Golden Festive Decor

বছর শুরু করুন সোনালি রং দিয়ে! ঘরের সাজসজ্জা বদলে দূরে রাখুন মনখারাপের মেঘকে

পুরনো বছর ফুরোনো এবং নতুন বছরের শুরুর সন্ধিক্ষণে উৎসবের আমেজ ঘিরে থাকে চারপাশে। অনেকের বাড়িতে অতিথি সমাগমও হয়। সেই উপলক্ষে তো বটেই, নিজের জন্যও বাড়ি সাজিয়ে ফেলুন বিশেষ ভাবনায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬

ছবি : সংগৃহীত।

রোজ যেখানে ক্লান্ত শরীরে জিরোনোর জন্যও বসেন, সেখানে এসে দেখলেন জায়গাটি টিপটপ সাজানো। দেওয়ালগুলো নতুন অলঙ্কার পেয়েছে। ঘরের কোনাগুলো সাফসুতরো। সেখানে চোখে পড়ছে ফুলদানি বা সুন্দর দেখতে টবে বসানো সবুজ গাছ! দেখেই অর্ধেক ক্লান্তি জুড়োবে। ঘর সাজানোর মূল কথাই তাই। ঘর সাজানো হয় ঘরের মানুষজনকে ভাল রাখার জন্য। পুরনো বছর ফুরোনো এবং নতুন বছরের শুরুর সন্ধিক্ষণে যখন উৎসবের আমেজ ঘিরে থাকে চারপাশে, তখন ঘরের মানুষের মনখারাপ কাম্য নয়। তা ছাড়া এই সময়ে অনেকের বাড়িতে অতিথি সমাগমও হয়। সেই উপলক্ষে এবং নিজের জন্যও বাড়িকেও সাজিয়ে ফেলুন সোনালি রঙে। এ বছরের উৎসবে সোনালি রং ট্রেন্ডিং। তা ছাড়া সোনালি রঙের মধ্যে এক ধরনের স্বাভাবিক ইতিবাচক উজ্জ্বল ভাবও আছে। যা উৎসবের আমেজকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে।

Advertisement

কী ভাবে সাজাবেন?

১. সোনালি আলো

পার্টির আমেজ আনতে আলোর কোনও বিকল্প নেই। ঘর সাজান ওয়ার্ম টোনের ফেয়ারি লাইটস দিয়ে। এটি ঘরের আলোয় একটা সোনালি ভাব আনবে। অনেক ধরনের সোনালি নকশাদার টুনি বাল্‌ব পাওয়া যায় ইদানীং। সে সবও ব্যবহার করুন। এ ছাড়া সোনালি রঙের নকশাদার মোমদানি ব্যবহার করতে পারেন। বা কাচের জারে সোনালি গ্লিটার ভরে তাতে মোমবাতি জ্বালাতে পারেন।

২. কাপড়ে বাজিমাত

ঘরের ভোল বদলে দিতে কাপড়ের জুড়ি নেই। বিশেষ কোনও একটি রংকে প্রাধান্য দিতে চাইলে সেই রঙের কাপড় কুশনে, চাদরে, পর্দায় ব্যবহার করলেই বিনা আয়াসে নজর কাড়া যায়। উৎসবে সেনালি রঙে ঘর সাজাতে চাইলে বিছানায়, বসার জায়গায় সোনালি সিক্যুইনের কাজ করা কুশন কভার ব্যবহার করতে পারেন। যে পর্দা ঘরে টাঙিয়েছেন, তার মাঝখানে সোনালি রঙের একটি করে পর্দা ঝুলিয়ে দিন। অথবা সোনালি চওড়া ফিতে দিয়ে বেঁধে রাখুন পর্দার কিছুটা অংশ।

৩. দেওয়ালসজ্জা

অতিথিরা যে খানে এসে বসেন, সেই ঘরের একটি দেওয়ালে সোনালি ফয়েলের কার্টেন এবং সোনালি বেলুন দিয়ে সাজিয়ে নিতে পারেন। তবে এই ব্যবস্থা কোনও এক দিনের অনুষ্ঠানের জন্য উপযুক্ত। যদি তেমন কোনও অনুষ্ঠানের পরিকল্পনা না থাকে, তবে দেওয়ালে সোনালি ফ্রেমের আয়না টাঙাতে পারেন। চওড়া সোনালি ফ্রেমে বাঁধানো ছবি বা সোনালি রঙের আধিক্য রয়েছে, এমন ছবিও টাঙাতে পারেন। ইদানীং নানা ধরনের মেটালের দেওয়ালসজ্জার জিনিসও পাওয়া যায়। সোনালি লন্ঠন, ফ্লোরাল নকশা করা, বিমূর্ত নকশার অনেক কিছুই বাজারে সহজলভ্য। এগুলিও বসার ঘরের একটি দেওয়ালে টাঙালে ভাল লাগবে।

৪. ডাইনিং ও ক্রকারি

পার্টি হলে তার প্রধান আকর্ষণ খাওয়ার টেবিলেই। আবার বাড়ির সব সদস্য একজোট হনও খাওয়ার টেবিলে। তাই সোনালি ছোঁয়া সেখানেও রাখা উচিত। পার্টি হলে গোল্ডেন রিম বা সোনালি বর্ডার দেওয়া ডিনার সেট ব্যবহার করুন। যদি তা না থাকে, তবে সাধারণ সাদা প্লেটের সঙ্গে সোনালি নকশা করা ন্যাপকিন বা সোনালি রঙের চামচ-কাঁটা ব্যবহার করতে পারেন। এ ছাড়া, ডাইনিং টেবিলের মাঝখানে একটি সোনালি ফুলদানিতে কিছু ইনডোর প্ল্যান্ট বা শুকনো ফুল সাজিয়ে রাখতে পারেন। টেবিল ক্লথের উপরে সোনালি রঙের নেট বা সিল্কের রানার ব্যবহার করে তার উপর খাবারের পাত্র সাজিয়ে দিলে তা-ও দেখাবে রাজকীয়। বর্ষশেষের সপ্তাহে কোনও একটা দিন শুধুমাত্র বাড়ির সদস্যদের নিয়ে বিশেষ ভাবে টেবিল সাজিয়ে নৈশাহার করাই যেতে পারে।

৫. আর যা যা সাজাতে পারেন

ফুলের টব: ঘরের সাধারণ মাটির বা প্লাস্টিকের টবগুলোতে সোনালি স্প্রে-পেন্ট করে নিতে পারেন।

ক্রিস্টাল বোল: একটি কাচের পাত্রে সোনালি রঙের বল এবং কিছু লাইট ভরে ঘরের একটি কোনায় রেখে দিতে পারেন।

ফুলদানি: সাদা বড় ফুলদানিতে শুকনো গাছের ডালও সোনালি রং করে রাখা যেতে পারে। অথবা মাটির বড় ফুলদানি থাকলে তাতেও সোনালি রং করে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন