Astrology Prediction

কেউ প্রেম ধুয়ে জল খান, কেউ আবার এক সম্পর্কে থাকতেই অন্য সম্পর্কে লাফ দেন! প্রেমিক-প্রেমিকা হিসাবে কোন রাশি কেমন?

জ্যোতিষ অনুযায়ী, এক এক রাশি প্রেমের ব্যাপারে এক এক রকম হয়। কিছু রাশির জাতক-জাতিকারা প্রেমের পড়েন ঘন ঘন, আবার কেউ হন আবেগপ্রবণ। প্রেমে অধৈর্যও হন অনেকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ০৯:৫৪
০১ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

ভালবাসা খুবই সুন্দর এক অনুভূতি। এক জন মানুষকে চেনা, তাঁকে জানা, বোঝার চেষ্টা করার মতো জিনিস পৃথিবীতে খুব কমই রয়েছে। যদিও সেটা তখনই সুন্দর হয়, যখন বিপরীতে থাকা মানুষটিও তাল মিলিয়ে চলার চেষ্টা করেন, ভালমন্দের খেয়াল রাখেন, পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেন।

০২ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

সম্পর্কে দু’জন মানুষের মধ্যে বোঝাপড়া না থাকলে তিক্ততা বাড়তে বাধ্য। শেষে গিয়ে সেই সম্পর্ক টেকানো মুশকিল হয়ে যায়। সব সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় না। সকলে সুন্দর সম্পর্কের সুখও পান না।

০৩ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

তাই যার সঙ্গে প্রেম করব সে ঠিক কী রকম হবে, সেটা জানার আগ্রহ সকলেরই থাকে। মনের মানুষ কতটা সাহসী, কতটা উদ্যমী, আর সবচেয়ে বড় ব্যাপার সে ভালবাসায় কেমন হবে, জানতে ইচ্ছা হয় সবই। তবে এক সমাধান রয়েছে জ্যোতিষশাস্ত্রে।

Advertisement
০৪ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

জ্যোতিষ অনুযায়ী, এক এক রাশি প্রেমের ব্যাপারে এক এক রকম হয়। কিছু রাশির জাতক-জাতিকারা প্রেমে পড়েন ঘন ঘন, আবার কেউ হন আবেগপ্রবণ। প্রেমে অধৈর্যও হন অনেকে। কেউ কেউ আবার সাত জন্মের সঙ্গী খোঁজেন। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক-জাতিকারা ঘন ঘন প্রেমে পড়েন। একনজরে দেখে নেওয়া যাক, প্রেমের ব্যাপারে কোন রাশি কী রকম হয়।

০৫ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের কাছে ভালবাসার মূল্য অনেক। এঁরা দারুণ প্রেমিক। সঙ্গী বা সঙ্গিনী তো বটেই, পরিবার এবং বন্ধুদের প্রতি ভালবাসাও এদের কাছে সমান গুরুত্বপূর্ণ। ভালবাসার ক্ষেত্রে এঁরা কখনও দ্বিধা করেন না। ভালবাসা প্রকাশ করার ক্ষেত্রেও দক্ষ হন। তবে এঁরা প্রেমে একনিষ্ঠতায় বিশ্বাসী। জীবনে বার বার প্রেমে পড়ায় বিশ্বাসী নন মেষ রাশির জাতক-জাতিকারা।

Advertisement
০৬ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

বৃষ: এই রাশির জাতকেরা প্রেমের গুরুত্ব বোঝেন। আবার প্রেমে পড়তে বেশি সময়ও নেন না। তবে প্রেম নিয়ে এঁরা যে সব সময় খুব ভাবুক, তেমনটাও নন। প্রতিকূল পরিস্থিতিতে প্রেম ছেড়ে নিজেদের স্বাচ্ছন্দ্যকেই বেছে নেন এঁরা। জীবনে কমপক্ষে দু’বার প্রেমে পড়ার সম্ভাবনাও থাকে বৃষ রাশির জাতক-জাতিকাদের।

০৭ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

মিথুন: মিথুন রাশি খুব ভাল বক্তা। অনেক ক্ষণ একসঙ্গে কাটালে এদের কথার প্রেমে পড়তেই হবে। মিথুনের জাতক-জাতিকারা নিজেরাও খুব দ্রুত প্রেমে পড়েন। প্রেমের কথা বলতে বেশি পছন্দ করেন সামনাসামনি। তবে কখনও কখনও একটি সম্পর্কে থাকাকালীনই অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এঁদের।

Advertisement
০৮ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

কর্কট: কর্কট নিখুঁত প্রেমিক। যাঁকে ভালবাসেন তাঁর ব্যাপারে খুব যত্নশীল হন। তবে কর্কট রাশির অহংবোধ একটু বেশি হয়। সঙ্গীর কাছ থেকে উচ্চ এবং কাল্পনিক প্রত্যাশা রাখেন এঁরা। যখন এই ধরনের প্রত্যাশা পূরণ হয় না, তখন তাঁরা কষ্ট পান। জ্যোতিষ অনুযায়ী, জীবনে অন্তত এক বার কর্কট রাশির জাতক-জাতিকাদের হৃদয় ভাঙে।

০৯ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

সিংহ: প্রেমের ক্ষেত্রে সিংহ রাশির জাতক-জাতিকারা দুষ্টু। তবে মনের মানুষকে খুব ভাল ভাবে যাচাই করে তবেই প্রেমের ব্যাপারে এগোন এঁরা। সিংহ রাশির প্রশংসা করলে খুব ভাল, যদি ভুলেও তার মানসিকতায় আঘাত করা হয়, তা হলে সম্পর্ক সেখানেই শেষ। প্রেমে বার বার প্রতারিতও হন সিংহের জাতক-জাতিকারা। তবে প্রেমে প্রতারিত হওয়ার পরও থেমে যান না। সতর্ক হয়ে নতুন সম্পর্কের দিকে পা বাড়ান।

১০ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

কন্যা: এই রাশির জাতক-জাতিকারা অন্যদের থেকে বেশি ভালবাসেন নিজেকে। সম্মান বিসর্জন দিয়ে ভালবাসতে পারেন না এঁরা। নিজেদের প্রেম ঠিকমতো বোঝাতেও পারেন না। তাই সব সময় মানসিক কষ্ট পেতে হয়। মনে করা হয়, কন্যা রাশির জীবনে সত্যিকারের ভালবাসা আসে কেবল এক বার। ভালবাসাকে কখনওই উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা দিতে চান না এঁরা।

১১ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

তুলা: তুলার জাতক-জাতিকাদের জন্য প্রেম-ভালবাসা একটি শিক্ষা। এঁদের মধ্যে প্রেমে পড়ার মতো সব গুণ বিদ্যমান। এঁরা খুব নরম মনের হন, তাই সহজেই প্রেমে পড়েন। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ১০০ শতাংশ চেষ্টাও করে যান। তবে প্রেমকে গুরুত্ব দিলেও তুলার জাতক-জাতিকাদের কাছে আত্মসম্মানও গুরুত্বপূর্ণ।

১২ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

বৃশ্চিক: এই রাশির জাতক-জাতিকারা প্রেমিক-প্রেমিকা হিসাবে ভাল। এঁরা প্রেমের প্রস্তাব দিতে কুণ্ঠিত বোধ করেন। কিন্তু যদি সাহস করে কখনও বলে ফেলেন, তা হলে প্রেম ভাল চলে। সম্পর্কে থাকার সময় ভুল বোঝাবুঝির কারণে অনেক অভিযোগের মুখোমুখিও হতে হয় বৃশ্চিক রাশির জাতিক-জাতিকাদের। স্বার্থপর তকমাও জোটে। কিন্তু বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মন এক বার জয় করে ফেললে, তাঁরা প্রাণ দিয়ে ভালবাসেন।

১৩ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

ধনু: ধনু রাশির জাতক-জাতিকাদের খুব দ্রুত প্রেমে পড়ার সম্ভাবনা থাকে। জীবনে কমপক্ষে ৪ বার প্রেমে পড়েন এঁরা। সম্পর্কের শুরুতে সব কিছু ঠিকঠাক থাকলেও সঙ্গী যখন সম্পর্ক নিয়ে যত্নশীল হতে শুরু করেন, তখনই পিছু হটেন ধনুর জাতক-জাতিকারা। সর্বদা সঠিক সঙ্গীর খোঁজে থাকেন এঁরা। এর জন্য মাঝেমধ্যে সত্যিকারের ভালবাসা হারাতেও হয়।

১৪ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

মকর: মকর রাশি খুবই উচ্চাকাঙ্ক্ষী। তবে এই রাশির জাতক-জাতিকারা প্রেমের ব্যাপারে নিজেদের আবেগ কখনওই দেখাতে পারেন না। ফলে এঁদের ভুল বোঝাবুঝির শিকারও হতে হয়।

১৫ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

কুম্ভ: এই রাশির জাতক-জাতিকারা প্রেমের থেকেও বেশি গুরুত্ব দেন ব্যক্তি স্বাধীনতাকে। তবে প্রেমে পড়তে পছন্দ করেন না, তেমনটা নয়। ফলে প্রেমের ক্ষেত্রে অনেক সময়ই সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলেন এঁরা। জীবনে কমপক্ষে দু’বার প্রেমে পড়ার সম্ভাবনা থাকে কুম্ভের জাতক-জাতিকাদের।

১৬ ১৬
According to astrology which Zodiacs good as lover and who fall in love again and again

মীন রাশি: এই রাশির জাতক-জাতিকারা প্রেম চান রূপকথার গল্পের মতো। ভালবাসার মানুষের জন্য এঁরা সব কিছু করতে পারেন। এঁদের প্রেমে ভুল বোঝাবুঝি খুব বেশি হয়। জীবনে এক বারই সত্যিকারের প্রেমে পড়েন মীন রাশির জাতক-জাতিকারা।

সব ছবি: প্রতীকী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি