benefits of pet ownership

বয়সের সঙ্গে মস্তিষ্কের শক্তি দুর্বল হয়ে যায়, সাহায্য করতে পারে পোষ্য! কী ভাবে?

বয়সের সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখতে সাহায্য করে পোষ্য। নতুন গবেষণায় আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১১:৫২
New study suggests pets may boost brain health as people age

প্রতীকী চিত্র। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বয়সের সঙ্গে স্মৃতিশক্তির ধার কমে আসে। সময়ের সঙ্গে সারা বিশ্বে ডিমেনশিয়া এবং অ্যালঝাইমার্সে আক্রান্ত জনসংখ্যাও ঊর্ধ্বমুখী। তবে বাড়িতে পোষ্য থাকলে এ ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলেই দাবি করা হয়েছে একটি নতুন গবেষণায়। সেখানে বলা হয়েছে, বাড়িতে কুকুর বা বিড়াল থাকলে বয়সের সঙ্গে তারা মানুষের মস্তিষ্কের কার্যকারিতা অটুট রাখতে সাহায্য করে।

Advertisement

গবেষকেরা জানতে পেরেছেন, পোষ্য হিসেবে যাঁদের বাড়িতে কুকুর রয়েছে, বয়সের সঙ্গে তাঁদের স্মৃতিশক্তি প্রখর থেকেছে। অন্য দিকে যাঁদের বাড়িতে বিড়াল রয়েছে, তাঁদের কথাবার্তা বলার গতি কমে এসেছে। তবে পোষ্য হিসেবে মাছ বা পাখি রাখলে, স্মৃতিশক্তি অটুট রাখার ক্ষেত্রে কোনও রকম উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

সম্প্রতি ‘সায়েন্টিফিক রিপোর্ট’ জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষক অ্যাড্রিয়ানা রস্তেকোভা বলেন, ‘‘মস্তিষ্কের কর্মক্ষমতা বজায় রাখতে পোষ্যদের বড় ভূমিকা রয়েছে। যদিও কোনও কোনও পোষ্যের ক্ষেত্রে তার প্রভাব কী রকম, তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।’’

এই গবেষণার জন্য গবেষকেরা ১৮ বছর ব্যাপী ৫০ বছরের বেশি বয়সের মানুষদের থেকে তথ্য সংগ্রহ করে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সাধারণত পোষ্য মাছ এবং পাখির আয়ু কুকুর বা বিড়ালের থেকে কম। তাই গবেষকদের একাংশের ধারণা, স্মৃতিশক্তির বিকাশে বা মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে তাদের উল্লেখযোগ্য ভূমিকা নেই। কারণ, কম আয়ুষ্কালে মনিবের সঙ্গে তার আবেগঘন সম্পর্ক তৈরি হয় না। বরং পাখি মানুষের ঘুমের গুণগত মান নষ্ট করতে পারে, যা আবার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।

গবেষকেদের অনুমান, কুকুর বা বিড়াল মানুষের সামাজিকীকরণে সাহায্য করে, যা পরোক্ষে মস্তিষ্কের জন্য উপকারী। কুকুরের যত্নে শারীরিক পরিশ্রম হয়। আবার বিড়ালের ক্ষেত্রে আবেগের প্রাধান্য বেশি। উভয়েই পরোক্ষে বয়সকালে মানুষের মানসিক স্বাস্থ্য ভাল রাখতে ভাল রাখতে সাহায্য করে।

Advertisement
আরও পড়ুন