বন্যাবিধ্বস্ত পূর্ব চিন। প্লাবিত হয়েছে রাজধানী বেজিং-সহ আশপাশের বেশ কয়েকটি শহর। বিশেষজ্ঞেরা জানিয়েছেন, গত কয়েক দশকে বন্যায় এত খারাপ পরিস্থিতি সেখানে হয়নি।
কয়েক দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বেজিং-সহ পূর্ব চিনের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিঙের মিয়ুন এবং ইয়াংকিং জেলা।
বন্যার কারণে বহু মানুষ ঘরের মধ্যেই আটকে পড়েছেন। বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে গিয়েছে। একাধিক ভবন জলের তলায় চলে গিয়েছে। ১৩০টিরও বেশি গ্রামে বিদ্যুৎ নেই।
বেজিঙে বন্যা পরিস্থিতি নিয়ে সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন। বন্যার কারণে এখনও পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
বন্যার জেরে ইতিমধ্যেই বেজিঙের ৮০ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া। নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। বেজিঙে জরুরি অবস্থা জারি করেছে চিনের শি জিনপিং সরকার।
বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ইতিমধ্যেই পদক্ষেপ করছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে প্রশাসন।
চিনের সিসিটিভি নিউজ় জানিয়েছে, সড়ক, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ইতিমধ্যেই প্রায় ৫৫ কোটি ইউয়ানের (৭.৬৭ কোটি ডলার) তহবিল ঘোষণা করেছে শি জিনপিংয়ের প্রশাসন।
বন্যাকবলিত এলাকাগুলিতে শুকনো খাবার এবং পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে বলেও খবর। জলমগ্ন এলাকাগুলিতে ত্রাণসামগ্রীর জন্য হাহাকারও চলছে।
পূর্ব চিনের বন্যায় বহু ঘরবাড়ি, দোকান এবং সরকারি কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই বেজিঙের ৩১টি রাস্তা ভেঙে গিয়েছে।
মেরামতির পর কিছু রাস্তায় যান চলাচল স্বাভাবিক হলেও এখনও ১৬টি রাস্তায় রক্ষণাবেক্ষণের কাজ বাকি রয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টি চললে মেরামতির কাজ ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বন্যাবিধ্বস্ত পূর্ব চিনের জলযন্ত্রণার বেশ কয়েকটি ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সাধারণ মানুষের দুর্দশার কথাই ফুটে উঠেছে ছবিগুলিতে। যদিও সেই সব ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সেই সব ছবিতে দেখা গিয়েছে, জলের তোড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বেজিং-সহ পূর্ব চিনের বিভিন্ন অঞ্চলের অনেক ঘরবাড়ি, দোকান। ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তার উপর।
বন্যায় বহু গাড়ি ভেসে যাওয়ার ছবিও প্রকাশ্যে এসেছে। অনেক যানবাহন আবার জল-কাদায় ডুবে গিয়েছে। বানভাসি রাস্তায় নৌকা এবং ভেলায় করে ঘুরতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে।
বন্যাকবলিত এলাকায় শোনা গিয়েছে স্বজনহারাদের কান্নার রোল। চিকিৎসা চলছে অনেক মানুষের। বিপর্যস্তদের খাবার, পানীয় জল ও ওষুধ সরবরাহ করার কাজে লেগেছেন উদ্ধারকর্মীরা। পর্যাপ্ত খাবার এবং জল ছাড়াই দিন কাটাচ্ছেন ঘরবাড়ি হারানো অনেক মানুষ।
উদ্ধারকার্যের বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। সেই ছবিগুলিতে দেখা গিয়েছে, উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ সরানোর কাজে হাত লাগিয়েছে তারা।
বোটে চড়ে এলাকা পরিদর্শন করতেও দেখা গিয়েছে উদ্ধারকারীদের। চিনের জিনপিং সরকার আরও জোরালো ভাবে উদ্ধারকাজ চালানোর ডাক দিয়েছে।
ছবি: রয়টার্স এবং এএফপি।