Extra marital Affair

Extramarital Affair: পরকীয়ার সন্দেহে মারধর করতেন স্বামী, ওড়না পেঁচিয়ে খুন করলেন স্ত্রী, অভিযোগ

মারধর সহ্য না করতে পেরে স্বামীর গলায় ওড়নার ফাঁস দিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার হলেন বৃহত্তর নয়ডার বাসিন্দা এক মহিলা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৪:৪১
গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে।

গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে। ছবি: সংগৃহীত

মদ খেয়ে ফিরতেন বাড়ি। বিবাহবহির্ভূত সম্পর্কের কথা বলে প্রায়শই করতেন মারধর। শেষে সহ্য না করতে পেরে ওড়না দিয়ে পেঁচিয়ে স্বামীকে হত্যা করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। গ্রেফতার হলেন নয়ডার বাসিন্দা সেই মহিলা।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মমতা। স্বামী রামকুমার পেশায় রাজমিস্ত্রি ছিলেন। অভিযোগ, বেশ কয়েক বছর ধরেই তিনি সন্দেহ করতেন, মমতা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। আর সেই সন্দেহের বশে প্রায়শ মারধরও করতেন তাঁকে।

সুরজপুরের কাছে একটি বাড়ির তিনতলায় ভাড়া থাকতেন ওই দম্পতি। সম্প্রতি ফের ঝগড়া বাধে দুজনের মধ্যে। আর তখনই রাগের মাথায় মমতা ওড়না দিয়ে স্বামীর গলায় ফাঁস দিয়ে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ। বাড়ির মালিক প্রথম জানতে পারেন বিষয়টি। তিনিই যোগাযোগ করেন রামকুমারের পরিবারের সঙ্গে। পরে খবর যায় পুলিশে।

Advertisement
আরও পড়ুন