইল পাঁচ তারকার বারান্দার ঝলক।

Advertisement

পরিণীতি চোপড়ার বারান্দা: মুম্বইয়ে সমুদ্রের সামনে অভিনেত্রীর বাড়ি। বারান্দা না বলে লাউঞ্জ বললে অত্যুক্তি হয় না। শহরের কংক্রিটের জঙ্গলের মাঝে যেন েক ঝলক প্রকৃতির স্পর্শ। উল্লম্ব বাগানে ২০০টিরও বেশি গাছ লাগানো। মাঝে ঝোলানো দোলনা। মেঝেতে কাঠের ফিনিশিং। পরিণীতি জানিয়েছিলেন, ঘুম থেকে উঠেই তিনি আরব সাগরের দৃশ্য উপভোগ করতে সোজা বারান্দায় চলে যান।

পরিণীতি চোপড়ার বারান্দা।

পরিণীতি চোপড়ার বারান্দা। ছবি: সংগৃহীত।

সোনম কপূরের বারান্দা: নিজের সাজের বিষয়ে যতটা নিখুঁত থাকার চেষ্টা করেন, গৃহের সাজগোজের বিষয়েও ততটাই সচেতন অনিল কপূরের কন্যা। সোনমের ব্যালকনি নাকি ছেলে বায়ুর নার্সারি হিসেবে বানানো হয়েছে। যেখানে বিখ্যাত ফ্রেস্কো শিল্পী বিকাশ সোনির আঁকা একটি দেওয়ালচিত্র বা মুরাল রয়েছে। যেটি অরণ্যের গল্প বলছে। সবুজে ভরা বারান্দার মেঝেতেও অভিনবত্ব রয়েছে। টেবিলে রাখা হাতে আঁকা সিরামিকগুলি জয়পুর থেকে বানিয়ে আনা হয়েছে।

সোনম কপূরের বারান্দা।

সোনম কপূরের বারান্দা। ছবি: সংগৃহীত।

সব্যসাচী মুখোপাধ্যায়ের বারান্দা: পোশাকশিল্পী সব্যসাচীর অভিজাত বাড়ির ঝলক মিলতে পারে শুধু এই বারান্দা থেকেই। কলকাতার প্রাসা্দোপম বাড়িতে সমান গুরুত্ব পেয়েছে ব্যালকনিটি। সাবেক সাজের উপর নির্ভর করেই গুছিয়েছেন সব্যসাচী। ঠিক যে ভাবে শাড়ি বা লহেঙ্গা বানানোর সময়ে নৈপুণ্যের প্রমাণ রেখে দেন, তেমনই বারান্দার আসবাব বাছাইয়ের ক্ষেত্রেও নিখুঁত তিনি। অতিথিদের জন্য বানানো শোয়ার ঘর দিয়ে এই বারান্দায় পৌঁছে যাওয়া যায়। বারান্দায় গাছগাছালি ভর্তি। কিন্তু বারান্দার বাইরেও সবুজের ভিড়। হাতে বানানো পর্দা এবং ব্লক-প্রিন্টেড গৃহসজ্জার সামগ্রী ও আসবাবপত্র সাজানো রয়েছে।

সব্যসাচী মুখোপাধ্যায়ের বারান্দা।

সব্যসাচী মুখোপাধ্যায়ের বারান্দা। ছবি: সংগৃহীত।

তাপসী পন্নুর বারান্দা: সোনম বা সব্যসাচীর মতো বারান্দা তৈরি করতে পারা দেশের অধিকাংশের কাছেই দূরকল্পনা। কিন্তু ‘মনমরজ়িয়া’র নায়িকার ছোট্ট ব্যালকনিটি মধ্যবিত্ত বা উচ্চমধ্যবিত্তদের নাগালে। ছোট, মিষ্টি বারান্দার শখ থাকলে তাপসীর মতো করে সাজানো যেতে পারে। জায়গা বাঁচাতে দেওয়ালে গাছ, তাক, ছবি ইত্যাদি সাজিয়েছেন অভিনেত্রী। সকালে উঠে বারান্দাতেই সময় কাটাতে পছন্দ করেন তিনি।

তাপসী পন্নুর বারান্দা।

তাপসী পন্নুর বারান্দা। ছবি: সংগৃহীত।

রাধিকা মদনের বারান্দা: তাপসীর মতোই রাধিকার একচিলতে বারান্দার সজ্জাতেও বাহুল্য বর্জনের ছোঁয়া রয়েছে। ব্যালকনিতে দাঁড়ালেই বিস্তীর্ণ সমুদ্রের দৃশ্য। সমুদ্রের হাওয়া খেতে খেতে বারান্দায় বাগান করতে ভালবাসেন ‘অংরেজ়ি মিডিয়াম’-এর নায়িকা।

রাধিকা মদনের বারান্দা।

রাধিকা মদনের বারান্দা। ছবি: সংগৃহীত।

নিজের সামর্থ্য অনুযায়ী, সাজিয়ে নিতে পারেন নিজের বাড়ির প্রিয় কোণটিকে। দেশের নামজাদা তারকারাই আপনার অনুপ্রেরণা হতে পারেন।

Advertisement
আরও পড়ুন