শীতের মরসুমে পাতিলেবু গাছটি শুকিয়ে যাচ্ছে, কী ভাবে পরিচর্যা করবেন?

শীতের সময় লেবু গাছের যত্ন নিলে পরবর্তীতে ভাল ফলন হবে। এই সময় গাছ বাঁচাতে কোন শর্ত মেনে চলা দরকার?

Advertisement
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ২০:১১

শীতের মরসুমে যেমন কিছু কিছু গাছ ভাল বাড়ে, তেমনই বেশি ঠান্ডায় বেশ কিছু গাছের ক্ষতিও হতে পারে। এমন অনেক স্থান রয়েছে, যেখানে ঠান্ডা বেশ জাঁকিয়েই পড়ে। এমন আবহাওয়ায় পাতিলেবু গাছটিকে বাঁচাবেন কী উপায়ে? কী ভাবে গাছের পরিচর্যা করলে ফলন ভাল হবে?

Advertisement

· শীতে লেবুগাছের পাতা হলুদ হয়ে যায়, তার পর ঝরে যায়। তবে তা বলে এই সময় গাছের যত্ন নেওয়া বন্ধ করলে চলবে না। উদ্যানপালকেরা জানাচ্ছেন, শীতের মরসুমে মাটি তাড়াতাড়ি শুকিয়ে গেলেও, এই সময় লেবুগাছের জলের প্রয়োজন তেমন হয় না। তাই প্রথমেই জল দেওয়ার মাত্রা খানিক কমিয়ে দেওয়া দরকার।

· সার প্রয়োগেও সচেতন থাকা প্রয়োজন। এই সময় নাইট্রোজেনযুক্ত সারের প্রয়োগ খানিক কমিয়ে ফসফরাস ও পটাশযুক্ত সার দেওয়া ভাল। শীতে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং শীতের পরে গাছে ফুল ধরার জন্য ফসফরাস এবং পটাশযুক্ত সার ভাল। তবে তা খুব সামান্য পরিমাণে দিতে হবে। সার ব্যবহারের আগে সেটি প্রয়োগের নিয়ম জানা জরুরি।

· ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা নামলে লেবুগাছের পক্ষে ক্ষতিকর। গাছকে ঠান্ডা বাতাস এবং কুয়াশা থেকে বাঁচাতে ঢাকা দেওয়া স্থানে টব রাখতে পারেন। তা ছাড়া অন্তত ৬-৮ ঘণ্টা সূর্যালোক আসে এমন স্থানে গাছটি রাখাও জরুরি।

· যদি গাছ মাটিতে লাগানো থাকে, তবে গাছের গোড়ায় সামান্য খড়, শুকনো পাতা দিয়ে ঢেকে দিতে পারেন। এতে মাটি খুব বেশি ঠান্ডা হতে পারে না।

· শীতের শুরুতে (নভেম্বর মাসের দিকে) গাছের মরা, রোগাক্রান্ত বা দুর্বল ডালগুলি ছেঁটে দিন। তবে অন্য ডালপালা ছাঁটাই এই সময় না করাই ভাল। শীতকালে মাইট এবং মিলি বাগ- এর আক্রমণ হতে পারে। নিমতেল গাছে স্প্রে করা দরকার মাঝেমধ্যে।

Advertisement
আরও পড়ুন