Aaditya Thackeray Relationship Rumours

নাম জড়িয়েছে একের পর এক নায়িকার সঙ্গে! গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনির সঙ্গেও নাকি প্রেম ছিল ঠাকরেপুত্রের

ভূমিই প্রথম অভিনেত্রী নন, এর আগে বলিউডের আরও এক নায়িকার সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল আদিত্যের। সেই নায়িকার সঙ্গেও ঘন ঘন বাইরে দেখা করতেন তিনি। সেখান থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৩:৪১
০১ ১৫
Bhumi Pednekar and Aaditya Thackeray

বলিপাড়ায় আবার প্রেমের গুঞ্জন। বলিউডের কোনও অভিনেতা নন, রাজনীতিবিদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলি অভিনেত্রী ভূমি পেডনেকর। শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরের সঙ্গে নৈশভোজ সেরে বেরোতে দেখা গিয়েছে নায়িকাকে। পাপারাৎজ়ি়দের ক্যামেরায় ধরা পড়তেই শোরগোল শুরু হয়ে যায় আদিত্য এবং ভূমির সম্পর্ক নিয়ে।

০২ ১৫
Bhumi Pednekar

সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রায় এক জনপ্রিয় রেস্তরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন ভূমি এবং আদিত্য। রেস্তরাঁ থেকে বেরোনোর আগে চেনা-পরিচিতদের সঙ্গে বিদায়বেলার আড্ডা সেরে নিচ্ছিলেন তাঁরা। রেস্তরাঁর ভিতরে একসঙ্গে দেখা গেলেও দু’জনে আলাদা আলাদা ভাবে বাইরে বেরিয়ে যান।

০৩ ১৫
Aaditya Thackeray

রেস্তরাঁ থেকে প্রথমে বেরিয়ে গিয়েছিলেন আদিত্য। তিনি চলে যাওয়ার পর ছবিশিকারিদের সামনে হাসিমুখে ধরা দিয়েছিলেন ভূমি। বলিপাড়ার একাংশের দাবি, বন্ধুবান্ধবের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁদের পোশাক দেখে সন্দেহও জাগে অনেকের।

Advertisement
০৪ ১৫
Bhumi Pednekar and Aaditya Thackeray

রংমিলান্তি করে পোশাক পরেছিলেন ভূমি এবং আদিত্য। ভূমির পরনে ছিল কালো রঙের একটি পোশাক। অন্য দিকে, আদিত্যের পরেছিলেন নীল রঙের ডেনিম প্যান্ট এবং কালো রঙের টি-শার্ট।

০৫ ১৫
Aaditya Thackeray

রেস্তরাঁ থেকে বেরিয়ে আলাদা আলাদা গাড়িতে উঠতে দেখা গিয়েছিল ভূমি এবং আদিত্যকে। কানাঘুষো শোনা যাচ্ছে, মুম্বইয়ের রেস্তরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন দু’জনে। তবে, এই প্রসঙ্গে কেউই এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

Advertisement
০৬ ১৫
Aaditya Thackeray

ভূমিই প্রথম অভিনেত্রী নন, এর আগে বলিউডের আরও এক নায়িকার সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল আদিত্যের। সেই নায়িকার সঙ্গেও ঘন ঘন বাইরে দেখা করতেন তিনি। সেখান থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়েছিল।

০৭ ১৫
Disha Patani

বলিপাড়ার একাংশের দাবি, বলি অভিনেত্রী দিশা পটানীর সঙ্গে মুম্বইয়ের বিভিন্ন রেস্তরাঁয় নৈশভোজ সারতে যেতেন আদিত্য। কাকতালীয় ভাবে, দিশা এবং আদিত্যের জন্মদিনও একই দিনে।

Advertisement
০৮ ১৫
Disha Patani and Tiger Shroff

বলি অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই আদিত্যের সঙ্গে দেখা যেত দিশাকে। অনেকে বলাবলি করতেন, আদিত্য নাকি দিশা এবং টাইগারের সম্পর্কে ‘তৃতীয় ব্যক্তি’ হিসাবে ঢুকে পড়েছিলেন।

০৯ ১৫
Disha Patani and Tiger Shroff

বলিউডে গুঞ্জন শোনা যেতে থাকে যে, ২০২২ সালে টাইগার এবং দিশার প্রায় ছ’বছরের সম্পর্ক ভেঙে যায়। তা জানাজানি হওয়ার পর আদিত্য এবং দিশার সম্পর্ক নিয়ে আরও আলোচনা শুরু হয়ে যায়। দীর্ঘ আলোচনা-সমালোচনার ফাঁকে এই বিষয় নিয়ে মন্তব্য করেন আদিত্য এবং দিশা।

১০ ১৫
Aaditya Thackeray

২০২৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে দিশা প্রসঙ্গে আদিত্য জানিয়েছিলেন, দিশার সঙ্গে তাঁর শুধুমাত্র বন্ধুত্বই রয়েছে। বলি অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন না তিনি। তাঁদের নিয়ে মিথ্যা কথা রটানো হচ্ছে বলেও দাবি করেছিলেন আদিত্য।

১১ ১৫
Disha Patani

অন্য দিকে, আদিত্যকে নিয়ে প্রশ্ন করা হলে দিশা বলেছিলেন, ‘‘বন্ধুবান্ধবের সঙ্গে লাঞ্চ অথবা ডিনারে গেলে কী সমস্যা রয়েছে? সকলেরই পুরুষ এবং মহিলা বন্ধু রয়েছে। লিঙ্গবিচার করে তো আর বন্ধু নির্বাচন করা যায় না।’’ আদিত্যের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিলেন নায়িকা।

১২ ১৫
Sanskruti Patel

শুধু বলিপাড়ার নায়িকাদের সঙ্গেই নন, আদিত্য নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনির সঙ্গেও। কিন্তু সেই সম্পর্ক নাকি বেশি দিন টেকেনি।

১৩ ১৫
Aaditya Thackeray

২০১৪ সালের মে মাসে গুজরাতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছিলেন আনন্দীবেন পটেল। ২০১৬ সালের অগস্ট মাস পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। কানাঘুষো শোনা যায়, আনন্দীবেনের নাতনির সঙ্গেই নাকি প্রেম করতেন আদিত্য।

১৪ ১৫
Sanskruti Patel

আনন্দীবেনের কন্যার মেয়ে ছিলেন সংস্কৃতি পটেল। তাঁর দিদা রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সংস্কৃতি পেশায় ছিলেন ব্যবসায়ী। গুঞ্জন শোনা যেতে থাকে যে, আনন্দীবেন যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন সংস্কৃতির সঙ্গে সম্পর্ক ছিল আদিত্যের।

১৫ ১৫
Aaditya Thackeray

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে আদিত্য এবং সংস্কৃতির সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমের পাতায় আলোচনা শুরু হয়েছিল। কিন্তু সেই সম্পর্কের আয়ু বেশি ছিল না। যদিও এই প্রসঙ্গে আদিত্য কোনও মন্তব্য করেননি। তবে একাংশের দাবি, সংস্কৃতির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও গুজব রটানো হয়েছিল।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি