Rubber Plant Care

ঘর সাজাতে কেনা রাবার গাছ আচমকা শুকিয়ে যাচ্ছে? যত্নে কোনও ভুল হচ্ছে না তো?

ঘর সাজাতে রাবার গাছ কিনেছেন। তবে তার যত্নআত্তিতে ভুল হলে কিন্তু শুকিয়ে যেতে পারে গাছ। কোন শর্তে ভাল থাকবে রারার গাছ?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৮
রাবার গাছের যত্ন কী ভাবে নেবেন?

রাবার গাছের যত্ন কী ভাবে নেবেন? ছবি: সংগৃহীত।

অন্দরসজ্জায় যেমন জ়েড, স্নেক প্ল্যান্ট, পিসি লিলি জনপ্রিয়, তেমনই কেউ কেউ বেছে নেন রাবার গাছও। বড় বড় মোটা পাতার এই গাছ সিঁড়ির সামনে, ঘরের কোণে সাজিয়ে রাখলে নিমেষেই সৌন্দর্য বেড়ে যায়।

Advertisement

রাবার গাছ বাণিজ্যিক ভাবে চাষও হয়। কারণ, এই গাছের আঠা থেকে তৈরি হয় রাবার। তবে ঘর সাজাতে রাবার গাছ ব্যবহার করলে জেনে নেওয়া দরকার তার বেড়ে ওঠার প্রয়োজনীয় শর্তগুলি। না হলেই পাতা ঝরা, গাছ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে।

আলো: গাছটি কোথায় দিনভর রাখছেন তার উপর এর স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে। সরাসরি সূর্যালোক না লাগলেও, রোদ-হাওয়া আসে এমন স্থানই এই গাছের উপযোগী। পছন্দমতো জায়গায় গাছটি সাজালেও দিনে অন্তত কয়েকটিতে ঘণ্টা জানলা থেকে সামান্য দূরে তা বসিয়ে রাখুন। এই গাছের জন্য আর্দ্রতারও প্রয়োজন। ঘরের আর্দ্রতাই অবশ্য এ ক্ষেত্রে পর্যাপ্ত। বেশি ক্ষণ বাতানুকূল যন্ত্র ঘরে চালিয়ে রাখলে, স্বাভাবিক আর্দ্রতার অভাব হতে পারে। সেই বিষয়টি নজরে রাখা দরকার।

জল: নিয়ম করে গাছের গোড়ায় জল দিচ্ছেন। তবে জলের দরকার আছে তো? টবের মাটিতে তিন ইঞ্চি গভীর পর্যন্ত আঙুল প্রবেশ করান। যদি আঙুলে ভিজে মাটি লেগে না যায়, বুঝতে হবে জল দেওয়ার সময় হয়েছে। সাধারণত দু’দিন অন্তর জল দেওয়ার দরকার হয়। তবে গরমকালে জলের প্রয়োজন বেশি হতে পারে। সে ক্ষেত্রে প্রতি দিনই মাটি পরীক্ষা করে নেওয়া ভাল।

নতুন টব: রাবার গাছ দ্রুত বেড়ে ওঠে। সেইমতো টব বদলে ফেলার দরকার হতে পারে। না হলে শিকড় মাটিতে ছড়ানোর জায়গা পাবে না। গাছ বড় হয়ে গেলে ১৪ ইঞ্চির টব বেছে নেওয়া ভাল।

খাবার: গাছ বেড়ে ওঠার সময় মাসে এক দিন তরল জৈব সার প্রয়োগ করতে পারেন। জলের সঙ্গে মিশিয়ে মাটি খুঁড়ে সেটি ঢেলে দিতে হবে।

Advertisement
আরও পড়ুন