Who is Aravind Srinivas

৩০ পেরোতেই ২১০০০ কোটির মালিক! দেশের সর্বকনিষ্ঠ ‘বিলিয়নেয়ার’ হলেন দক্ষিণের রাজ্যের তরুণ, কে এই অরবিন্দ?

আইআইটি মাদ্রাজের প্রাক্তনী। জেনারেটিভ এআই-এর ক্ষেত্রে এক উদীয়মান তারকা বললে অত্যুক্তি হয় না। পড়াশোনার মতো কেরিয়ার শুরুটাও ছিল চোখধাঁধানো। গবেষণা চলাকালীন বিশ্বের শীর্ষস্থানীয় টেক সংস্থাগুলিতে চাকরিতে হাতেখড়ি হয়েছিল তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৩:২৮
০১ ১৮
who is Aravind Srinivas

মোট সম্পত্তির পরিমাণ ২১ হাজার ১৯০ কোটি। মাত্র ৩১ বছর বয়সেই দেশের সর্বকনিষ্ঠ ধনকুবেরের খেতাব জুড়েছে তাঁর নামের পাশে। ২০২৫ সালের ধনী ব্যক্তিদের তালিকায় দেশের সর্বকনিষ্ঠ ধনকুবের বা বিলিয়নেয়ার (সম্পত্তির পরিমাণ অন্তত ১০০ কোটি ডলার)। তিনি এআই স্টার্টআপ পারপ্লেক্সিটির সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও। ‘এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে’ জায়গা করে নিয়েছেন চেন্নাইয়ের এই ভূমিপুত্র।

০২ ১৮
who is Aravind Srinivas

আইআইটি মাদ্রাজের প্রাক্তনী অরবিন্দ শ্রীনিবাস। জেনারেটিভ এআই-এর ক্ষেত্রে তাঁকে এক উদীয়মান তারকা বললে অত্যুক্তি হয় না। ছোটবেলা থেকে অনেকের স্বপ্ন থাকে বিপুল সম্পদ হাতের মুঠোয় পাওয়ার। সেই সম্পদ করায়ত্ত করতে অনেকেই কঠোর পরিশ্রমে নিজেকে সঁপে দেন। তাঁদেরই এক জন এই অরবিন্দ। প্রযুক্তির দুনিয়ায় নিজেকে বিশেষ আসনে প্রতিষ্ঠিত করেছেন অরবিন্দ।

০৩ ১৮
who is Aravind Srinivas

সাম্প্রতিক বছরগুলিতে তাঁর কৃত্রিম মেধার প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। ২০২৫ সাল পর্যন্ত পারপ্লেক্সিটির গ্রাহকসংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। প্ল্যাটফর্মটির এআই চালিত সার্চ ইঞ্জিনটি দ্রুত ব্যবহারকারী এবং বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। ফলে গুগ্‌ল-সহ অন্যান্য পুরনো সার্চ ইঞ্জিনগুলির সঙ্গে টক্কর দিয়েছে অরবিন্দের পারপ্লেক্সিটি। যে কোনও প্রশ্নের উত্তর পাওয়ার দ্রুততম উপায় হিসাবে অরবিন্দের প্ল্যাটফর্মটিকে বেছে নিচ্ছেন ব্যবহারকারীরা।

Advertisement
০৪ ১৮
who is Aravind Srinivas

চেন্নাইয়ের বাসিন্দা অরবিন্দ শ্রীনিবাসের জন্ম ১৯৯৪ সালের ৭ জুন। আইআইটি মাদ্রাজ থেকে বিটেক এবং এমটেকের ডিগ্রি লাভ করেন। রিইনফোর্সমেন্ট লার্নিং এবং অ্যাডভান্সড রিইনফোর্সমেন্ট লার্নিং-এর কোর্সও পড়াতেন তিনি।

০৫ ১৮
who is Aravind Srinivas

২০২১ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেন মেধাবী এই ছাত্র। কম্পিউটার ভিশনের জন্য কনট্রাস্টিভ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, ইমেজ জেনারেশনের জন্য ট্রান্সফরমার-ভিত্তিক মডেল, ইমেজ রিকগনিশন এবং ভিডিয়ো জেনারেশন ছিল তাঁর গবেষণার বিষয়।

Advertisement
০৬ ১৮
who is Aravind Srinivas

পড়াশোনার মতো অরবিন্দের কেরিয়ার শুরুটাও ছিল চোখধাঁধানো। গবেষণা চলাকালীন বিশ্বের শীর্ষস্থানীয় টেক সংস্থাগুলিতে চাকরিতে হাতেখড়ি হয়েছিল তাঁর। অরবিন্দ ওপেনএআই, গুগ্‌ল, ডিপমাইন্ডের মতো সংস্থাগুলিতে ইন্টার্ন হিসাবে যোগ দেন। ২০১৮ সালে ওপেনএআই-তে গবেষণা ইন্টার্ন হিসাবে যোগদান করেন।

০৭ ১৮
who is Aravind Srinivas

প্রথমে ওপেনএআইয়ে রিইনফোর্সমেন্ট লার্নিং বিষয়ে গবেষণা, তার পর লন্ডনের ডিপমাইন্ড-এ কনট্রাস্টিভ লার্নিং। সেখান থেকে গুগ্‌লে হ্যালোনেট এবং রেসনেট-আরএস-এর মতো ভিশন মডেল তৈরির গবেষণাদলের সদস্য হয়ে ওঠেন। সেখানেও তিনি তাঁর মেধার ছাপ রাখেন।

Advertisement
০৮ ১৮
who is Aravind Srinivas

পিএইচডি শেষ করে তিনি ওপেনএআইতে গবেষকদলের সদস্য হিসাবে যোগ দেন। এর পর ২০২২ সালে নিজের এআই প্ল্যাটফর্মটি চালু করেন। তার পরে আর পিছু ফিরে তাকাতে হয়নি তাঁকে। এই প্ল্যাটফর্মটি তাঁকে খুব কম সময়ের মধ্যেই সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে সাহায্য করে। সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় নাম যু্ক্ত হয় ও সবচেয়ে কম বয়সে বিলিয়নেয়ার হয়ে ওঠেন অরবিন্দ।

০৯ ১৮
who is Aravind Srinivas

২০২৩ সালের জানুয়ারি থেকে অরবিন্দকে নতুন একটি ভূমিকায় দেখা গিয়েছে। বেশ কিছু সম্ভাবনাময় এআই স্টার্টআপগুলিতে বিনিয়োগকারী হিসাবে নিজেকে তুলে ধরেছেন তিনি। সেই সমস্ত স্টার্টআপ সংস্থাগুলির মধ্যে রয়েছে ইলেভেনল্যাবস। এটি টেক্সট-টু-স্পিচ প্ল্যাটফর্ম। অন্যটি সুনো, যেটি টেক্সট-টু-মিউজ়িক টুল তৈরি করে।

১০ ১৮
who is Aravind Srinivas

২০২৫ সালে হুরুনের তালিকার সাম্প্রতিকতম সংস্করণে ৩৫৮ জন় ধনকুবেরের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে অরবিন্দ সবচেয়ে কম বয়সি হিসাবে স্থান পেয়েছেন। এই তালিকায় নাম রয়েছে ‌জ়েপ্টোর দুই তরুণ উদ্যোগপতি কৈবল্য বোহরা ও আদিত্য পালিচারও। ই-কমার্স প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা কৈবল্যের মোট সম্পত্তির পরিমাণ ৪ হাজার ৪৮০ কোটি টাকা। ২০২৪ সালে ভারতীয় সংস্থার সবচেয়ে কমবয়সি সিইও হয়েছিলেন আদিত পালিচা। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৫ হাজার ৩৮০ কোটি টাকা।

১১ ১৮
who is Aravind Srinivas

গোটা বিশ্বে ধনকুবেরদের সম্পত্তি গত বছরে বেড়েছে তিন গুণ। পিছিয়ে নেই ভারতও। সাম্প্রতিক এক সমীক্ষায় ভারতে নতুন একটি প্রবণতা চোখে পড়েছে। ভারতে বিভিন্ন বড় শহরে ধনী বা কোটিপতিদের (যাঁদের মোট সম্পত্তির পরিমাণ ৮.৫ কোটি টাকা) সংখ্যা বাড়ছে। দেশের ৫ শতাংশ পরিবার ১০০ কোটির মাইলফলক ছুঁতে পেরেছেন এবং ০.১ শতাংশ পরিবার ধনকুবেরদের তালিকায় নাম তুলতে পেরেছেন।

১২ ১৮
who is Aravind Srinivas

২০২২ সালে এ দেশের ১০০ কোটির মালিক ধনকুবেরের সংখ্যা ছিল ২৪৯। কিন্তু ২০২৩ সালে সেটা ১৮৭-তে নেমে আসে। গত বছর ফের তা বেড়ে ২৭১-এ পৌঁছোয়। চলতি বছরে এটি ৩০০ ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। ধনকুবেরদের সংখ্যার নিরিখে বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত।

১৩ ১৮
who is Aravind Srinivas

২০২৪ সালে ফোবর্স বিশ্বের সমস্ত ধনকুবেরের যে তালিকা তৈরি করেছিল, তাতে জায়গা করে নিয়েছিলেন ভারতীয় দুই কমবয়সি উদ্যোগপতি। সর্বকনিষ্ঠ ধনকুবেরের সেই তালিকায় যথাক্রমে অষ্টম ও দশম স্থানে ছিলেন ভারতীয় ধনকুবের পরিবার মিস্ত্রী পরিবারের দুই সদস্য জ়াহান মিস্ত্রী ও ফিরোজ় মিস্ত্রী। জ়াহানের বয়স ২৫ ও ফিরোজ়ের ২৭ বছর।

১৪ ১৮
who is Aravind Srinivas

২০২২ সালে ৫৪ বছর বয়সে ফিরোজ় ও জাহানের বাবা সাইরাস মিস্ত্রী এক গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী হন তাঁরা। দু’জনেই সমপরিমাণ সম্পদের অধিকারী। প্রায় ৫০০ কোটি ডলার সম্পত্তি রয়েছে তাঁদের দু’জনের।

১৫ ১৮
who is Aravind Srinivas

২০২২ সালে ডেনিস ইয়ারাটস, জনি হো এবং অ্যান্ডি কনউইনস্কির সঙ্গে মিলে পারপ্লেক্সিটি এআই প্রতিষ্ঠা করেন অরবিন্দ। সংস্থাটি জেফ বেজোসের মতো তাবড় টেককর্তার সমর্থন লাভ করতে সমর্থ হয়েছে। এমনকি অ্যাপ্‌ল এবং মেটা থেকেও সংস্থাটিকে বিক্রি করে দেওয়ার প্রস্তাব এসেছে বলে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে।

১৬ ১৮
who is Aravind Srinivas

সেই প্রস্তাবে অবশ্য সায় দেননি অরবিন্দ। তিনি এটিকে স্বাধীন ভাবেই পরিচালনা করতে চান। ২০২৮ সালের পরে আইপিও আনারও পরিকল্পনা রয়েছে। চলতি বছরের শুরুতে সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে এই তথ্যটি শেয়ার করেছিলেন অরবিন্দ।

১৭ ১৮
who is Aravind Srinivas

পারপ্লেক্সিটির ব্যবহারকারীদের অধিকাংশই ভারতীয়। নিজের সংস্থার শ্রীবৃদ্ধির অন্যতম প্রধান বাজার হিসাবে দেশকেই বেছে নিয়েছেন অরবিন্দ। ভবিষ্যতে বেঙ্গালুরু বা হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং টিম গড়ার পরিকল্পনাও করছেন। ভ্রমণ, শিক্ষা, স্বাস্থ্য ও শপিং সেক্টরে অংশীদার হওয়ার বিভিন্ন পথের সন্ধানও করছেন তিনি।

১৮ ১৮
who is Aravind Srinivas

ছোটবেলায় অরবিন্দের আদর্শ ছিলেন গুগ্‌লের সিইও সুন্দর পিচাই। সুন্দরেরই শহরের বাসিন্দা অরবিন্দ। জীবনের বেশির ভাগ সময়ই প্রতিদ্বন্দ্বী গুগ্‌ল নিয়ে পড়াশোনা করেছেন তিনি। চ্যাটজিপিটি চালু হওয়ার সাত দিন পর আত্মপ্রকাশ করেছিল অরবিন্দের সানফ্রান্সিকোভিত্তিক প্ল্যাটফর্মটি। চ্যাটিজিপিটির তুমুল জনপ্রিয়তার মধ্যেও পারপ্লেক্সিটি সিলিকন ভ্যালির একাধিক খ্যাতনামী সংস্থার পরামর্শদাতা, বিশ্লেষক এবং সাংবাদিকদের নজর কেড়ে নিয়েছিল।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি