Curtain Decoration Guide

রঙিন বসন্তের ছোঁয়া কি অন্দরসজ্জাতেও আনতে চান? ৫ পর্দায় বদলে ফেলুন ঘর

বসন্ত ঋতুটাই এমন। মিষ্টি হাওয়া, বাতাসে অন্যরকম গন্ধ। একটু মনে মনে উড়ে বেড়ানোর ইচ্ছে। যাঁরা ঘোর সংসারী, ঘরদোর সাজিয়েই যাঁরা সেই অনুভূতি পান, তাঁরাও কি বসন্তের রঙের ছোঁয়া নিজের ঘরে আনবেন না!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৯

ছবি : সংগৃহীত।

বসন্তে ধীরে ধীরে সেজে উঠছে চারপাশ। শিমুল, পলাশের গাছে উজ্জ্বল লালের বাহার। চারপাশে তে বটেই, অনেকের মনেও এই মনোরম আবহাওয়ায় রঙিন ভাব। আসলে বসন্ত ঋতুটাই এমন। মিষ্টি হাওয়া, বাতাসে অন্যরকম গন্ধ। একটু মনে মনে উড়ে বেড়ানোর ইচ্ছে। যাঁরা ঘোর সংসারী, ঘরদোর সাজিয়েই যাঁরা সেই অনুভূতি পান, তাঁরাও কি বসন্তের রঙের ছোঁয়া নিজের ঘরে আনবেন না! অন্দরসজ্জার শিল্পীরা বলছেন, শুধু ঘরের পর্দা বদলেই ঘরে রঙিন বসন্ত এনে ফেলা যায়।

Advertisement

ফিনফিনে সাদা পর্দা: সাদা রঙের স্বচ্ছ পর্দা বা সাদার উপর সাদা দিয়েই কাজ করা নেটের পর্দাও ঘরে একটা ফুরফুরে ভাব আনতে পারে।

রঙিন শাড়ির পর্দা: পুরনো রঙিন জর্জেট বা সিফন শাড়ি রংমিলিয়ে পাশাপাশি ঝুলিয়েও পর্দা বানিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে যে জানলায় দু’টি পর্দা ঝোলাতে অভ্যস্ত আপনি সেখানে তিন চারটি পর্দা দিয়ে দেখতে পারেন। একই রঙের বৈপরীত্য বজায় রাখুন ঘরের অন্য জানলা এবং দরজার পর্দাতেও।

নানা রঙের পর্দা: দু’টি বা তিনটি রঙের পর্দাকে পাশাপাশি ঝুলিয়ে দিন। ধরা যাক সাদা-হলুদ-নীল এই তিনটি রঙ বেছে নিলেন। সেক্ষেত্রে কোনও জানলায় দু’পাশে নীল পর্দা ঝুলিয়ে মাঝে একটি সাদা বা হলুদ দিতে পারে। কোথাও দু’পাশে হলুদ পর্দা ঝুলিয়ে মাঝে ঝোলাতে পারেন সাদা।

কাপড় জুড়ে তৈরি পর্দা: অনেকরকম কাপড় জুড়ে তৈরি করে নিতে পারেন পর্দা। ঘরে বেশ একটা যাযাবরীয় রঙিন ভাব আসবে। দেখতেও লাগবে ভাল।

ফুলের ছাপের পর্দা: ফুল ফুটুক না ফুটুক বসন্তে ফুল ছাপ পর্দা ভাল লাগবেই। তাই হালকা রঙের উপর রঙিন ফুলের ছাপ দেওয়া পর্দা দেখতে ভাল লাগবে।

বিডসের পর্দা: এক রঙা কাপড়ের পর্দার উপরে রঙিন বিডস ঝুলিয়েও রঙের ছোঁয়া আনতে পারেন ঘরে।

Advertisement
আরও পড়ুন