Woolen Clothes Washing Tips

কাচার ভুলে দ্রুত নষ্ট হচ্ছে উলের পোশাক! ধোয়া এবং শুকোনোর বিশেষ নিয়ম শিখে নিন

সাধের উলের পোশাক কাচার জন্য নির্দিষ্ট নিয়ম পালন করা উচিত। ধোয়ার ভুলেই কাপড়ের কোমল ভাব ও গঠন দীর্ঘ দিন বজায় থাকে না। মেশিন হোক বা হাতে ধোয়া, যে কোনও পদ্ধতিরই নির্দিষ্ট টোটকা রয়েছে। কাপড় শুকোনোর ধাপেও সতর্ক থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮
উলের পোশাক ধোয়ার বিশেষ নিয়ম।

উলের পোশাক ধোয়ার বিশেষ নিয়ম। ছবি: সংগৃহীত।

সারা বছর যে ভাবে কাপড় কাচেন, শীতেও কি সেই পদ্ধতিতেই উলের পোশাক ধোবেন? সোয়েটার, জাম্পার, মোজা, টুপি যত বেশি কাচবেন, তত দ্রুত জেল্লা হারাবে কাপড়। তাই বছরখানেকের মধ্যে বাইরে পরার পোশাকের অধঃপতন হয়ে তা ঘরের সোয়েটারে পরিণত হয়। বিশেষ করে মেশিনে উলের পোশাক ধুলে পোশাক দ্রুত নিস্তেজ হয়ে পড়ে, উল খুলতে শুরু করে, সঙ্কুচিত হয়ে যায়, গড়ন নষ্ট হয়ে যায়।

Advertisement

সাধের উলের পোশাক কাচার জন্য তাই নির্দিষ্ট নিয়ম পালন করা উচিত। ধোয়ার ভুলেই কাপড়ের কোমল ভাব, গঠন টেকসই হয় না। মেশিন হোক বা হাতে ধোয়া, যে কোনও পদ্ধতিরই নির্দিষ্ট টোটকা রয়েছে। কাপড় শুকোনোর ধাপেও সতর্ক থাকতে হবে। লন্ডন নিবাসী ফ্যাশন বিষয়ক পরামর্শদাতা এবং ডিজ়াইনার অ্যানা আরোনোভা জানাচ্ছেন, উলের পোশাক ধোয়ার দু’টি মূলমন্ত্র মাথায় রাখা দরকার।

১. ঠান্ডা জলে ধোয়া: গরম জল উলের তন্তুগুলিকে প্রসারিত করে এবং তার পর সঙ্কুচিত করে। আর এর ফলে তন্তুগুলি জট পাকিয়ে যায়। ঠান্ডা জল তন্তুগুলিকে শিথিল রাখে। ফলে তন্তুর বিন্যাস নষ্ট হয় না।

২. সমতলে রেখে শুকোনো: সাধারণত জামাকাপড় শুকোনোর জন্য উল্লম্ব ভাবে দড়িতে ঝোলানো হয়। কিন্তু উলের পোশাকের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করেই অধিকাংশ কাপড় নষ্ট হয়। ভেজা উল ভারী এবং প্রসারিত হয়। এটি ঝুলিয়ে রাখলে তন্তুগুলির উপর চাপ পড়ে। যার ফলে এটি প্রসারিত হয় এবং এর গড়ন হারায়। পরিষ্কার সমতল জায়গায় একটি তোয়ালে রেখে তার উপর বিছিয়ে দিতে হবে জামাটি। হাওয়ায় শুকিয়ে যাবে তা। সময় মতো কেবল উল্টে দিতে হবে।

উলের জামা শুকোনোর নিয়ম।

উলের জামা শুকোনোর নিয়ম। ছবি: সংগৃহীত।

উলের পোশাক কাচার সময়ে এই দুই নিয়ম ছাড়াও একাধিক টোটকা মেনে চলতে হয়। মেশিনে কাপড় দেওয়ার আগে উলের পোশাক উল্টে দেওয়া উচিত, মেশিনে ঘুরিয়ে না শুকোনোই ভাল, গরম ড্রায়ার এড়িয়ে যাওয়া উচিত।

Advertisement
আরও পড়ুন