Gardening Tips

দ্রুত আগাছা বেড়ে উঠছে শখের বাগানে? কী ভাবে তা নির্মূল করবেন?

গাছের পুষ্টিতে ভাগ বসায় আগাছা। তা ছাড়া নিয়মিত আগাছা পরিষ্কার কম ঝক্কির নয়। কী ভাবে এই সমস্যার সমাধান সম্ভব?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ২০:০৭
আগাছা থেকে মুক্তি মিলবে কোন উপায়ে?

আগাছা থেকে মুক্তি মিলবে কোন উপায়ে? ছবি: এআই।

হাতে সময় নেই। তবে শখ আছে। সেই কারণে অল্প যত্নে বেড়ে ওঠে, এমন গাছ লাগিয়েছেন বারান্দার ছোট্ট বাগানে? কিন্তু সমস্যা তৈরি করছে আগাছা? আগাছা শুধু গাছের পুষ্টিতে ভাগ বসায় না, দু’দিন অন্তর বেড়ে ওঠা অবাঞ্ছিত গাছ উপড়ে ফেলাও বড় কাজ। এক বার কাটলেই কি নিস্তার রয়েছে! সপ্তাহখানেক বাদেই মাথা চারা দেয়। এমন সমস্যার সমাধান খুঁজছেন?

Advertisement

১। আগাছা বেড়ে ওঠার জন্যও সূর্যালোক, জলের দরকার হয়। এ ক্ষেত্রে সাহায্য করতে পারে মালচিং। গাছের গোড়া খড়, কাগজ, বা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। মাটিতে রোদ পড়তে পারে না। ফলে আগাছাও বেড়ে ওঠে না।

২। গাছ বসানোর সময় নতুন মাটি ব্যবহার করতে পারেন। পুরনো গাছের মাটি ঢেলে পরিষ্কার করে সার মিশিয়ে নতুন করে মাটি প্রস্তুত করলে এই ধরনের সমস্যা কিছুটা হলেও কমানো যায়।

৩। আগাছা গজালেই তা উপড়ে ফেলতে হবে। এই সময় একটু যত্নশীল হওয়া দরকার। আগাছার শিকড়ের অংশবিশেষ যাতে না থাকে, দেখা প্রয়োজন।

বাজারচলতি অনেক রাসায়নিক মেলে আগাছা নির্মূলের জন্য। কিন্তু তা পরিবেশ এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বদলে ঘরোয়া উপায়ে কাজে লাগাতে পারেন।

ভিনিগারের মিশ্রণ: সাড়ে ৩ লিটার ভিনিগারের সঙ্গে ১ কাপ নুন মিশিয়ে নিন। তাতে ১ চামচ বাসন মাজার তরল সাবান মেশান। আগাছা ভরা জায়গায় এই মিশ্রণ স্প্রে করে দিন। তবে কোনও নরম গাছের গায়ে এই মিশ্রণ প্রয়োগ করবেন না।

Advertisement
আরও পড়ুন