Hair Care Tips

Hair Care Tips: চুল শুষ্ক হয়ে যাচ্ছে? ভাতের মাড়েই সমস্যার সমাধান হবে

ভাত রাঁধার পরে সেই মাড় প্রায় কোনও কাজেই লাগে না। কিন্তু খুব সহজেই এ দিয়ে চুলের যত্ন নেওয়া যায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ১৩:২৯
ভাতের মাড়েই হবে চুলের যত্ন।

ভাতের মাড়েই হবে চুলের যত্ন। ছবি: সংগৃহীত

অনেকেরই নানা কারণে চুল শুষ্ক হয়ে যায়। বহু ধরনের ঘরোয়া চিকিৎসা বা নানা ওষুধ ব্যবহার করেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না। কিন্তু এর সহজ সমাধান হতে পারে ভাতের মাড়।

ভাত রাঁধার পরে সেই মাড় প্রায় কোনও কাজেই লাগে না। কিন্তু খুব সহজেই এ দিয়ে চুলের যত্ন নেওয়া যায়। তার জন্য মাড় দিয়ে বানিয়ে ফেলতে হবে কন্ডিশনার। কী ভাবে বানাবেন কন্ডিশনার?

প্রথমেই ভাতের মাড় ঠান্ডা করে নিন। তার পরে কিছুটা মাড় নিয়ে তার দ্বিগুণ পরিমাণ জলের সঙ্গে মেশান। তৈরি হয়ে গেল আপনার ঘরোয়া কন্ডিশনার।

Advertisement

ভাতের মাড়ের এই কন্ডিশনার চুলে লাগিয়ে নিন। মিনিট তিনেকের বেশি রাখবেন না। তার পরে ভাল করে ধুয়ে ফেলুন।

এই মাড়ের কন্ডিশনারের কারণে আপনার চুলের শুষ্ক ভাব যেমন কাটবে, তেমনই চুলের গোড়া মজবুত হবে এবং ডগা ফাটার সমস্যা কমবে।

Advertisement
আরও পড়ুন