Vacation Plant Care

গাছ শুকিয়ে যাবে, এই ভয়ে বেড়াতে যান না? সহজ কৌশল জেনে নিলেই স্বস্তি, মরবে না গাছ

গরমের ছুটিতে বাড়ি ফাঁকা থাকলেও গাছের যত্ন নেওয়ায় যাতে বাধা না পড়ে, তার জন্য টোটকা জেনে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:৪৮
How to take care of plants while you are away from home on vacation

গাছের যত্ন আর সফর, দু’টি পরস্পরবিরোধী ঘটনা নয়। ছবি: সংগৃহীত।

বড় যত্নে সাজিয়েছেন বাড়ির বাগান। জানালায়, বারান্দায় পছন্দের গাছগুলির টব সাজিয়ে রেখেছেন। সময়ে মেনে জল দেওয়া, রোদের প্রয়োজন মেনে বারান্দা থেকে জানলায় বা জানলা থেকে বারান্দায় নিয়ে যান। ঘরের গাছগুলি যেন সন্তানসম। আর তাদের রেখে বাড়ির বাইরে বেশি দিন থাকার কথা ভাবতেই পারেন না। যত্ন না পেলে যে মরেই যাবে গাছগুলি! আর সেই কারণেই বার বার ভ্রমণের আনন্দ থেকে বঞ্চিত হতে হয়। তবে আর নয়। এ বার থেকে গাছের যত্ন আর সফর, দু’টি পরস্পরবিরোধী ঘটনা নয়। কয়েকটি সহজ কৌশল মেনে চললেই দুশ্চিন্তামুক্ত হয়ে ঘুরতে যেতে পারবেন।

Advertisement

শনি-রবির বেড়াতে যাওয়া হোক বা দু’সপ্তাহের সফর, দৈর্ঘ্য নিয়ে ভাবতে হবে না। এই গরমের ছুটিতে বাড়ি ফাঁকা থাকলেও যাতে গাছের যত্ন নেওয়ায় বাধা না পড়ে, তার জন্য টোটকা জেনে নিতে হবে।

গাছের ধরন চিনে নেওয়া

সবার প্রথমে গাছের ধরন চিনতে হবে। কোন গাছের কতখানি জলের প্রয়োজন পড়ে, কোন গাছ কতখানি রোদ খায়, তাপমাত্রা বা আর্দ্রতা কত হলে ভাল, ইত্যাদি বুঝে নিয়ে সেই মতো পদক্ষেপ করতে হবে। সেই মতো কৌশল আয়ত্ত করতে হবে।

How to take care of plants while you are away from home on vacation

গরমের ছুটিতে বাড়ি ফাঁকা থাকলেও গাছের যত্ন নেওয়ায় বাধা পড়বে না। ছবি: সংগৃহীত।

জল দিন পর্যাপ্ত পরিমাণে

বেরোনোর আগের দিন গাছে ভাল করে জল দিয়ে নেবেন। অত্যধিক জল থাকলে তা বেরিয়ে যাবে ধীরে ধীরে। যদি দেখেন, বেরোচ্ছে না, তার মানে জল আটকে যাওয়ার সমস্যা চলছে। বেড়াতে যাওয়ার আগে সেটি ঠিক করে নিতে হবে।

গাছগুলিকে কাছাকাছি রাখুন

মাইক্রোক্লাইমেট তৈরি করে গাছগুলির আর্দ্রতা বাড়াতে সাহায্য করে এই পদ্ধতি। যেই গাছগুলি বেশি আর্দ্রতা চায়, সেগুলিকে একসঙ্গে রাখতে হবে। বাথরুমের কাছে বা হিউমিডিফায়ারের কাছে নিয়ে আসতে হবে সব গাছকে।

শুকনো পাতা ছেঁটে ফেলুন

শুকনো পাতা এবং পোকামাকড় থাকলে গাছের পাতা ছাঁটাই করুন। তা ছাড়া খেয়াল রাখুন, ধুলোময়লা যাতে না লেগে থাকে পাতায়। পরিষ্কার পাতায় সালোকসংশ্লেষ ভাল হয়।

সার দেবেন না

বেড়াতে যাওয়ার আগে সার না দেওয়াই উচিত। কারণ সার দিলে গাছের বৃদ্ধির প্রবণতা বাড়ে। সেই সময়ে বেশি পরিমাণে জল এবং যত্নের চাহিদা বাড়ে গাছের। কিন্তু বেরোনোর আগে সার দিয়ে ফেললে পরবর্তী যত্ন দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না।

সরাসরি কড়া রোদে রাখবেন না

গাছের বৃদ্ধির জন্য রোদের প্রয়োজন আছে, কিন্তু একটানা সপ্তাহখানেক সরাসরি রোদ পেলে আবার শুকিয়ে যেতে পারে। তাই সরাসরি যাতে রোদ না পায়, তাই গাছগুলিকে বারান্দা বা জানলার সামনে থেকে সরিয়ে রাখুন।

এ ছাড়াও আরও কয়েকটি পন্থা অবলম্বন করতে পারেন।

১. কোনও এক গাছ-প্রেমী বন্ধুর কাছে গাছগুলি রেখে বেরোতে পারেন কয়েক দিনের জন্য।

২. ড্রিপ বোতল বানিয়ে জলের ব্যবস্থা করতে পারেন। প্লাস্টিকের বোতলের ঢাকনায় ফুটো করে সেটিকে উল্টো করে ঝুলিয়ে রাখুন। সেখান থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ে ভিজতে থাকবে মাটি।

৩. রান্নাঘরের সিঙ্ক অথবা বড় গামলার মধ্যে ১-২ ইঞ্চি জল ভরে তাতে কয়েকটি গাছ বসিয়ে দিন। দেখবেন, গামলা হলে সেটা দিয়ে যেন ধীরে ধীরে জল বেরোনোর জায়গা থাকে।

Advertisement
আরও পড়ুন