Diwali Cleaning Tips

দীপাবলিতে আলোয় সাজানো বাড়িতে নোংরা সুইচ বোর্ড বড্ড বেমানান, পরিষ্কার করুন সামান্য উপকরণেই

উৎসবের আবহে চাদর বদলানো হচ্ছে, ঝুল ঝাড়া হচ্ছে, তা হলে নোংরা সুইচ বোর্ডটি বা বাদ যায় কেন? কী ভাবে সুইচের কালচে ছোপ তুলবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ২০:০৫
সুইচ বোর্ডের ময়লা উঠবে ৫  মিনিটেই। কী ভাবে?

সুইচ বোর্ডের ময়লা উঠবে ৫ মিনিটেই। কী ভাবে? ছবি: সংগৃহীত।

ঘরদোর পরিষ্কার করা হলেও, বেশির ভাগ বাড়িতেই সুইচ বোর্ডের দিকে কারও নজর যায় না। অথচ প্রতিনিয়ত ব্যবহার হতে হতে বোর্ড এবং সুইচে কালো ছোপ পড়ে যায়। দীপাবলির আলোর উৎসব। ঘরের অন্দরমহল থেকে বাইরে— সবটা‌ি যখন আলোয় সাজছে, তখন সুইচবোর্ডই বা ময়লা থাকে কেন?

Advertisement

উৎসবের আগে বহু বাড়িতেই ঝাড়পোঁছ হয়। এই ফাঁকে বরং নোংরা হয়ে থাকা সুইচ বোর্ডটিও পরিষ্কার করে নিন। কৌশল সহজ।

১। নেলপালিশ তোলার রিমুভার বা নেলপালিশ তোলার ওয়াইপস সরাসরি ব্যবহার করুন সুইচ বোর্ডে। এতে স্পিরিট থাকে। দাগ উঠে যাবে সহজে। বোর্ড থেকে সুইচ আলতো চাপ দিয়ে ঘষলেই ধীরে ধীরে জমাট বাঁধা ময়লা পরিষ্কার হয়ে যাবে।

২। হাত পরিষ্কারের জীবাণুনাশক তরলটিও কাপড় বা তুলোয় নিয়ে সুইচ বোর্ডে ঘষে দিতে পারেন। এতে থাকা অ্যালকোহলের জন্যই দ্রুত দাগ উঠে যায়।

৩। অ্যান্টিসেপ্টিক তরল যা কেটে বা ছড়ে গেলে ব্যবহার হয়, তার মধ্যেও কোনও কোনওটি সুইচ বোর্ডের ময়লা তুলতে কাজে লাগাতে পারেন। তুলোয় নিয়ে একটু ঘষলেই ঝকঝকে হয়ে যাবে বোর্ড।

৪। উপায় আছে আরও। মাজন দাঁত মাজার ব্রাশে লাগিয়ে ঘষে দিতে পারেন। তার পর পরিষ্কার কাপড় দিয়ে ঘষে দিলেই ফেনা-সহ সুইচ বোর্ডের দাগ পরিষ্কার হয়ে যাবে।

৫। বাসন মাজার তরল সাবান জলে গুলে তাতে কাপড়ের টুকরো ভিজিয়ে ভাল করে নিংড়ে নিন। জল যেন সুইচ বোর্ডে না যায়। সেই কাপড় দিয়ে মুছলেও দাগ পরিষ্কার হবে।

সতর্কতা জরুরি

· সুইচ বোর্ড পরিষ্কারের সময় অসাবধান হলেই সমস্যা। প্রথমেই সুইচ বন্ধ করে দিন। কোনও প্লাগ থাকলে বা তাতে কিছু গোঁজা থাকলে বার করে দিন। তার সরিয়ে ফেলুন।

· সুইচ বোর্ড পরিষ্কারের সময় খেয়াল রাখতে হবে সুইচ না চালু হয়ে যায়।

· সুইচের ভিতরে, প্লাগ পয়েন্ট জল, সাবান বা রাসায়নিক যেন না ঢুকে যায় খেয়াল রাখা জরুরি। রিমুভার বা সাবানজল দিয়ে পরিষ্কারের পর দ্রুত শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হব। সাবানজলে কাপড় ভিজিয়ে একেবারে শুকনো করে নিংড়ে নিন। তার পরেই তা ব্যবহার করা যেতে পারে।

· সুইচ মোছার পর কিছুক্ষণ অপেক্ষা করুন, যাতে বোর্ড শুকনো হয়ে যায়। তার পরে সুইচ চালান।যদি মনে হয়ে সুইচ চালানোর পর কোনও রকম সমস্যা হচ্ছে, তা হলে দ্রুত বিদ্যুতের কাজ যিনি করেন, তাঁর সাহায্য নেওয়া প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন