Bollywood Gossip

বাড়িতে, হোটেলে ডাকতেন পরিচালকেরা! কর্ণ জোহরের সঙ্গে কাজ করে স্বীকৃতি পাননি, খুনের হুমকিও পেয়েছেন বলি নায়িকা

এক সাক্ষাৎকারে আহনা জানিয়েছিলেন যে, বলিউডের সংস্পর্শে আসার পর তিনি আলোর নেপথ্যে থাকা কঠিন সত্য দেখে ফেলেছিলেন। তিনি এতটাই মুষড়ে পড়েছিলেন যে, আত্মহত্যা করার কথাও নাকি ভেবে ফেলেছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১১:২৭
০১ ২১
Aahana Kumra

কখনও সিনেমায় অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন, কখনও আবার যৌন হেনস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বলে সমালোচনায় জড়িয়ে পড়়েছেন। তবুও প্রতিবাদী কণ্ঠ ত্যাগ করেননি বলি অভিনেত্রী আহনা কুমরা। সম্প্রতি খুনের হুমকি পাওয়ার পর আবার প্রচারে এসেছেন তিনি।

০২ ২১
Aahana Kumra

১৯৮৫ সালের মে মাসে উত্তরপ্রদেশের লখনউয়ে জন্ম আহনার। বাবা-মা, ভাইবোনের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। স্কুলের পড়াশোনা শেষ করার পর মুম্বই চলে যান। সেখানকার কলেজে গিয়ে বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে স্নাতক হন তিনি। বিজ্ঞাপন নিয়ে পড়াশোনা করে ডিপ্লোমা অর্জন করেন আহনা।

০৩ ২১
Aahana Kumra

ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আগ্রহ ছিল আহনার। মুম্বইয়ে গিয়ে পড়াশোনা চলাকালীন নাটকের দলের সঙ্গে যুক্ত হন। বলি অভিনেতা নাসিরুদ্দিন শাহের দলে নাটকও করেছেন তিনি।

Advertisement
০৪ ২১
Aahana Kumra

পড়াশোনা শেষ হওয়ার পর মুম্বইয়ের এক প্রশিক্ষণকেন্দ্রে অভিনয় শিখতে শুরু করেন আহনা। ২০০৯ সালে স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘মাই’-এ প্রথম অভিনয়ের সুযোগ পান। তার পর একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছেন আহনা।

০৫ ২১
Aahana Kumra

আহনা জনপ্রিয় হন ‘যুদ্ধ’ নামের একটি টিভি সিরিজ়ের মাধ্যমে। অমিতাভ বচ্চনের সঙ্গে সেই সিরিজ়ে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে বলিপাড়ায় পা রাখেন আহনা। নাসিরুদ্দিন শাহের সঙ্গে ‘সোনা স্পা’ নামের একটি ছবির মাধ্যমে বড় পর্দায় প্রথম অভিনয় তাঁর।

Advertisement
০৬ ২১
Aahana Kumra

একাধিক ওয়েব সিরিজ়ের পাশাপাশি ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, ‘সালাম ভেঙ্কি’র মতো ছবিতে অভিনয় করেছেন আহনা। হিন্দি ভাষার পাশাপাশি টুলু ভাষাতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে বলিপাড়ার ধরনধারণ দেখে হতাশ হয়ে পড়েছিলেন তিনি।

০৭ ২১
Aahana Kumra

এক সাক্ষাৎকারে আহনা জানিয়েছিলেন যে, বলিউডের সংস্পর্শে আসার পর তিনি আলোর নেপথ্যে থাকা কঠিন সত্য দেখে ফেলেছিলেন। এতটাই মুষড়ে পড়েছিলেন যে, আত্মহত্যা করার কথাও নাকি ভেবে ফেলেছিলেন।

Advertisement
০৮ ২১
Aahana Kumra

মিটু আন্দোলনের সময় বলি পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন আহনা। সালোনি চোপড়া নামের এক অভিনেত্রীর অভিযোগের সূত্র ধরেই প্রকাশ্যে অভিযোগ করেন আহনা।

০৯ ২১
Aahana Kumra

আহনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একটি ছবিতে অভিনয় করার বিষয়ে আলোচনা করার জন্য সাজিদের সঙ্গে দেখা করার কথা ছিল অভিনেত্রীর। আহনাকে নাকি নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সাজিদ।

১০ ২১
Aahana Kumra

আহনার দাবি, সাজিদ নাকি তাঁকে বাড়িতে ডেকে অশালীন প্রশ্ন করতে শুরু করেন। সে সব প্রশ্ন শুনে অস্বস্তি বোধ করেন নায়িকা। আহনা সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘সাজিদ আমায় স্পর্শ করেননি। কিন্তু অদ্ভুত ধরনের প্রশ্ন করছিলেন। তবে আমি ঘাবড়ে যাইনি। ওঁকে ভয় পাওয়ানোর জন্য বলেছিলাম যে, আমার মা পুলিশে কাজ করে। তার পর আর কথা বাড়াবার সাহস পাননি তিনি।’’

১১ ২১
Aahana Kumra

এমনকি, বলি পরিচালক অনির্বাণ ব্লাহের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ তোলেন আহনা। নায়িকার দাবি, কাজ সংক্রান্ত বোঝাপড়া করতে আহনাকে হোটেল রুমে সময় কাটানোর প্রস্তাব দিয়েছিলেন অনির্বাণ। কিন্তু নায়িকা সে প্রস্তাবে রাজি হননি।

১২ ২১
Aahana Kumra

আহনার দাবি, ‘মাই নেম ইজ় খান’ ছবিতে কাস্টিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেন তিনি। কর্ণ জোহরের সঙ্গে সহকারী পরিচালক হিসাবে সেই ছবিতে কাজ করেন বরুণ ধওয়ান এবং সিদ্ধার্থ মলহোত্র। ক্যামেরার পিছনে হলেও সেটিই বলিউডে প্রথম কাজ ছিল আহনার। কিন্তু তার জন্য কোনও স্বীকৃতি পাননি তিনি।

১৩ ২১
Aahana Kumra

আহনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘‘বলিউডে আমার প্রথম কাজ ছিল ‘মাই নেম ইজ় খান’ ছবিতে। কিন্তু আমায় সেই কাজের জন্য কোনও স্বীকৃতি দেওয়া হয়নি। আমার এখনও মনে আছে যে, শহর জুড়ে অনেকের অডিশন নিয়েছিলাম আমি। এই কাজটা খুব একটা সহজ নয়। স্বীকৃতি না পাওয়ায় মন ভেঙে গিয়েছিল আমার।’’

১৪ ২১
Aahana Kumra

ছোট পর্দায় ‘এজেন্ট রাঘব’ নামে এক অনুষ্ঠানে অভিনয় করেন আহনা। সেই অনুষ্ঠানের সহ-অভিনেতা দানিশ পান্দরের সঙ্গে নাম জড়িয়ে পড়ে নায়িকার। তাঁরা দু’জনে সম্পর্কে রয়েছেন বলে কানাঘুষো শোনা যেতে থাকে।

১৫ ২১
Aahana Kumra

সম্পর্ক নিয়ে নানা মন্তব্য শোনার পর আহনা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে, দানিশের সঙ্গে খুব ভাল বন্ধুত্ব রয়েছে তাঁর। কিন্তু তাঁরা প্রেমের সম্পর্কে নেই। শুটিংয়ের পর বহু ক্ষণ সেটে সময় কাটান দু’জনে। তাঁদের সম্পর্ক নিয়ে মিথ্যা রটানো হয়েছিল বলে আহনার দাবি।

১৬ ২১
Aahana Kumra

সম্প্রতি খুনের হুমকি পাওয়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন আহনা। নায়িকার দাবি, ভোজপুরি অভিনেতা পবন সিংহের অনুরাগীরা নাকি ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছেন তাঁকে।

১৭ ২১
Aahana Kumra

‘বিগ বস্‌’-এর আদলে তৈরি ‘রাইজ় অ্যান্ড ফল’ অনুষ্ঠানে পবন ছিলেন আহনার প্রতিযোগী। এই অনুষ্ঠানের প্রতিযোগিতা চলাকালীন পবনের সঙ্গে ঝগড়া হয়েছিল আহনার। পরে প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যান দু’জনেই। অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় দুই প্রতিযোগী পরস্পরের কাছে ক্ষমাপ্রার্থনাও করেন। কিন্তু সেই ঝগড়ার রেশ ভয়ঙ্কর প্রভাব ফেলে চলেছে নায়িকার জীবনে।

১৮ ২১
Aahana Kumra

আহনার দাবি, পবনের অনুরাগীরা নাকি খুন এবং ধর্ষণের হুমকি দিচ্ছেন তাঁকে। এক সাক্ষাৎকারে আহনা বলেছেন, “আমি অনুষ্ঠান থেকে বাইরে বেরোনোর পরে খুন এবং ধর্ষণের হুমকি পেয়েছি। আমি সেই হুমকির প্রতিচ্ছবি (স্ক্রিনশট) অনুষ্ঠানের নির্মাতাদের পাঠিয়েছি। কিন্তু কেন এমন হুমকি আসছে? আমি তো এমন কিছুই বলিনি। কাউকে গালাগালও করিনি।”

১৯ ২১
Aahana Kumra

একই অনুষ্ঠানের প্রতিযোগী ছিলেন যুজবেন্দ্র চহালের প্রাক্তন স্ত্রী এবং নৃত্যপরিকল্পক ধনশ্রী বর্মা। তিনি অবশ্য এখনও প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে আসেননি। এই অনুষ্ঠানেই নাকি ধনশ্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছিলেন আহনা।

২০ ২১
Aahana Kumra

ধনশ্রীর সঙ্গে আহনার বাগ্‌যুদ্ধ হলেও, তার ইতি হয়েছে অনুষ্ঠানেই। কিন্তু পবনের অনুরাগীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না আহনা। অভিনেত্রী বলেছেন, “আমাকে তো কত কিছু শুনতে হয়েছে। আমরা কোন যুগে পড়ে আছি! আমার একটা কথার জন্য যদি আমাকে এত হুমকি পেতে হয়, তা হলে কিছু বলার নেই।”

২১ ২১
Aahana Kumra

পবনের প্রতি কোনও ক্ষোভ নেই বলে জানান আহনা। বরং অভিনেতাকে শ্রদ্ধাই করেন তিনি। অভিনেত্রী বলেন, “আমি পবনজিকে শ্রদ্ধা করি। ওই অনুষ্ঠানে অনেকে আমাকে নানা ধরনের খারাপ কথা বলেছেন। কিন্তু কেউ ক্ষমা চাননি। কিন্তু পবনজি ক্ষমা চেয়েছেন। আর আমরা দু’জনেই লখনউয়ের বাসিন্দা।”

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি