Credit card Safety Tips

পুজোর জন্য ক্রেডিট কার্ডে দেদার কেনাকাটা করছেন, সাবধান না হলেই বিপদ, কী কী সতর্কতা নিতেই হবে?

পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। অনলাইনে শপিং করার ধুমও পড়ে গিয়েছে। এর জন্য ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করছেন অনেকেই। সে ক্ষেত্রে সাবধান না হলেই প্রতারকদের ফাঁদে পড়তে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৮
ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে কেনাকাটা করলে, কী কী সাবধানতা নেবেন?

ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে কেনাকাটা করলে, কী কী সাবধানতা নেবেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পুজোর কেনাকাটা নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে। অনলাইনেই শপিং সারছেন বেশির ভাগই। মাউসের একটি ক্লিকেই ঘরের দরজায় এসে যাচ্ছে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র। জামাকাপড় পছন্দ না হলে আবার ফেরতও পাঠানো যাচ্ছে। পুজো হোক বা যে কোনও উৎসব-অনুষ্ঠান, অনলাইনে কেনাকাটার এখন বিশাল কদর। তবে তাতে সাবধানতা অবলম্বল করাও জরুরি। অনলাইনে যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে কেনাকাটা করেন, তা হলে আরও বেশি সতর্ক হতে হবে।

Advertisement

এখন টাকাপয়সা লেনদেনের ক্ষেত্রে নগদের ব্যবহার অনেকটাই কমে গিয়েছে। বদলে বেড়েছে কার্ডের ব্যবহার। তাতে যেমন সুবিধা আছে, তেমন অসুবিধাও। সামান্য ভুলেই কিন্তু বড়সড় ক্ষতি হতে পারে। জেনে নিন ক্রেডিট কার্ড ব্যবহারের সময়ে কী কী নিয়ম মেনে চলা উচিত।

কী কী সতর্কতা অবশ্যই নিতে হবে?

১) ক্রেডিট কার্ডের পিন, সিভিভি, কার্ডের নম্বর গোপন রাখুন। কারও সঙ্গে তা ভুলেও শেয়ার করবেন না। ব্যাঙ্কের নাম করে বা অজানা কোনও নম্বর থেকে ফোন করে কার্ড সম্পর্কে কোনও তথ্য চাইলে তা দেবেন না। দরকারে সেই নম্বর জানিয়ে পুলিশে অভিযোগ করুন।

২) ক্রেডিট কার্ডে কেনাকাটা করার সময়ে সহজলভ্য কোনও নেটওয়ার্ক ব্যবহার করবেন না। বাইরে কোথাও ওয়াইফাই জ়োনে কার্ড ব্যবহার করলেই বিপদে পড়তে পারেন।

৩) সব সময়ে নিজের ফোনের ডেটা ব্যবহার করেই অনলাইনে টাকাপয়সার লেনদেন করা উচিত। অপরিচিত কারও মোবাইল থেকে হটস্পটের মাধ্যমে নেট নিয়ে অনলাইনে নিজের ক্রেডিট বা ডেবিট কার্ড অথবা ইউপিআই ব্যবহার করার ভুল করবেন না।

৪) অনলাইনে যে সব ওয়েবসাইট দেখেন, তার মধ্যে অনেক ভুয়ো ওয়েবসাইটও থাকে। তাই কেনাকাটার আগে ভাল করে সেই ওয়েবসাইটটিকে যাচাই করে নিতে হবে। প্রতিটি ওয়েবসাইটেই থাকবে যোগাযোগের ফোন নম্বর এবং ঠিকানা। যদি তা না থাকে তবে ওয়েবসাইটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে।

৫) যে সংস্থার কার্ড নিচ্ছেন সেখানে সুরক্ষা ব্যবস্থা কেমন তা জেনে নিন। কয়েকটি ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডকে বাড়তি সুরক্ষা দেয়। তাই কার্ড নেওয়ার আগে ভাল করে খুঁটিনাটি জেনে নেবেন।

৬) সাইবার কাফেতে গিয়ে কখনওই ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না। অন্য কারও ডিভাইস থেকেও নয়। শুধুমাত্র নিজের ব্যক্তিগত ল্যাপটপ, কম্পিউটার বা ট্যাব থেকেই ক্রেডিট কার্ডে লেনদেন করবেন।

Advertisement
আরও পড়ুন