Ayesha Khan’s Career Journey

দাঁতের গড়ন নিয়ে কটাক্ষ বলি পরিচালকের, একাধিক মহিলার সঙ্গে প্রেমিকের পরকীয়া ধরে ফেলেছিলেন ‘ধুরন্ধর’-এর অভিনেত্রী

চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। বক্সঅফিস কাঁপানো এই ছবিতে একটি ‘আইটেম সং’-এ অভিনয় করেন আয়েশা। ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর সমাজমাধ্যমের পাতায় নিজস্ব অনুগামীমহল তৈরি করে ফেলেছেন আয়েশা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১০:৪৪
০১ ১৮
Ayesha Khan

অভিনয় নিয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেছিলেন তরুণী। কখনও মডেলিং, কখনও আবার ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিকে ক্ষণিকের জন্য মুখ দেখিয়েছেন। তবে পেশাগত কারণে নন, আয়েশা খান আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন তাঁর প্রেমিকের কারণে। সম্পর্কে থাকাকালীন একাধিক মহিলার সঙ্গে পরকীয়া চালাতেন আয়েশার প্রেমিক। প্রকাশ্যে তা নিয়ে ঝামেলা করায় শিরোনামে জায়গা করে নিলেন আয়েশা। বর্তমানে অবশ্য অতীত ভুলে বলিপাড়ায় নিজের জমি তৈরি করতে ব্যস্ত ‘ধুরন্ধর’-এর অভিনেত্রী।

০২ ১৮
Ayesha Khan

২০০২ সালের সেপ্টেম্বর মাসে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম আয়েশার। বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে সেখানেই থাকেন তিনি। আয়েশার ভাই মার্চেন্ট নেভির আধিকারিক। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। মঞ্চে মাঝেমধ্যেই নাটকে অভিনয় করতেন আয়েশা। মাত্র পাঁচ বছর বয়সে মঞ্চে প্রথম অভিনয় করেন তিনি।

০৩ ১৮
Ayesha Khan

মডেল হিসাবে কেরিয়ার শুরু করেন আয়েশা। ফ্যাশন সংস্থার জন্য ফোটোশুট করেছেন তিনি। ফ্যাশন সরণিতে হাঁটতেও দেখা গিয়েছে তাঁকে। কিশোরী বয়সে এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন তিনি। পঞ্জাবি ভাষার বহু মিউজ়িক ভিডিয়োয় অভিনয়ও করেছেন আয়েশা।

Advertisement
০৪ ১৮
Ayesha Khan

২০১৮ সালে একতা কপূর প্রযোজিত ‘কসৌটি জ়িন্দেগি কে’ নামের জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে খুবই ছোট্ট চরিত্রে অভিনয় করেন আয়েশা। জুনিয়র আর্টিস্ট হিসাবে ছোটপর্দায় কাজ করা শুরু করেন তিনি।

০৫ ১৮
Ayesha Khan

২০২০ সালে ‘বালবীর রিটার্নস’ নামের এক ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান আয়েশা। কিন্তু তিনি বলিউডে কেরিয়ার গড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। গোড়ার দিকে বলিপাড়ায় কাজ না পেলে তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে খোঁজখবর নিতে শুরু করেন। অডিশন দিয়ে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়ে যান তিনি।

Advertisement
০৬ ১৮
Ayesha Khan

২০২২ সালে ‘মুখচিত্রম’ নামের তেলুগু ভাষার ছবির হাত ধরে বড়পর্দায় অভিষেক হয় আয়েশার। দু’বছরের মধ্যে আরও দু’-তিনটি তেলুগু ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে অভিনেত্রী হিসাবে পরিচিতি পাচ্ছিলেন না তিনি।

০৭ ১৮
Ayesha Khan

পেশাগত জীবনের জন্য পরিচিতি পাচ্ছিলেন না আয়েশা। তবে, ব্যক্তিগত জীবন নিয়ে রাতারাতি শিরোনামে চলে আসেন তিনি। ২০২৩ সালে ‘বিগ বস্’-এর ১৭তম সিজ়নের প্রতিযোগিতায় ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে অংশগ্রহণ করেন আয়েশা। প্রেমিকের পরকীয়া হাতেনাতে ধরতেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি।

Advertisement
০৮ ১৮
Ayesha Khan

বলিপাড়া সূত্রে খবর, কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির সঙ্গে সম্পর্কে ছিলেন আয়েশা। কিন্তু সেই সম্পর্কে সৎ ছিলেন না মুনাওয়ার। একসঙ্গে একাধিক নারীর সঙ্গে পরকীয়া চালাতেন তিনি। এমনকি, আয়েশার সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি অন্য এক মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছিলেন মুনাওয়ার।

০৯ ১৮
Ayesha Khan

‘বিগ বস্’-এর ১৭তম সিজ়নের প্রতিযোগী ছিলেন মুনাওয়ার। সেই প্রতিযোগিতায় গিয়ে মুনাওয়ার দাবি করেছিলেন যে, বিবাহবিচ্ছেদের পর তাঁর পুত্র টানা ছ’মাস তাঁর কাছেই ছিল। অথচ আয়েশার দাবি, শোয়ে আসার আগে দু’মাস তিনি মুনাওয়ারের বাড়িতেই থাকতেন। কখনও তিনি মুনাওয়ারের পুত্রকে সেই বাড়িতে দেখেননি।

১০ ১৮
Ayesha Khan

আয়েশার দাবি, ২০১৭ সালে জ্যাসমিন নামে এক তরুণীকে বিয়ে করেছিলেন মুনাওয়ার। বিয়ের পর পুত্রসন্তানের জন্ম দেন জ্যাসমিন। কিন্তু নাজ়িয়া সিতৈশী নামের এক নেটপ্রভাবীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মুনাওয়ার। সে কারণেই ২০২২ সালে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে যায়। অন্য দিকে, নাজ়িয়ার সঙ্গে সম্পর্কে থাকাকালীন আয়েশাকে ডেট করা শুরু করেছিলেন মুনাওয়ার।

১১ ১৮
Ayesha Khan

‘বিগ বস্’-এর সেটে প্রেমিকের মুখোশ খুলে ফেলার সময় চিৎকার-চেঁচামেচি করেছিলেন আয়েশা। সে কারণে অসুস্থও হয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আয়েশা তাঁর প্রেমিকের সত্য প্রকাশ্যে আনলে মুনাওয়ারের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন নাজ়িয়া। ২০২৪ সালের মে মাসে এক রূপটানশিল্পীকে বিয়ে করেন মুনাওয়ার।

১২ ১৮
Ayesha Khan

কানাঘুষো শোনা যায়, মুনাওয়ারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ‘বিগ বস্’-এর অন্য এক প্রতিযোগীকে মন দিয়ে ফেলেন আয়েশা। মাঝেমধ্যেই তাঁদের একসঙ্গে দেখা যেতে শুরু করে। কিন্তু পরে আয়েশা জানান যে, তিনি ‘সিঙ্গল’ রয়েছেন। সেই প্রতিযোগী শুধুমাত্রই তাঁর ভাল বন্ধু।

১৩ ১৮
Ayesha Khan

২০২৪ সালে মুক্তি পায় দুলেকর সলমন অভিনীত ‘লাকি ভাস্কর’ নামের একটি ছবি। বলিপাড়ার একাংশের দাবি, এই ছবিতে নাকি অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন আয়েশা। কিন্তু সময়ের অভাবে সেই প্রস্তাব খারিজ করে দিতে বাধ্য হন আয়েশা।

১৪ ১৮
Ayesha Khan

অডিশন দিতে গিয়ে মাঝেমধ্যেই মুখের গড়নের জন্য কটাক্ষের শিকার হতে হত আয়েশাকে। কেউ কেউ তাঁকে নাকের গড়ন বদলে ফেলার পরামর্শ দিতেন। বলিপাড়ার এক নামী পরিচালক নাকি আয়েশাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তিনি দাঁতের গড়ন ঠিক না করলে বড়পর্দায় কাজের সুযোগ পাবেন না।

১৫ ১৮
Ayesha Khan

এক সাক্ষাৎকারে আয়েশা বলেন, ‘‘আমি হরর ঘরানার ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলাম। সেই ছবির পরিচালক খুব জনপ্রিয়। অডিশনে উত্তীর্ণ হওয়ার পর তাঁর সঙ্গে দেখা করতে পারব ভেবেই খুব উত্তেজিত ছিলাম। কিন্তু সেই পরিচালক আমায় সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে, হরর ঘরানার ছবি বলে আমি কাজ পাচ্ছি। না হলে আমার দাঁতের যা গড়ন, তা ঠিক না করালে আমায় কেউ কাজ দেবেন না।’’

১৬ ১৮
Ayesha Khan

চলতি বছরের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সানি দেওল অভিনীত ‘জাঠ’। এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় আয়েশাকে। চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। বক্সঅফিস কাঁপানো এই ছবিতে একটি ‘আইটেম সং’-এ অভিনয় করেন আয়েশা।

১৭ ১৮
Ayesha Khan

২০১৫ সালে মুক্তি পাওয়া কপিল শর্মা অভিনীত কমেডি ঘরানার ছবি ‘কিস কিস কো প্যার করু’ দর্শকের কাছে বিপুল প্রশংসা অর্জন করে। বলিপাড়া সূত্রে খবর, সেই ছবির দ্বিতীয় পর্বে অভিনয় করেছেন আয়েশা।

১৮ ১৮
Ayesha Khan

বর্তমানে বড়পর্দায় কেরিয়ার গড়ে তুলতে ব্যস্ত আয়েশা। তবে, ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর সমাজমাধ্যমের পাতায় তরতর করে তাঁর অনুগামীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে আয়েশার অনুগামীর সংখ্যা ৫৯ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি