Winter

Life Hacks: বহু মাস ধরে গরম জামা আর লেপ-কম্বল বাক্সবন্দি, ব্যবহারের আগে কী করবেন

শীতের জামাকাপড় ভাল রাখতে কী কী করবেন? কী ভাবে কাচবেন গরম জামা?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৭:৫১
চড়া রোদে উলের জামা-কাপড় শুকোতে না দেওয়াই ভাল।

চড়া রোদে উলের জামা-কাপড় শুকোতে না দেওয়াই ভাল। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে শীত। এ বার আলমারি থেকে গরম জামা আর লেপ-কম্বল বার করার সময়। কিন্তু এত মাস ধরে তুলে রাখা গর‌ম জামাকাপড় কি ঠিক অবস্থায় আছে?

দীর্ঘ দিন আলমারিতে তুলে রাখা বা বাক্সে ভরে রাখার ফলে এই সব জামাকাপড় কুঁচকে যায়। এ ছাড়াও ভ্যাপসা গন্ধ, এমনকি ধুলোর আস্তরণও পড়ে যায় অনেক স‌ময়ে। আগামী শীতে তাই সেই সব গরম জামা, কাঁথা-কম্বলকে ব্যবহার করার আগে সেগুলির বিশেষ যত্নের প্রয়োজন।

কী ভাবে নেবেন যত্ন?

Advertisement
লেপ-কম্বল সপ্তাহে দু থেকে তিনবার রোদে দিন।

লেপ-কম্বল সপ্তাহে দু থেকে তিনবার রোদে দিন। সৌজন্য : আইস্টক

সোয়েটার, মাফলার ভাল রাখতে: পরার আগে উলের তৈরি জামাকাপড় এক বার কেচে নিলে ভাল। তবে দোকানে কাচতে না দিয়ে বরং বাড়িতেই কেচে নিন। সোয়েটার, মাফলারের মতো উলের জামাকাপড়ের সঙ্গে অন্য জামাকাপড় না কাচাই ভাল। এতে রোঁয়া উঠে যাওয়ার আশঙ্কা থাকে। কেচে চড়া রোদে এই ধরনের জামাকাপড় শুকোতে দেবেন না। তা হলে রং চটে যেতে পারে।

লেপ-কম্বল ভাল রাখতে: এগুলি সাধারণত শিমুল তুলোর তৈরি। কাচাকুচির বদলে তাই লেপ কম্বল রোদে দেওয়া ভাল। সপ্তাহে অন্তত এক থেকে দু’বার লেপের ঢাকা বদলে নিন। কম্বল যদি তুলোর তৈরি না হয়, সেক্ষেত্রে শ্যাম্পু গোলা জলে কম্বল কাচতে পারেন।

কাঁথা ভাল রাখতে: কাঁথা কাচার আগে জলে ডিটারজেন্ট মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। তার পরে কাঁথা কাচুন।

Advertisement
আরও পড়ুন