Robin Uthappa's playing XI for first Test vs England

নেই ঈশ্বরন, শার্দুল, দলে আইপিএল মাতানো বাঁহাতি! ইংল্যান্ড সফরে ভারতের প্রথম একাদশ বেছে নিলেন বিশ্বকাপজয়ী

সম্ভাব্য প্রথম একাদশ বেছে নিলেন ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং আইপিএলজয়ী ক্রিকেটার রবিন উথাপ্পা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১০:৩২
০১ ১৪
Ipl and T20 World Cup winner picks India's playing XI for 1st Test against England

শুক্রবার, ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট। শুভমন গিলের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে খেলবে তরুণ ভারতীয় দল। কারা থাকবেন ভারতের প্রথম একাদশে? বাদ পড়বেন কারা?

০২ ১৪
Ipl and T20 World Cup winner picks India's playing XI for 1st Test against England

সম্ভাব্য প্রথম একাদশ বেছে নিলেন ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং আইপিএলজয়ী ক্রিকেটার রবিন উথাপ্পা। কারা থাকলেন ডানহাতি ব্যাটারের বেছে নেওয়া দলে? বাদ পড়লেন কারা?

০৩ ১৪
Ipl and T20 World Cup winner picks India's playing XI for 1st Test against England

লোকেশ রাহুল: কেরিয়ারে ৫৮টি টেস্ট খেলা রাহুলকে ওপেনিংয়ে রেখেছেন উথাপ্পা। প্রস্তুতি ম্যাচে ভাল ব্যাট করেছেন রাহুল। ডানহাতি ব্যাটারের ব্যাটিং গড় ৩৩.৫৭। কেরিয়ারে আটটি শতরান করেছেন তিনি।

Advertisement
০৪ ১৪
Ipl and T20 World Cup winner picks India's playing XI for 1st Test against England

যশস্বী জয়সওয়াল: রাহুলের সঙ্গে তরুণ বাঁহাতি ব্যাটারকে ওপেনিংয়ে দেখতে চান উথাপ্পা। কেরিয়ারে এখনও পর্যন্ত ১৯টি টেস্ট খেলেছেন যশস্বী। ব্যাটিং গড় প্রায় ৫৩। ডানহাতি-বাঁহাতি জুটিতেই ভরসা রাখছেন উথাপ্পা।

০৫ ১৪
Ipl and T20 World Cup winner picks India's playing XI for 1st Test against England

সাই সুদর্শন: ইংল্যান্ড সফরে টেস্ট অভিষেক প্রায় নিশ্চিত বাঁহাতি ব্যাটারের। আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন সুদর্শন। তাঁকে তিন নম্বরে দেখতে চান উথাপ্পা।

Advertisement
০৬ ১৪
Ipl and T20 World Cup winner picks India's playing XI for 1st Test against England

শুভমন গিল: টেস্টে ভারতের ৩৭তম অধিনায়ক। কোহলি-উত্তর ভারতের মিডল অর্ডার সামলানোর দায়িত্ব তাঁর উপরেই। ৩২ টেস্ট খেলা শুভমনকে চার নম্বরে রেখেছেন বিশ্বকাপজয়ী ব্যাটার।

০৭ ১৪
Ipl and T20 World Cup winner picks India's playing XI for 1st Test against England

করুণ নায়ার: তাঁর নামের পাশে রয়েছে ত্রিশতরানের রেকর্ড। সেই করুণ নায়ার কামব্যাক করছেন ইংল্যান্ড সিরিজ়ে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা করুণকে পাঁচ নম্বরে রেখেছেন উথাপ্পা।

Advertisement
০৮ ১৪
Ipl and T20 World Cup winner picks India's playing XI for 1st Test against England

ঋষভ পন্থ: এই ইনিংসে শুভমনের ডেপুটি। ৪৩ টেস্ট খেলা পন্থ থাকবেন উইকেটরক্ষকের দায়িত্বে। ৪২-এর উপর ব্যটিং গড় থাকা বাঁহাতির পারফরম্যান্সের উপর অনেকটাই নির্ভর করবে সিরিজ়ের ভবিষ্যৎ।

০৯ ১৪
Ipl and T20 World Cup winner picks India's playing XI for 1st Test against England

নীতীশ কুমার রেড্ডি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যথেষ্ট ভাল পারফরম্যান্স ছিল তরুণ অলরাউন্ডারের। তাঁকে সাত নম্বরে রেখেছেন রবিন। ব্যাট বা বল হাতে ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারেন ডানহাতি অলরাউন্ডার।

১০ ১৪
Ipl and T20 World Cup winner picks India's playing XI for 1st Test against England

রবীন্দ্র জাডেজা: এই দলের অভিজ্ঞতম ক্রিকেটার। ৮০টি টেস্ট খেলা বাঁহাতি অলরাউন্ডার এই দলের একমাত্র স্পিনার।

১১ ১৪
Ipl and T20 World Cup winner picks India's playing XI for 1st Test against England

মহম্মদ সিরাজ: ৩৬ টেস্ট খেলা সিরাজকে দলে রেখেছেন উথাপ্পা। টেস্টে মোট ১০০টি উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন তিন বার।

১২ ১৪
Ipl and T20 World Cup winner picks India's playing XI for 1st Test against England

প্রসিদ্ধ কৃষ্ণ: এই দলের দ্বিতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। কেরিয়ারে মাত্র তিনটি টেস্ট খেলেছেন এই ডানহাতি পেসার। ইংল্যান্ড সিরিজ়ে পারফরম্যান্সের উপর তাঁর কেরিয়ারের অনেকটাই নির্ভর করবে বলে মনে করা হচ্ছে।

১৩ ১৪
Ipl and T20 World Cup winner picks India's playing XI for 1st Test against England

জসপ্রীত বুমরাহ: ইংল্যান্ড সফরে ভারত কেমন খেলবে তার অনেকটাই নির্ভর করবে বুমরাহের উপর। ৪৫ টেস্ট খেলা পেসার ভারতের সেরা অস্ত্র। তবে তাঁকে সিরিজ়ে কতটা পাওয়া যাবে সেটাই দেখার।

১৪ ১৪
Ipl and T20 World Cup winner picks India's playing XI for 1st Test against England

উথাপ্পার দলে জায়গা হয়নি অভিমন্যু ঈশ্বরন, শার্দুল ঠাকুর, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, আরশদীপ সিংহ এবং কুলদীপ যাদবের। শুক্রবারের ম্যাচে কাদের নিয়ে নামে ভারত, চোখ আপাতত সে দিকেই।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি