Soap

Soap: মুখ ধুতে গিয়ে চোখে সাবান ঢুকল? সঙ্গে সঙ্গে কী করবেন

কেউ কেউ একটুতেই চোখ কচলান। কিন্তু এতে জ্বালা আরও বাড়তে পারে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ২০:০৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চোখে সাবান ঢুকলেই জ্বালা ভাব হবে। তাকাতে অস্বস্তি হবে। অথচ মুখ ধোয়ার সময়ে মাঝেমধ্যে সাবান ঢুকেও যায়। তখন কী করবেন বুঝে পান না।

চোখে সাবান ঢুকলেই কী করা উচিত, তা জেনে নিন। যাতে অস্বস্তির থেকে দ্রুত পাওয়া যায় মুক্তি। এবং চোখও ভাল থাকে।

Advertisement

কোনও অস্বস্তি হলেই সবের আগে চোখে হাত দিয়ে ফেলেন অনেকে। কেউ কেউ একটুতেই চোখ কচলান। কিন্তু এতে জ্বালা আরও বাড়তে পারে। তাই চোখে সাবান চলে গেলে সঙ্গে সঙ্গে অন্য একটি কাজ করা জরুরি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

হাতে সাবান লেগে থাকলে তা ভাল ভাবে ধুয়ে নিন। তার পরেই বারবার জলের ঝাপ্টা দিতে থাকুন। চোখ থেকে সাবান সরাতে সময় লাগে। তাই জ্বালা ভাব কমার জন্য মিনিট দশেক অপেক্ষা করতে হবে। যদি তাতেও না কমে জ্বালা, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

খেয়াল রাখা জরুরি, চোখে জল দেওয়ার সময়ে যেন হাত থেকে সাবান বা স্যানিটাইজার আবার প্রবেশ না করে। এই দু’টি জিনিসই চোখের জন্য ক্ষতিকর। ফলে তা এড়িয়ে চলার ব্যবস্থা নেওয়া জরুরি।

Advertisement
আরও পড়ুন