Cleaning tips

দীপাবলির পার্টির পরে শখের কাচের বাসনে দাগ পড়ে গিয়েছে, কী ভাবে তুলবেন?

কাচের বাসন যত্নে রাখা বেশ ঝক্কির কাজ। কিন্তু শখের বাসনপত্রের যত্ন না দিলে তাতে দাগছোপ পড়বে। তা হলে কী করণীয়? সহজ উপায় শিখে রাখুন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৯:১৪
কাচের বাসনের দাগ তোলার সহজ উপায়।

কাচের বাসনের দাগ তোলার সহজ উপায়। ছবি: ফ্রিপিক।

উৎসব-পার্বণের সময়ে বাড়িতে বন্ধুবান্ধব, অতিথির আসা-যাওয়া লেগেই থাকবে। খাওয়াদাওয়াও চলবে। ফলে কাচের বাসনে দাগছোপ পড়বেই। কাচের বাসনে হলেদেটে ছোপও পড়ে যায়। আবার একটু অসাবধান হলেই ভেঙে যেতে পারে। তাই কাচের বাসন যত্নে রাখা বেশ ঝক্কির কাজ। কিন্তু উপায় জানা থাকলে, সহজেই শখের বাসনপত্রের সঠিক যত্ন নিতে পারবেন।

Advertisement

দাগ তোলার সহজ উপায় কী কী?

১) ২:১ অনুপাতে ভিনিগার এবং উষ্ণ জল মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণের মধ্যে কাচের বাসন ভিজিয়ে রাখুন ৫ থেকে ৭ মিনিট। প্রয়োজনে স্পঞ্জ দিয়ে হালকা হাতে একটু ঘষে নিন। তার পর জল দিয়ে ধুয়ে নিলেই কাচের বাসন হয়ে উঠবে নতুনের মতো।

২) আপনার হাত থেকে কি বারে বারেই কাচের বাসন পড়ে ভেঙে যায়? তা হলে বাসন ধোওয়ার সময়ে একটি তোয়ালে পেতে রাখুন। হালকা করে বাসন ধুয়ে তোয়ালের উপর রাখুন। তা হলে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার ভয় কমবে।

৩) বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে কাচের বাসনের গায়ে মাখিয়ে রাখুন। কিছু ক্ষণ পর স্পঞ্জ দিয়ে ঘষে তুলে ফেলুন। তবে বেকিং সোডার শক্ত দানা কিন্তু কাচের গায়ে দাগ ফেলে দিতে পারে। তাই সেই দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে।

৪) রোজের ব্যবহারের কাচের বাসন শুধু সাবান জলে ধুলেই হবে না। তেলমশলার দাগ চেপে বসবে। জলে সামান্য ভিনিগার মিশিয়ে সেই জল দিয়ে বাসন ধুয়ে ফেলুন। দেখবেন, সমস্ত দাগছোপ উঠে গিয়েছে। কাচের ডিশ, কাপ ব্যবহার করতে করতে হলদেটে দাগ পড়ে যায়। এই দাগ তুলতে হলে জলে ভিনিগারের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে ভাল করে ধুয়ে নিন। দেখবেন, সব দাগ উঠে গিয়েছে।

Advertisement
আরও পড়ুন