Whatsapp Watch App

হাতঘড়ি থেকেই পাঠানো যাবে ভয়েস নোট, ভিডিয়ো, ফোনের দরকারই নেই, সুবিধা আনল হোয়াট্‌সঅ্যাপ

ভিড় ট্রেনে বা বাসে যাওয়ার সময়ে ফোন হাতে নিয়ে চ্যাট করা বা ভয়েস মেসেজ পাঠানো অনেক সময়েই সম্ভব হয় না। সে অসুবিধা দূর হবে। হাতের ঘড়িটিই যথেষ্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৪:২০
WhatsApp has finally launched its long-awaited app for giving users the ability to read, reply from their wrist

ফোন ছাড়াই হাতঘড়ি থেকে করা যাবে হোয়াট্‌সঅ্যাপ, নতুন কী কী ফিচার এল? ফাইল চিত্র।

জরুরি চ্যাট করার পাশাপাশি ভয়েস নোটও হাতের ঘড়ি থেকেই পাঠিয়ে দিতে পারবেন। মেসেজ পাঠানো, চ্যাটের উত্তর দেওয়া বা ভয়েস মেসেজ পাঠানো, এমনকি হোয়াটস্‌অ্যাপে কল করা— সবই করা যাবে হাতঘড়ি থেকেই। ফোনের দরকারই পড়বে না। ভিড় ট্রেনে বা বাসে যাওয়ার সময়ে ফোন হাতে নিয়ে হোয়াটস্অ্যাপ করা অনেক সময়েই সম্ভব হয় না। সে অসুবিধা দূর হবে। হাতের ঘড়িটিই যথেষ্ট।

Advertisement

তবে সব ঘড়িতে তা হবে না। এর জন্য প্রয়োজন অ্যাপলের স্মার্ট ওয়াচ। যাঁদের আইফোন আছে, তাঁরাই এই সুবিধা পাবেন। আইফোনে হোয়াট্‌সঅ্যাপের নতুন ভার্সন ডাউনলোড করে নিতে হবে। তার সঙ্গে যোগ করতে হবে অ্যাপল ওয়াচটি। তা হলেই কেল্লাফতে। সাধারণত স্মার্টওয়াচ থেকে হোয়াট্সঅ্যাপ খোলা যায়, মেসেজ দেখাও যায়। তবে অ্যাপলের ওয়াচে হোয়াট্‌সঅ্যাপের নতুন ভার্সন ইনস্টল করে নিলে আরও কিছু নতুন সুবিধা পাওয়া যাবে। যেমন মেসেজের রিপ্লাই দেওয়া, হোয়াট্‌সঅ্যাপ কল করা, ছবি পাঠানো বা ভয়েস মেসেজ করা।

অ্যাপলের স্মার্ট ওয়াচ যাঁদের আছে, তাঁরা জানেন যে ঘড়িতে হোয়াট্‌সঅ্যাপ খুলে মেসেজ দেখা যায়। উত্তরও দেওয়া যায়। তবে এ বার অ্যাপলের সিরিজ ৪ থেকে আরও উন্নত ভার্সনে হোয়াট্‌সঅ্যাপ করার সুবিধা আনা হয়েছে। মোবাইল ফোন বা ট্যাব থেকে ঠিক যেভাবে হোয়াটস্অ্যাপ খুলে চ্যাট করেন, পুরনো চ্যাট দেখেন, ঘড়িতেও সে ভাবেই করা সম্ভব হবে। স্ক্রল করে পুরনো চ্যাট দেখা, চ্যাটের উত্তরে ইমোজি পাঠানো, অথবা ছবি ফরোয়ার্ড করা, সে সবও সম্ভব হবে। তা হলে দেখে নেওয়া যাক, নতুন কী কী সুবিধা পেতে পারেন গ্রাহকেরা।

নতুন কী কী সুবিধা পাওয়া যাবে?

ফোন ছাড়াই ঘড়ি থেকে চ্যাট করা, চ্যাটের উত্তর দেওয়া যাবে। গ্রুপ চ্যাটেও সমস্যা হবে না।

ঘড়ি থেকেই পাঠানো যাবে ছবি, ভিডিয়ো, অডিয়ো মেসেজ। স্টিকার বা ইমোজি আরও স্পষ্ট ও বড় দেখাবে।

চাইলে পুরনো চ্যাটগুলিও ঘেঁটে দেখতে পারেন। সেই সুবিধাও রাখা হয়েছে।

চ্যাট বা কলের নোটিফিকেশন পাওয়া যাবে। ফোন হাতে না নিয়েই হোয়াটস্‌অ্যাপ কল নিতে পারবেন, আবার চাইলে কল কেটেও দিতে পারবেন।

মেসেজে খুব দ্রুত ইমোজি রিঅ্যাকশন দেওয়া যাবে।

ঘড়িতেও হোয়াটস্‌অ্যাপ চ্যাট সুরক্ষিত থাকবে। গ্রাহকের গোপনীয়তা রক্ষার জন্য এখানেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে।

হোয়াটস্‌অ্যাপ অ্যাপল ওয়াচ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তবে আগে আইফোনের সফট্‌ওয়্যার আপডেট করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে হোয়াট্‌সঅ্যাপে লগ ইন করে নিন। তবে নতুন ফিচারটির কিছু সীমাবদ্ধতা আছে। জানানো হয়েছে, ভয়েস নোট রেকর্ড করার জন্য ফোনের ব্যবহার না হলেও ফোনটি কাছাকাছি থাকতে হবে। ভিডিয়ো দেখা বা ভিডিয়ো পাঠানোর জন্যই ফোনটি খুব দূরে থাকলে চলবে না। তবে এই সমস্যা পরবর্তী সময়ে গিয়ে শুধরে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন