Water Growing Plant Care

জলের সঙ্গে মিশিয়ে দিলে গাছ বাড়বে তরতরিয়ে! পোথোস, মানি প্ল্যান্টের জন্য কোন ‘খাবার’ দরকার?

জলে বেড়ে ওঠা গাছগুলির যত্ন না নিলে সেগুলি শুকিয়ে যেতে পারে কয়েক দিনেই। সেই সঙ্গে তাদের বেড়ে ওঠার জন্য দরকার প্রয়োজনমতো ‘খাবার’। কোন সার দেবেন গাছে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৯:৫৫
মাটি ছাড়া দিব্যি বেড়ে উঠতে পারে বলে  লাকি ব্যাম্বু, পোথোস, ইংলিশ আইভি, বেগোনিয়াস-সহ অনেক গাছের বিশেষ কদর রয়েছে মাটি ছাড়া দিব্যি বেড়ে উঠতে পারে বলে  লাকি ব্যাম্বু, পোথোস, ইংলিশ আইভি, বেগোনিয়াস-সহ অনেক গাছের বিশেষ কদর রয়েছে বাড়ির অন্দরমহলে।

মাটি ছাড়া দিব্যি বেড়ে উঠতে পারে বলে লাকি ব্যাম্বু, পোথোস, ইংলিশ আইভি, বেগোনিয়াস-সহ অনেক গাছের বিশেষ কদর রয়েছে মাটি ছাড়া দিব্যি বেড়ে উঠতে পারে বলে লাকি ব্যাম্বু, পোথোস, ইংলিশ আইভি, বেগোনিয়াস-সহ অনেক গাছের বিশেষ কদর রয়েছে বাড়ির অন্দরমহলে। —ছবি: সংগৃহীত।

মাটি ছাড়া দিব্যি বেড়ে উঠতে পারে লাকি ব্যাম্বু, পোথোস, ইংলিশ আইভি, বেগোনিয়াস-সহ অনেক গাছই। সে কারণেই বাড়ির অন্দরমহলে তাদের বাড়তি কদর। জলে বেড়ে ওঠা গাছগুলির যত্ন না নিলে, সেগুলি শুকিয়ে যেতে পারে কয়েক দিনেই। সেই সঙ্গে তাদের বেড়ে ওঠার জন্য দরকার প্রয়োজনমতো ‘খাবার’।

Advertisement

১. যে পাত্রে গাছ বসাতে চাইছেন, সেই পাত্রের চার ভাগের তিন ভাগ জল রাখুন। জল পরিষ্কার রাখতে ব্যবহার করা যায় চারকোলের টুকরো। পাত্রের নীচের অংশে পাথর দিয়ে তার পর গাছ বসাতে পারেন। স্বচ্ছ কাচের জারে পাথর থাকলে দেখতে ভাল লাগবে।

২. সপ্তাহে এক দিন গাছের জল বদলে ফেলা দরকার। গাছ বেড়ে ওঠার জন্য প্রয়োজন ম্যাগনেশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন।

৩. যে হেতু এই গাছগুলি জলেই বেড়ে উঠছে, তাই প্রয়োজনীয় খনিজের অভাব হলে গাছের বৃদ্ধি থমকে যেতে পারে। গাছ ঠিকমতো ‘খাবার’ না পেলে শুকিয়েও যেতে পারে পুষ্টির অভাবে।

জলে কী মেশাবেন?

পোথোস হোক বা মানিপ্ল্যান্ট— যে কোনও গাছের জন্যই সার পাওয়া যায়। প্যাকেটে দেওয়া নির্দেশমতো সঠিক পরিমাণ সার জলে ভিজিয়ে তার পর তা গাছের জলে মিশিয়ে দিতে হয়।

কলার খোসা কুচিয়ে জলে ভিজিয়ে রাখুন। সপ্তাহ দুয়েক সে ভাবে রাখার পর জল ছেঁকে পোথোস বা মানি প্ল্যান্টের জলে মিশিয়ে নিন। এতে পটাশিয়ামের ঘাটতি পূরণ হবে।

ইপসম জলও দেওয়া যায়। এটি ম্যাগনেশিয়াম এবং সালফেটের ঘাটতি পূরণ করে।

পদ্ধতি:

গাছের পাতা হলদেটে হলে, গাছ নিস্তেজ মনে হলে সার দিতে পারেন। তবে সব সময় সারের মাত্রা ঠিক থাকা দরকার। এক থেকে দু’সপ্তাহ অন্তর গাছে তরল সার প্রয়োগ করা যেতে পারে।

Advertisement
আরও পড়ুন