Anurag Dwivedi

সংগ্রহে ল্যাম্বরঘিনি থেকে বিএমডব্লিউ, দুবাইয়ের ক্রুজ়ে বিয়ে করে নজরে, কৃষকপুত্র ইউটিউবারের বাড়িতে হানা দিয়ে থ ইডিও!

উত্তরপ্রদেশের উন্নাওয়ের একটি ছোট গ্রামের বাসিন্দা অনুরাগের বাবা একজন কৃষক। অনুরাগ চাইতেন পেশাদার ক্রিকেটার হতে। কিন্তু তাঁর পরিবার আর্থিক দিক থেকে স্বচ্ছল না হওয়ায় ভাল করে প্রশিক্ষণ নিতে পারেননি। ক্রিকেটার হওয়াও হয়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১১
০১ ২০
Anurag Dwivedi

জনপ্রিয় ইউটিউবারের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা ইডি তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। উত্তরপ্রদেশের বাসিন্দা ওই ইউটিউবারের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালান ইডির আধিকারিকেরা। আর সেই তল্লাশি চালানোর সময় ইউটিউবারের জীবনযাত্রার বহর দেখে কার্যত থ হয়ে গিয়েছেন তাঁরা। অবাক হয়েছেন তাঁর গ্যারাজে ঢুকেও। ল্যাম্বোরঘিনি উরুস থেকে বিএমডব্লিউ জ়েড৪, মার্সিডিজ়-বেঞ্জ— কী নেই সেখানে!

০২ ২০
Anurag Dwivedi

উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা ওই ইউটিউবারের নাম অনুরাগ দ্বিবেদী। বেটিং এবং জুয়ার অ্যাপ সংক্রান্ত একটি মামলার তদন্তের সময় অনুরাগের নাম উঠে আসে ইডির হাতে। হদিস মেলে জুয়ার নেটওয়ার্ক থেকে আর্থিক আদানপ্রদান এবং অবৈধ আয়ের বিষয়ও। অভিযোগ, অনলাইন বেটিং এবং জুয়ার অ্যাপ থেকে বিপুল অর্থ উপার্জন করেছেন অনুরাগ। আর সেই সংক্রান্ত মামলাতেই বৃহস্পতিবার তাঁর উন্নাওয়ের বাড়িতে হানা দেয় ইডি।

০৩ ২০
Anurag Dwivedi

খবর, অনুরাগের বাড়ি থেকে নামীদামি জিনিসপত্র, গাড়ির খোঁজ পাওয়ার পাশাপাশি ইউটিউবারের সংস্থা এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কোনও বৈধ লেনদেন ছাড়া বিপুল পরিমাণ অর্থের খোঁজ পাওয়া গিয়েছে। অবৈধ উপায়ে উপার্জিত অর্থ ব্যবহার করে অনুরাগ ভারতের বাইরে, মূলত দুবাইয়ে সম্পত্তি কিনেছিলেন বলেও উঠে এসেছে তদন্তে।

Advertisement
০৪ ২০
Anurag Dwivedi

সূত্রের খবর, অনুরাগ যে বিপুল অর্থ উপার্জন করেছেন, তার একটি বড় অংশ স্কাই এক্সচেঞ্জ এবং অন্যান্য জুয়ার অ্যাপ থেকে এসেছে। এই অ্যাপগুলিতে অনলাইন বেটিং-এর মাধ্যমে টাকার লেনদেন করেন গ্রাহকেরা, যা ভারতে অবৈধ।

০৫ ২০
Anurag Dwivedi

ইডি আধিকারিকেরা জানিয়েছেন, অবৈধ ওই অ্যাপগুলি থেকে প্রাপ্ত টাকা বিভিন্ন উপায়ে পাচার করা হয়েছিল অনুরাগের কাছে। পরে সেই টাকা বিলাসবহুল গাড়ি এবং অন্যান্য দামি জিনিসপত্র কিনতে ব্যবহৃত হয়েছিল। অবৈধ উপার্জন ব্যবহার করে কেনা সম্পত্তি গোপন করার অভিযোগও উঠেছে অনুরাগের বিরুদ্ধে।

Advertisement
০৬ ২০
Anurag Dwivedi

তদন্তে এ-ও উঠে এসেছে, অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মের হয়ে প্রচার করতে সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অনুরাগ। অবৈধ অ্যাপের মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করতে প্রচারমূলক ভিডিয়ো তৈরি করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগও ইউটিউবারের বিরুদ্ধে উঠেছে।

০৭ ২০
Anurag Dwivedi

বেটিং এবং জুয়ার অ্যাপের মাধ্যমে অনুরাগ অবৈধ ভাবে এখনও পর্যন্ত কত টাকা উপার্জন করেছেন এবং সেই টাকা আর কোথায় বিনিয়োগ করা হয়েছে, তা খুঁজে বার করতে তদন্ত চালাচ্ছে ইডি। সেই চক্রের সঙ্গে অনুরাগ ছাড়া আর কারা জড়িত তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
০৮ ২০
Anurag Dwivedi

ইতিমধ্যেই সোনু কুমার ঠাকুর এবং বিশাল ভরদ্বাজ— এই দু’টি নাম উঠে এসেছে ইডির হাতে। অনলাইনে বেটিং এবং জুয়ার টাকার লেনদেন চালানোর জন্য বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টেলিগ্রাম চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল বলে অনুমান করছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ইতিমধ্যেই বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনের (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট) অধীনে মামলা দায়ের করা হয়েছে বলে খবর।

০৯ ২০
Anurag Dwivedi

কিন্তু কে এই অনুরাগ? অনুরাগ, যিনি অনুরাগ লক্ষ্মীনাথ দ্বিবেদী নামেও পরিচিত, এক জন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার। ক্রিকেট বিশ্লেষক এবং ‘ড্রিম১১’-এর মতো ফ্যান্টাসি ক্রিকেট লিগের বিশেষজ্ঞ হিসাবেও পরিচিত তিনি। বিভিন্ন ক্রিকেট ম্যাচ চলাকালীন সমাজমাধ্যমে সেই সব ম্যাচের ভবিষ্যদ্বাণী করেন অনুরাগ।

১০ ২০
Anurag Dwivedi

উত্তরপ্রদেশের উন্নাওয়ের একটি ছোট গ্রামের বাসিন্দা অনুরাগের বাবা একজন কৃষক। অনুরাগ চাইতেন পেশাদার ক্রিকেটার হতে। কিন্তু তাঁর পরিবার আর্থিক দিক থেকে স্বচ্ছল না হওয়ায় ভাল করে প্রশিক্ষণ নিতে পারেননি। ক্রিকেটার হওয়াও হয়নি।

১১ ২০
Anurag Dwivedi

এর পর টাকা উপার্জনের জন্য ভিন্ন পথ বেছে নেন অনুরাগ। ২০১৭ সালে মাত্র ৩০০ টাকা দিয়ে ফ্যান্টাসি ক্রিকেট খেলা শুরু করেন তিনি। ২০১৮ সালে চালু করেন নিজের ইউটিউব চ্যানেল। সেই চ্যানেলে ম্যাচের প্রিভিউ, ফ্যান্টাসি টিপস এবং দল নিয়ে বিভিন্ন মতামত শেয়ার করতেন তিনি। বিনামূল্যে পরামর্শও দিতেন।

১২ ২০
Anurag Dwivedi

অনুরাগের দাবি, বছরের পর বছর ধরে ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্মের মাধ্যমে ২০০-৩০০ কোটি টাকা আয় করেছেন তিনি। অনুরাগের সেই দাবির কারণে তাঁর অনুরাগীর সংখ্যা হু হু করে বৃদ্ধি পেতে শুরু করে।

১৩ ২০
Anurag Dwivedi

বর্তমানে তাঁর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৫০ লক্ষ। ভারতে ফ্যান্টাসি ক্রিকেট নিয়ে কন্টেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম বড় নাম অনুরাগ।

১৪ ২০
Anurag Dwivedi

জনপ্রিয়তা থাকা সত্ত্বেও অতীতে বার বার সমালোচনার সম্মুখীন হয়েছেন অনুরাগ। অনেকেই তাঁর আয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনুরাগের বিরুদ্ধে ফ্যান্টাসি লিগ এবং জুয়া খেলার প্রতি মানুষকে প্রলুব্ধ করার অভিযোগও উঠেছে।

১৫ ২০
Anurag Dwivedi

অভিযোগ, ইউটিউব চ্যানেলের ফাঁকে বেটিং এবং জুয়ার অ্যাপের প্রচার চালাতেন অনুরাগ। তাঁর কথাতেই বিপুল সংখ্যক লোক সেই অ্যাপগুলিতে যোগদান করে, যা অবৈধ কার্যকলাপের পরিধিকে আরও প্রসারিত করেছে বলে ইডির দাবি। এ-ও অভিযোগ, অবৈধ পথে আয় করেই বর্তমানে কয়েকশো কোটির মালিক অনুরাগ।

১৬ ২০
Anurag Dwivedi

ইউটিউবের বাইরে ইনস্টাগ্রামেও প্রায় ২৪ লক্ষ ফলোয়ার রয়েছে অনুরাগের। টেলিগ্রাম, ফেসবুক এবং এক্সেও তাঁর অনুরাগীর সংখ্যা নজরে পড়ার মতো। সমাজমাধ্যমে নিজেকে ‘ফ্যান্টাসি ক্রিকেটের মুখ’ হিসেবে পরিচয় দেন অনুরাগ।

১৭ ২০
Anurag Dwivedi

অনুরাগের ‘সাফল্য’ প্রতিফলিত হয়েছে বিলাসবহুল জীবনযাত্রায়। তাঁর গ্যারাজে রয়েছে প্রায় পাঁচ কোটি মূল্যের একটি ল্যাম্বোরঘিনি উরুস। এ ছাড়াও বিএমডব্লিই জ়েড৪, মার্সিডিজ় বেঞ্জ ই-ক্লাস এবং ল্যান্ড রোভার ডিফেন্ডারের মতো দামি গা়ড়ি রয়েছে তাঁর সংগ্রহে।

১৮ ২০
Anurag Dwivedi

২০২৪ সালের ডিসেম্বরে অনুরাগ দাবি করেছিলেন যে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যের কাছ থেকে খুনের হুমকি পেয়েছেন তিনি। এই নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন বলেও দাবি করেছিলেন।

১৯ ২০
Anurag Dwivedi

গত মাসে অর্থাৎ ২০২৫ সালের নভেম্বরে বিয়ে হয় অনুরাগের। দুবাইয়ে বিলাসবহুল ক্রুজ়ে বসেছিল সেই বিয়ের আসর। জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে সেই বিয়ে এবং বিলাসিতা। প্রশ্ন উঠতে শুরু করে, কী ভাবে এক জন সাধারণ ইউটিউবার এ ভাবে বিয়ে করার খরচ জোটালেন।

২০ ২০
Anurag Dwivedi

বিষয়টি নজরে পড়ে ইডিরও। তার পরেই তদন্ত শুরু হয়। এর পর বৃহস্পতিবার ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্মের সঙ্গে সম্পর্কিত আয়ের উৎস অনুসন্ধানের জন্য অনুরাগের উন্নাওয়ের বাসভবনে অভিযান চালায় ইডি।

সব ছবি: ফেসবুক এবং ইনস্টাগ্রাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি