Ant control tips

গরমকালে বাড়িতে পিঁপড়ের উপদ্রব বাড়ছে? ঘরোয়া ৫টি পদ্ধতিতে মিটতে পারে সমস্যা

গরমকালে পিঁপড়ের উপদ্রবে সমস্যায় পড়েন অনেকেই। ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারের পরিবর্তে ঘরোয়া উপকরণেই সমস্যার সমাধান করা সম্ভব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৮:২২
How to get rid of ants naturally at home follow these simple tips

গরমে বাড়িতে পিঁপড়ের উপদ্রব বাড়ে। ছবি: সংগৃহীত।

গরমের সময় বাড়িতে পাল্লা দিয়ে বাড়ে পিঁপড়ের উপদ্রব। রান্নাঘর থেকে বসার ঘর— সর্বত্র তাদের অবাধ যাতায়াত। সাধারণত বাড়িকে পিঁপড়েশূন্য করতে অনেকেই ‘অ্যান্ট চক’ বা খড়ি ব্যবহার করেন। কেউ কেউ পেস্ট কন্ট্রোল সংস্থার সাহায্য নেন। রাসায়নিক ব্যবহার করে সাময়িক ফল পাওয়া যায়। কিন্তু এই ধরনের পদ্ধতিগুলি অনেক সময়েই শরীরের ক্ষতি করতে পারে। তাই বাড়ি থেকে পিঁপড়ে নির্মূল করতে সহজেই কিছু নিরাপদ পদ্ধতি অনুসরণ করা যায়। উপকরণগুলি বাড়িতেই সহজলভ্য।

Advertisement

১) ভিনিগার

ভিনিগারের উগ্র গন্ধে পিঁপড়ের উপদ্রব বন্ধ হতে পারে। সমপরিমাণ ভিনিগার (সাধারণ ভিনিগার না থাকলে অ্যাপল সাইডার ভিনিগারও ব্যবহার করা যায়) এবং জল একটি পাত্রে মিশিয়ে নিন। তার পর একটি স্প্রে বটলে ভরে যেখানে যেখানে পিঁপড়েদের আনাগোনা, সেই জায়গায় ছড়িয়ে দিন। আর পিঁপড়ের আগমন ঘটবে না।

How to get rid of ants naturally at home follow these simple tips

ভিনিগার। ছবি: সংগৃহীত।

২) সাবান

বাড়িতে বাসন মাজার তরল সাবান ব্যবহার করে পিঁপড়ে দূর করা সম্ভব। একটি পাত্রে সমপরিমাণ তরল সাবান এবং জল মিশিয়ে নিন। তার পর একটি স্প্রে বটলে ভরে যেখানে যেখানে পিঁপড়ের আধিক্য, সেখানে ছড়িয়ে দিন।

How to get rid of ants naturally at home follow these simple tips

তরল সাবান। ছবি: সংগৃহীত।

৩) পাতিলেবু

পাতিলেবুর রস ব্যবহার করে বাড়িতে পিঁপড়েদের উপদ্রব কমতে পারে। এই লেবুর রস দরজা, জানলা বা দেওয়ালের কোনও ফাটলে অল্প পরিমাণে ঢেলে রাখুন। এ ছাড়াও লেবুর খোসা ঘরের কোণে ছড়িয়ে রাখতে পারেন। পাতিলেবুর মধ্যে যে উগ্র গন্ধ রয়েছে, তা পিঁপড়ের দীর্ঘ সারি ভাঙতে সাহায্য করে।

৪) বেকিং সোডা এবং বোরিক অ্যাসিড

পিঁপড়েদের ফাঁদে ফেলতে পারে বেকিং সোডা এবং বোরিক অ্যাসিড। এক কাপ জলে অর্ধেক কাপ চিনি গুলে নিন। তার মধ্যে ২ চা চামচ বোরিক অ্যাসিড পাউডার এবং সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন। সমগ্র মিশ্রণটিকে একটি ছোট্ট কৌটোতে রেখে দিন। এর পর উপরের ঢাকনায় কয়েকটি ফুটো করে, কৌটোটিকে ঘরের কোণে রেখে দিতে হবে। মিষ্টির লোভে পিঁপড়ে কৌটোর মধ্যে প্রবেশ করবে এবং আটকে যাবে।

How to get rid of ants naturally at home follow these simple tips

লবঙ্গ এবং গোলমরিচ। ছবি: সংগৃহীত।

৫) লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা

বাড়িতে যেখানে যেখানে পিঁপড়ের আনাগোনা বেশি, সেখানে একটি কাপড়ের পুঁটলির মধ্যে কিছু লবঙ্গ, তেজপাতা এবং গোলমরিচ রেখে দিলে উপকার পাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে গোলমরিচ গুঁড়ো করে রাখতে পারলে সমস্যা দ্রুত মিটতে পারে।

Advertisement
আরও পড়ুন