Bedroom Decoration

অল্পেই বেশি! ছিমছাম শোয়ার ঘর সাজানোর পাঁচ উপায় জেনে নিন

অল্প কথায় অনেক কিছু বলার যে ভাবনা, তা অন্দরসাজের ক্ষেত্রেও প্রয়োগ করার কথা বলছেন অন্দরসজ্জা শিল্পীরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ২১:১৬

ছবি : সংগৃহীত।

অতিরিক্ত সাজকে মাননসই করে তোলা কঠিন। কারণ, অতিরিক্ত সাজসজ্জা অনেক সময়ে চোখের পীড়ার কারণ হয়ে দাঁড়ায়। অন্দরসজ্জার ক্ষেত্রে তাই সাবধানি পদক্ষেপ নিতে হলে অল্প সাজ সজ্জায় থেমে যাওয়া ভাল। মনে করেন অন্দরসজ্জা শিল্পীরা। তাতে যেমন ঘরের সাজে রূচির ছাপ পড়ে। চোখও আরাম বোধ করে। অল্প কথায় অনেক কিছু বলার যে ভাবনা, তা অন্দরসাজের ক্ষেত্রেও প্রয়োগ করার কথা বলছেন অন্দরসজ্জা শিল্পীরা।

Advertisement

শোয়ার ঘর যেকোনও বাড়ির একান্ত যাপনের একটি জায়গা। সেই শোওয়ার ঘরের সজ্জা কেমন হওয়া উচিত? শোয়ার ঘরকে অল্প সাজে সাজানোর জন্য পাঁচটি বিষয় মাথায় রাখতে বলছেন তাঁরা।

১। রং: হালকা রং বাছুন। সাদা, বেইজ, ধূসর অথবা মিষ্টি কোনও রঙের হালকা শেড। বিছানার চাদর, পর্দার কাপড় একরঙা হলে ভাল। খুব বেশি রঙের বৈপরীত্য তৈরি না করে কাছাকাছি রঙের, চাদর পর্দা বেছে নিন।

২। আসবাব: চারপাশে জিনিসপত্র ছড়িয়ে রাখা যাবে না। অনেক বেশি জিনিস রাখা যাবে এবং সহজে রাখা যাবে, এমন আসবাব বেছে নিন। আর আসবাব বেছে নেওয়ার সময় কাঠ বা কাঠের মতো দেখতে আসবাব বাছুন। ঘরের রঙের সঙ্গে মিলিয়েও আসবাবের রং বাছতে পারেন।

৩। দেওয়াল সজ্জা: দেওয়ালে এমন একটিই জিনিস রাখুন যা চোখে পড়বে। যার একটা মানে থাকবে। অযথা দেওয়ালে ভিড় বাড়িয়ে তোলার প্রয়োজন নেই। সেটা একটি বড় ফ্রেমে ছবি বা কোনও উদ্ধৃতিও হতে পারে,

৪। বিছানা: বিছানা দেখতে হোক বিলাসবহুল। কিন্তু তাতে নকশার বাড়াবাড়ি না থাকাই ভাল।

৫। আলো-বাতাস: ঘরে আলো-বাতাস প্রবেশ করে যাতে সে দিকে খেয়াল রাখুন। অল্প সাজের ঘরে জানলা এবং বাইরের আলো অনেকটা ভূমিকা পালন করে।

Advertisement
আরও পড়ুন