Tips to Store Woollens

শীতের পালা শেষ, গরম জামা যত্ন করে তুলে রাখার আগে কী কী খেয়াল রাখবেন?

যেহেতু উলের জামাকাপড় বছরে সাধারণত এক বারই কাজে লাগে এবং সারাবছর তাতে সে ভাবে হাত পড়ে না, তাই আগামী এক বছর বাক্সবন্দি করার আগে বিশেষ যত্নও নেওয়া প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩২

ছবি : সংগৃহীত।

সোয়েটার-চাদরের দিন গিয়েছে। রাতেও আর গায়ে চাদর চাপা দেওয়ার দরকার পড়ছে না সে ভাবে। অতএব নভেম্বরের শেষে যে সমস্ত উলের জামা কাপড় আলমারি থেকে নামিয়েছিলেন, সেগুলিকে পরিস্কার করে আবার আলমারিতে তুলে রাখার সময় এসেছে। যেহেতু উলের জামাকাপড় বছরে সাধারণত এক বারই কাজে লাগে এবং সারাবছর তাতে সে ভাবে হাত পড়ে না, তাই আগামী এক বছর বাক্সবন্দি করার আগে বিশেষ যত্নও নেওয়া প্রয়োজন। উলের জামাকাপড়় কেচে তোলার আগে তাই জেনে নিন কিছু জরুরি বিষয়।

Advertisement

কী ভাবে যত্ন নেবেন?

পরিষ্কার করার সময় যা মাথায় রাখতে হবে

১। উলের জামাকাপড় বেশি কাচাকাচি না করাই ভাল। তাই খুব বেশি নোংরা না হলে হালকা রোদ এবং হাওয়া আসে এমন জায়গায় মেলে রেখে তুলে ফেলুন।

২। যদি দেখেন কোনও একটি জায়গায় দাগ পড়েছে, তবে শুধু সেটুকুই সাবান জল দিয়ে পরিষ্কার করুন।

৩। যদি একান্তই কাচতে হয়, তবে খুব হালকা সাবান জলে গুলে তাতে অল্প সময়ে ভিজিয়ে রেখে হাতে ধুয়ে নিন। খেয়াল রাখবেন যাতে সাবান সম্পূর্ণ ধোয়া হয়।

৪। উলের জামাকাপড় ওয়াশিংমেশিনে না ধোয়াই ভাল।

৫। উলের জামাকাপড় ধোয়ার জন্য সব সময় ঠান্ডা জল ব্যবহার করুন। গরম জলে উল নষ্ট হয়ে যেতে পারে।

৬। সরাসরি সূর্যের কড়া আলোর নীচে উলের জামাকাপড় শুকোবেন না।

৭। ধোয়ার পরে উলের পোশাক মুচড়ে জল নিকরোবেন না।

গোছানার সময় মাথায় রাখতে হবে

১। উলের জামাকাপড় অনেক সময় পোকায় কেটে দেয়। তাই আলমারিতে তুলে রাখার সময় একটি তুলোর বলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল, ইউক্যালিপটাসেপ তেল অথবা পুদিনার তেল দিয়ে উলের জামাকাপড়ের কাছে রেখে দিন।

২। এমন জায়গায় রাখুন যেখানে পোকা মাকড় বা হাওয়াবাতাস বিশেষ প্রবেশ করতে না পারে। তবে স্যাঁতসেতে জায়গাতেও উলের জামাকাপড় রাখা যাবে না।

Advertisement
আরও পড়ুন