Phone Data Privacy

আপনার ব্যক্তিগত জীবনে নজর রাখছে গুগ্‌ল? ফোন থেকে কী কী তথ্য পড়ে ফেলছে প্রতিনিয়ত?

অজান্তেই আপনার স্মার্টফোনে থাকা ব্যক্তিগত ও গোপন তথ্যে নজর রেখে চলেছে গুগ্‌ল। কী কী তথ্য হাতিয়ে নিচ্ছে, তা জানলে অবাক হবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৫:০০
Is Google collecting personal data from your phone, how to protect your privacy

জানেন আপনার ফোনের কী কী তথ্য পড়ে ফেলেছে গুগ্‌ল? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সাইবার অপরাধীদের থেকে সাবধানে থাকতে ফোনের সেটিংসে কতই না বদল করছেন। কিন্তু জানেন কি, আপনার ব্যক্তিগত কার্যকলাপে নজর রেখে চলেছে গুগ্‌ল? রোজ আপনি কার সঙ্গে কথা বলছেন, ইন্টারনেটে কী কী খোঁজাখুঁজি করছেন, এমনকি আপনার ফোনের তালিকায় কার কার নম্বর সংরক্ষিত আছে, তার বিস্তারিত তথ্য জমা আছে গুগ্‌লের কাছে। আপনার ফোন থেকে ব্যক্তিগত তথ্য নিজের নজরদারিতে রেখেছে গুগ্‌ল। কী কী তথ্য সে পড়ে ফেলেছে ইতিমধ্যেই তা জানলে রীতিমতো অবাক হতে হবে।

Advertisement

ফোনের কোন কোন তথ্য পড়ে ফেলেছে গুগ্‌ল?

ফোনে থাকা ব্যক্তিগত তথ্য শুধু পড়ে ফেলাই নয়, তা নিজের কাছে সংরক্ষণও করে রেখেছে গুগ্‌ল। কী কী সেই তথ্য?

১) ইউটিউবে রোজ যা যা ভিডিয়ো বা রিল দেখছেন, সার্চ করছেন তার সবটাই গুগ্‌লের কাছে সংরক্ষিত রয়েছে।

২) প্রতিদিন কোন কোন ওয়েবসাইটে ঢুঁ মারছেন, সেখানে কত ক্ষণ থাকছেন ও কী কী দেখছেন বা ডাউনলোড করছেন, তার সব খবরই রাখছে গুগ্‌ল।

৩) আপনার অবস্থানেও নজর রেখেছে সে। আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন, আগে কোথায় ছিলেন, কোন কোন জায়গায় ঘোরাঘুরি করেছেন সবই জানে গুগ্‌ল। এমনকি জিপিএস ব্যবহার না করলেও আইপি অ্যাড্রেস বা ওয়াইফাই সংযুক্তি থেকেও গুগ্‌ল তথ্য বার করে নিয়েছে।

৪) জিমেলে থাকা যাবতীয় মেল, ফোন নম্বরের তালিকা সে সবও আছে গুগ্‌লের কাছে।

৫) ইন্টারনেটে রোজ যা দেখছেন সে তথ্য, এমনকি ভয়েস কমান্ডের রেকর্ডিও সংরক্ষিত আছে গুগ্‌লের ডেটা সার্ভারে।

তথ্য সুরক্ষিত রাখবেন কী উপায়ে?

ফোনের সেটিংস অপশনে গিয়ে গুগ্‌লে ট্যাপ করুন। সেখান থেকে ‘ম্যানেজ ইয়োর গুগ্‌ল অ্যাকাউন্ট’-এ যান। ‘ডেটা প্রাইভেসি’ বলে একটি অপশন থাকবে, সেখানে গিয়ে দেখতে পাবেন আপনার ইন্টারনেট ও অ্যাপ, লোকেশন এবং ইউটিউবের তথ্য দেখছে গুগ্‌ল। প্রতিটি অপশন খুলে সেগুলি ‘টার্ন অফ’ করে দিন।

গুগ্‌ল যাতে আপনার ব্যক্তিগত তথ্য নিজের কাছে না রাখতে পারে, সে জন্য ‘অটো ডিলিট’ অপশন চালু করুন। সময়সীমা ৩ মাস সেট করে দিন। এতে তিন মাসের পুরনো ডেটা নিজে থেকেই মুছে যাবে।

‘ডেটা প্রাইভেসি’ অপশনে গিয়ে ‘মাই অ্যাড সেন্টার’-এ যান ও সেটি বন্ধ করে দিন। তা হলে আপনি ইন্টারনেটে কী কী দেখছেন তা জানতে পারবে না গুগ্‌ল ও সেই সম্পর্কিত বিজ্ঞাপন দেখিয়ে বিব্রত করবে না।

ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ অপশনে যান। দেখুন কোন কোন অ্যাপ আপনার ক্যামেরা, মাইক্রোফোন বা লোকেশন ব্যবহার করছে। সেগুলি বন্ধ করে দিন।

গুগ্‌ল ম্যাপ ব্যবহার করার সময়ও ইনকগনিটো মোড অন করে রাখুন, যাতে আপনার অবস্থান গুগ্‌ল নিজেদের সার্ভারে রেখে দিতে না পারে।

Advertisement
আরও পড়ুন