Alone on New Year's Eve

বর্ষপূর্তির রাত কাটবে একা একাই? নিজের সঙ্গ উপভোগ করুন ৫ পন্থায়, বছর শুরু করুন আনন্দে

বর্ষপূর্তি, বর্ষবরণের মুহূর্তে একা সময় কাটানো নিয়ে মনখারাপ? ফেসবুক-ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ছে অন্যদের আনন্দঘন মুহূর্তের ছবি। কিন্তু জানেন কি, একাও সুন্দর সময় কাটানো যায়? রইল তারই ৫ উপায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৯:১৯
একা একা বর্ষবরণ করার কয়েকটি কৌশল।

একা একা বর্ষবরণ করার কয়েকটি কৌশল। ছবি: এআই সহায়তায় প্রণীত।

নিজের শহর থেকে দূরে রয়েছেন। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উপায় নেই। বর্ষপূর্তি, বর্ষবরণের মুহূর্তে একা সময় কাটানো নিয়ে মনখারাপ? ফেসবুক-ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ছে অন্যদের আনন্দঘন মুহূর্তের ছবি। কিন্তু জানেন কি, একাও সুন্দর সময় কাটানো যায়? ভিড়ের মাঝে নয়, এ বার বরং কেবল নিজের সঙ্গই উপভোগ করুন। নতুন বছরকে আহ্বান জানান আনন্দ করে, মন খারাপ নিয়ে নয়।

Advertisement

বর্ষপূর্তিতে নিজের সঙ্গে সময় কাটানোর ৫ উপায়

১. রান্না: ৩১ ডিসেম্বরের রাতে নিজের সঙ্গে সময় কাটান। নিজেকে আনন্দে রাখুন। বাড়িতে অতিথি এলে যে ভাবে উপাদেয় খাবার বানান, যে ভাবে খাবার পরিবেশন করেন, এ বার সেই কাজই নিজের জন্য করুন। নিজের পছন্দের কোনও বিশেষ পদ রান্না করুন। তবে রান্নার শখ না থাকলে প্রিয় কোনও রেস্তরাঁয় গিয়ে একা নৈশভোজ সারতে পারেন। আবার, বছরের শেষ দিন সমাজমাধ্যমে ভিডিয়ো দেখে নিজের জন্য রান্না শিখলেও ভাল লাগবে।

নিজের সঙ্গে সময় কাটানোর জন্য রান্না করতে পারেন।

নিজের সঙ্গে সময় কাটানোর জন্য রান্না করতে পারেন। ছবি: সংগৃহীত।

২. সিনেমা: বছরের শেষ দিন পর পর কয়েকটি ছবি দেখার পরিকল্পনা করুন। প্রেমের গল্প হোক বা থ্রিলার, হাসির হোক বা ভয়ের, ওটিটি-র যুগে ছবির ভাণ্ডার খালি হওয়ার প্রশ্ন নেই। সমাজমাধ্যমে সময় না কাটিয়ে ছবি দেখলে মন ভাল থাকবে। সঙ্গে ককটেল, মকটেল বা নিছক চা-কফি রাখুন। পাশে এক বাটি পপকর্ন থাকলে তো কথাই নেই। সিনেমার বদলে নতুন কোনও বই শেষ করার পরিকল্পনাও করতে পারেন।

৩. নিজের যত্ন: নতুন বছর শুরু করতে পারেন নিজেকে সাজিয়ে। বিকেল বা সন্ধ্যার দিকে সালোঁয় গিয়ে স্পা করাতে পারেন। হেয়ারস্পা, বডিস্পা বা ফুটস্পা করাতে পারেন। অথবা নখে নানাবিধ রং করাতে পারেন নেল সালোঁয় গিয়ে। অথবা নতুন বছরের জন্য নতুন ছাঁট দিতে পারেন চুলে। তবে টাকা খরচ না করতে চাইলে নিজেকে সাজাতে পারেন বাড়ি বসেই। পেডিকিয়োর বা ত্বকচর্চার জন্য পার্লারে যাওয়া বাধ্যতামূলক নয়।

পার্লারে গিয়ে স্পা করাতে পারেন।

পার্লারে গিয়ে স্পা করাতে পারেন। ছবি: সংগৃহীত।

৪. ডায়েরি লেখা: নতুন বছরে কী কী বদল আনবেন নিজের মধ্যে, কী কী শুরু করবেন, বছরের শেষে কেমন অনুভূতি হচ্ছে, গোটা বছরটা কেমন কেটেছে— সমস্ত ভাবনাকে ডায়েরিবদ্ধ করতে পারেন বছরের শেষ দিনে। আগামী বছরের জন্য ছোট ছোট কিছু লক্ষ্য নির্ধারণ করুন। নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহায্য করবে। আর তার জন্য আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। দ্বিতীয় ব্যক্তির প্রয়োজন নেই।

৫. ভিডিয়ো কল: মধ্যরাতে পরিবার বা বন্ধুদের জন্য মন খারাপ করলে ভিডিয়ো কল করে নিতে পারেন। সকলের সঙ্গে বছরের শেষ মুহূর্তে খানিক ক্ষণ গল্প করে, ২০২৫-এর শেষ কয়েক সেকেন্ড গুনে, সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বর্ষবরণ করতে পারেন। প্রযুক্তির যুগে দূরত্ব মিটিয়ে ফেলা সহজ। তবে গোটা দিন নিজের সঙ্গে সময় কাটিয়ে তার পর ভিডিয়ো কনফারেন্স করুন, যাতে নিজের সঙ্গ উপভোগ করার আনন্দটাও পেতে পারেন।

Advertisement
আরও পড়ুন