white cloth washing tips

সাদা পোশাক পরতে ভালবাসেন? নিয়মিত বাড়িতে কেচেই কাপড় সাদা এবং উজ্জ্বল রাখবেন কী ভাবে?

অনেকেই বলতে পারেন, সাদা পোশাক সাদা রাখতে হলে লন্ড্রিতেই কাচাতে হবে। তাতে অসুবিধা নেই। তবে চাইলে নিয়মিত বাড়িতে পরিষ্কার করেও পোশাক সাদা এবং উজ্জ্বল রাখতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ২০:১১

সে এক সফেদ সময়। মহানগর হোক বা গ্রাম-মফস্‌সল, ‘ভদ্রলোক’-এর পোশাক মাত্রেই সাদা। বাঙালির জীবনে রঙের আনাগোনা শুধু মনে মনে। মহিলারা রঙিন শাড়িতে সজ্জিতা হলেও উত্তমকুমার ধুতি-শার্টে সাদা, হেমন্ত মুখোপাধ্যায় থেকে শচীনকর্তা সাদা, সাদা এবং সাদা। শুধু হিন্দু বাঙালি নয়, বাঙালি মুসলমানের পোশাকেও সাদার আধিক্য। আব্বাসউদ্দিন থেকে মুজিবুর রহমান পর্যন্ত সাদার সিজিল-মিছিল। কিন্তু তার পর? রঙিন পর্দা নেমে এল বাঙালির জীবনে। কমতে থাকল সাদার ব্যবহার। অধ্যাপকদের কেউ কেউ বা আদালতি পেশার মানুষেরা সাদা পরলেও বাকিরা কই! কারণ জিগ্যেস করলে অনেকেই মুখের উপর বলে দেন, “পরতে পারি, লন্ড্রির খরচটা আপনি দেবেন তো?”

Advertisement

সাদা পোশাক পরতে যেমন ভাল লাগে, তেমনই সাদা পোশাক সাদা রাখাও কঠিন কাজ। তার জন্য বাড়তি যত্নের প্রয়োজন। নিয়ম মেনে পরিষ্কারও করতে হয়। সাদা পোশাক পরলে তা লন্ড্রিতে কাচিয়ে সাদা করতে হবে, তার নানা ঝক্কি, ইত্যাদি ভেবে অনেকেই সাদা পোশাক পছন্দ করলেও পরেন না। তবে চাইলে নিয়মিত ঘরে পরিষ্কার করেও পোশাক সাদা এবং উজ্জ্বল রাখতে পারেন। শুধু কয়েকটি কৌশল মেনে চলতে হবে।

১. অন্যান্য রঙের পোশাকের সঙ্গে মেশাবেন না। সাদা পোশাক সব সময় হালকা বা অন্য কোনও রঙের পোশাক থেকে সম্পূর্ণ আলাদা করে ধুতে হবে। অন্য রঙের সামান্য ছোঁয়াও সাদার উজ্জ্বলতা কমিয়ে দিতে পারে।

২. সাদা কাপড়ের জন্য বিশেষ ভাবে তৈরি অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট দেওয়া ডিটারজেন্ট ব্যবহার করুন। এই ধরনের ডিটারজেন্ট সাদা কাপড়কে আরও উজ্জ্বল দেখাতে সাহায্য করে।

৩. সামান্য পরিমাণে ব্লিচ ব্যবহার করুন। নির্দিষ্ট সময় অন্তর, কাপড়ের ধরন অনুযায়ী ব্লিচ ব্যবহার করতে পারেন। যেমন সুতির জন্য ক্লোরিন ব্লিচ, অন্য কাপড়ের জন্য অক্সিজেন-ভিত্তিক ব্লিচ উপযোগী। তবে, অতিরিক্ত ব্লিচে অনেক সময় কাপড় দুর্বল হয়ে যেতে পারে। বেশি ব্যবহারে কাপড়ের রং হলুদও হতে পারে। তাই বুঝে ব্যবহার করুন।

৪. প্রাকৃতিক ব্রাইটেনিং উপাদান হিসাবে বেকিং সোডা বা সাদা ভিনিগার ব্যবহার করুন। ডিটারজেন্টের সঙ্গে আধ কাপ বেকিং সোডা মেশান। অথবা ওয়াশিং মেশিনের রিন্স সাইকেলে আধ কাপ সাদা ভিনিগার দিয়ে দিন। এটি কাপড়ের রং উজ্জ্বল করে এবং কাপড়কে নরম রাখে।

৫. সরাসরি সূর্যের আলোতে শুকোলেও সাদা পোশাকের রং উজ্জ্বল হয়। কারণ, সূর্যের আলো প্রাকৃতিক ব্লিচিং এজেন্টের মতো কাজ করে কাপড়কে সাদা রাখতে সাহায্য করে।

৬. গরম জলে কাচলেও দাগ এবং ময়লা ভাল ভাবে দূর হয়। এতে সাদা রঙের ঔজ্জ্বল্যও বজায় থাকে। তবে সব কাপড়ের জন্য গরম জল উপযুক্ত নয়। কাপড়ের লেবেল পড়ে নিন। যদি গরম জলে কাপড় কাচা যাবে বলে লেখা থাকে, তবেই গরম জল ব্যবহার করুন।

৭. যদি সাদা রঙে হলুদ ভাব চলে আসে, তবে জলে কিছুটা লেবুর রস মিশিয়ে তাতে কাপড় কিছু ক্ষণ ভিজিয়ে রেখে ধুতে পারেন। তাতেও হলদেটে ভাব কাটবে।

৮. সাদা পোশাকে দাগ লাগলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করুন। অন্তত জল দিয়ে ধুয়ে নিন। বিশেষ করে চা, কফি বা ফলের রসের দাগ শুকিয়ে গেলে তা তোলা খুব কঠিন হয়ে যায়।

৯. কম ডিটারজেন্ট ব্যবহার করুন। প্রয়োজনের তুলনায় বেশি ডিটারজেন্ট ব্যবহার করলে তা কাপড়ে জমে তা থেকেও হলুদ বা ধূসর ভাব তৈরি করতে পারে।

১০. সঠিক জায়গায় রাখুন। সাদা জামা এমন জায়গায় রাখুন যেখানে সূর্যের আলো সরাসরি পড়ে না। কারণ অতিরিক্ত সূর্যের আলো সাদা রঙে হলদেটে ভাব আনতে পারে। এ ছাড়া যে জায়গায় জামাকাপড় রাখছেন, সেখানে যদি স্যাঁতসেঁতে ভাব বেশি থাকে, তবে তা থেকে সাদা জামায় কালচে ছোপও পড়তে পারে।

Advertisement
আরও পড়ুন