Kitchen Sink Cleaning

রান্নাঘরের সিঙ্কে জমে ঘোলাটে জল! কাঠি দিয়ে না খুঁচিয়ে একটি তরলেই কাজ সেরে ফেলুন নিমেষে

রান্নাঘরের সিঙ্কে জল জমে রয়েছে? এমন কোনও ঘরোয়া টোটকা রয়েছে কি, যা জটিল কায়দা এবং নাটকীয়তা ছাড়াই জল নামিয়ে দেবে? উপরন্তু দুর্গন্ধ দূর করবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১২:৪৪
রান্নাঘরের সিঙ্কের পাইপ পরিষ্কারের কৌশল।

রান্নাঘরের সিঙ্কের পাইপ পরিষ্কারের কৌশল। ছবি: সংগৃহীত।

রোজের অত্যাচারের জেরে বেঁকে বসেছে রান্নাঘরের সিঙ্ক? ঘোলাটে জল জমে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে বাড়িতে? বাসন পরিষ্কার করা তো দূর, এঁটো বাসন রাখার জায়গাও পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতির শিকার কখনও না কখনও আপনিও হয়েছেন। তখন হাতিয়ার হিসেবে কখনও হাজির হয় ঝাঁটার কাঠি, কখনও বা ডাল ঘাঁটার কাটা। কিন্তু জানেন কি, যত্রতত্র খোঁচানোর ফলে সিঙ্কের জল নামার পাইপে ফুটো হয়ে যেতে পারে?

Advertisement

এ রকম পরিস্থিতিতে যদি এমন কোনও ঘরোয়া টোটকা থাকে, যা জটিল কায়দা এবং নাটকীয়তা ছাড়াই জল নামিয়ে দেবে, উপরন্তু দুর্গন্ধ দূর করবে? এখানেই কাজে আসতে পারে সাদা ভিনিগার।

সাদা ভিনিগারের জাদুকরি গুণ।

সাদা ভিনিগারের জাদুকরি গুণ। ছবি: সংগৃহীত।

কী ভাবে ব্যবহার করবেন সাদা ভিনিগার?

এক থেকে দু’কাপ সাদা ভিনিগার হালকা গরম করে নিন। তা সরাসরি ড্রেনে ঢেলে দিন। ১৫ মিনিট রেখে দিন। দেখবেন, ধীরে ধীরে ঘোলাটে জল বিনা বাক্যব্যয়ে সিঙ্কের পাইপ দিয়ে নীচে নেমে যাবে। জল নেমে গেলে হালকা গরম জল ঢেলে সিঙ্ক ধুয়ে নিন। সিঙ্কের উপরের অংশে যদি তেলচর্বি জমতে থাকে, তা হলে গরম জল ঢালার আগে অল্প তরল সাবান ঢেলে দিন। পাইপ নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। পি-ট্র্যাপের ভিতরে ব্রাশ ঢোকাতে হবে না, তীব্র রাসায়নিকের গন্ধও সহ্য করতে হবে না।

কী ভাবে কাজ করে সাদা ভিনিগার?

দিনের পর দিন খাবার, তেল, মশলা, সাবানের যাতায়াতে পাইপে আস্তরণ তৈরি হয়। ভিনিগারে থাকা অল্প পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড এখানেই কাজে আসে। পাইপে জমে থাকা খনিজের আস্তরণ গলিয়ে দেয়। তেলচর্বি যে ভাবে পাইপের গায়ে লেগে থাকে, সেই বন্ধনও ঢিলা করে। পাইপের গায়ে যে আঠালো স্তর পড়ে, ভিনিগার সেই আঠাকে ধীরে ধীরে ছাড়াতে পারে। হালকা উত্তাপে সেটি আরও দ্রুত ছেড়ে যায়। শেষে গরম জল ঢাললেই আলগা হয়ে যাওয়া ময়লা পাইপ বেয়ে দ্রুত নীচে নেমে যায়।

Advertisement
আরও পড়ুন