Diwali 2025

মহাশক্তির কৃপায় কেটে যায় কালের দশা, দমিয়ে রাখতে পারে না কেউই, মা কালীর বিশেষ প্রিয় এই চার রাশি

নিয়মিত কালীপুজো করলে প্রসন্ন হন দেবী। জ্যোতিষশাস্ত্রে বলা হয় কয়েকটি রাশির মানুষদের মা কালী খুবই ভালবাসেন। নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকারা দেবী কালীর আশীর্বাদধন্য।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১০:৩৫
০১ ১৫
Favorite four zodiac signs of Maa kali according to astrology

আর মাত্র কয়েক ঘণ্টা। শক্তিরূপেণ দেবী মা কালীর আবাহনে মাতবেন ধর্মপ্রাণ হিন্দুরা। ভয়, অশুভ আর অন্ধকারের বিনাশ করে মহাশক্তিরূপে পূজিতা হবেন মা। জীবনের সমস্ত কঠিন বাধা পেরোতে মহাশক্তির আশীর্বাদ বিশেষ ফলপ্রসূ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকারা দেবী কালীর আশীর্বাদধন্য।

০২ ১৫
Favorite four zodiac signs of Maa kali according to astrology

নিয়মিত কালীপুজো করলে প্রসন্ন হন দেবী। তাঁর কৃপায় কেটে যায় জীবনের কঠিনতম বাধাবিপত্তি। তিনিই রক্ষা করেন ভক্তকে। জগৎরক্ষার জন্য তাঁকে রণরঙ্গিনী মূর্তি ধারণ করতে হলেও তিনি জগৎমাতা। ভক্তের ডাকে সব সময় সাড়া দেন মা। তাঁর মাতৃরূপের উপাসনা করলেও বিপত্তি থেকে রক্ষা পেতে পারেন এই চার রাশি। জীবনে উন্নতি আসে।

০৩ ১৫
Favorite four zodiac signs of Maa kali according to astrology

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, কয়েকটি রাশির মানুষদের মা কালী খুবই ভালবাসেন। বিশেষ আশীর্বাদ লাভ করে এই রাশিগুলি। এই হাতেগোনা রাশির জাতক-জাতিকাদের জীবনে সমস্ত বিপদে-আপদে ঢাল হয়ে দাঁড়ান মা কালী৷ প্রতিটি পদক্ষেপেই তিনি রক্ষা করেন তাঁর সন্তানদের। যাদের মা কালীর প্রিয় বলে মনে করা হয় সেই রাশিগুলিকে নিয়েই রইল এই প্রতিবেদন।

Advertisement
০৪ ১৫
Favorite four zodiac signs of Maa kali according to astrology

মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা সাহসী, উদ্যমী বলে পরিচিত। চারিত্রিক দৃঢ়তা এদের যথেষ্ট। মনের জোরের দিক থেকে তেজি হয় এই রাশি। লড়াই করতে পিছপা হন না। আর সহজে হাল ছাড়ার পাত্র নয় মেষ রাশি।

০৫ ১৫
Favorite four zodiac signs of Maa kali according to astrology

যে কোনও অবস্থাতেই বাধা পেরিয়ে এগিয়ে যেতে এই রাশির জাতক-জাতিকাদের জুড়ি মেলা ভার। তাঁদের মধ্যে দেবী কালীর মতোই কিছু গুণাবলি থাকে। প্রকৃত নেতৃত্ব প্রদানের সহজাত ক্ষমতা রয়েছে এই রাশির। জাতক-জাতিকাদের সাহস ও পরাক্রমের জন্য এঁরা দেবীর প্রিয় পাত্র হয়ে ওঠেন সহজেই।

Advertisement
০৬ ১৫
Favorite four zodiac signs of Maa kali according to astrology

সঙ্কটে পড়লে মেষ রাশির মানুষ ঝুঁকি নিতে দু’বার ভাবেন না। দেবীর আশীর্বাদে সমস্ত বাধা কাটিয়ে জয়লাভ করেন জাতক-জাতিকারা। অন্যদের অনুপ্রাণিত করার মতো গুণ থাকে এঁদের। জীবনের বিভিন্ন ক্ষেত্রে মা কালী রক্ষা করে থাকেন এই রাশিকে। তাঁর আশীর্বাদে জীবনের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠতে থাকেন এঁরা।

০৭ ১৫
Favorite four zodiac signs of Maa kali according to astrology

সিংহ: এই রাশির জাতকেরা স্বভাবজাত গুণে রাজার হালে থাকতে ভালবাসেন। একই সঙ্গে ভীষণ ধৈর্যশীল হন তাঁরা। এই রাশির প্রতি অকাতরে দেবীর করুণা বর্ষিত হয়। শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। প্রায়শই চেষ্টা না করেই ক্ষমতার অবস্থানে চলে আসে সিংহ রাশি।

Advertisement
০৮ ১৫
Favorite four zodiac signs of Maa kali according to astrology

আত্মবিশ্বাসের সঙ্গেই সমস্ত বিপদ থেকে মুক্তি পেয়ে থাকেন সিংহরাশির জাতক-জাতিকারা। সাহসিকতার জন্য দেবীর প্রিয় এই রাশি। দেবীর শক্তি তাঁদের অন্তরে স্থির থাকে। দেবীর কৃপাধন্য হওয়ার জন্য তাঁরা কর্মজীবনে সাফল্য পান। তেমনই ব্যক্তিজীবন মানসিক শান্তিতে ভরপুর হয়ে ওঠে।

০৯ ১৫
Favorite four zodiac signs of Maa kali according to astrology

জীবনে যত জটিল সমস্যাই আসুক না কেন দেবীর কৃপায় তার থেকে বেরিয়ে আসতে পারে সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকারা মানুষের বিপদ-আপদের সময়ে ছুটে যান। সেই সময় মাথা ঠান্ডা রাখতে পারেন। দেবী কালী তাঁদের আত্মবিশ্বাস, শক্তি ও নেতৃত্বের গুণ বৃদ্ধি করেন।

১০ ১৫
Favorite four zodiac signs of Maa kali according to astrology

বৃশ্চিক: এই রাশিটির জাতক-জাতিকারা রহস্যের মোড়কে থাকতে ভালবাসেন। প্রচুর বুদ্ধিও ধরেন এঁরা। মা কালীর অন্যতম প্রিয় এই রাশিটি। কারণ লক্ষ্যস্থির রেখে সেটিকে অর্জন করার মতো ক্ষমতা নিয়েই জন্মান এই রাশির জাতকেরা। সেই ক্ষমতার ধার আরও বৃদ্ধি পায় দেবীর আশীর্বাদে।

১১ ১৫
Favorite four zodiac signs of Maa kali according to astrology

রহস্যময় বৃশ্চিক রাশির শক্তি, তীক্ষ্ণ বুদ্ধি ও সাহস বৃদ্ধি করেন মা কালী। জীবনের একাধিক ক্ষেত্রেই সাফল্য পেয়ে থাকে এই রাশি। যে কোনও সমস্যা সাহসের সঙ্গে মোকাবিলা করে থাকেন বৃশ্চিক রাশির মানুষরা ৷ মা কালী এই রাশির জাতকদের সাহসী ও নির্ভীক করে তোলেন। অন্যায় দেখলে চুপ থাকেন না কখনও।

১২ ১৫
Favorite four zodiac signs of Maa kali according to astrology

জীবনে অনেক ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হতে হয় বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। দেবীকে মন থেকে ডাকলে সব সমস্যা দূর হয়। বিপদে পড়লেও মা কালী বরাভয় দান করেন এঁদের। কেটে যায় ভয়। সমস্যা স্পর্শ করলেও তা দূর হয়ে যায় করালবদনীর কৃপায়।

১৩ ১৫
Favorite four zodiac signs of Maa kali according to astrology

ধনু: সব সময়ই দেবীর আশীর্বাদ বর্ষিত হয় ধনু রাশির জাতক-জাতিকাদের উপর। ধনু রাশির জাতক-জাতিকারা উদার মনোভাবাপন্ন বলে ধরা হয়ে থাকে। একই সঙ্গে প্রবল জ্ঞানপিপাসু। তাঁদের জ্ঞানের আলোকে আলোকিত করার পথ দেখান মা কালী।

১৪ ১৫
Favorite four zodiac signs of Maa kali according to astrology

ধনু রাশির জীবনে যে সমস্যাই আসুক না কেন, তার থেকে বেরিয়ে আসতে পারবে মা কালীর কৃপায়। তাদের জীবনে ভয় থাকে না। শক্তি, সাহস আর আত্মবিশ্বাস তাঁদের পথ দেখায়।

১৫ ১৫
Favorite four zodiac signs of Maa kali according to astrology

তাই অমাবস্যা তিথিতে বিশেষ ভাবে দেবীর আরাধনা করলে জীবনে সুখ, শান্তি আর উন্নতি আসে এই চার রাশির। দেবী প্রীত হন। সারা বছর সংসারে ও জীবনে নেমে আসে মহাশক্তির অপার করুণা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি