টেলি অভিনেতা থেকে র্যাপার— নায়িকার প্রেমিকের তালিকায় নাম রয়েছে অনেকের। ছোটপর্দা থেকে বড়পর্দায় অভিনয় করেছেন ঠিকই, কিন্তু ‘বিগ বস্’-এর শোয়ে বিজয়ী হয়ে পরিচিতি পান সানা মকবুল।
১৯৯৩ সালের জুনে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম সানার। বাবা-মা এবং বোনের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। মুম্বইয়েই স্কুল এবং কলেজের পড়াশোনা সম্পূর্ণ করেন সানা।
সানা ছোটবেলা থেকেই বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রী পড়িয়ে উপার্জন করা শুরু করেছিলেন। ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেতেন তিনি। সেই টাকা জমিয়ে অষ্টম শ্রেণিতে পড়াকালীন নিজের জন্য মোবাইল কিনেছিলেন সানা।
১৫ বছর বয়সে জনপ্রিয় ভোগ্যপণ্য প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সানা। ছোট থেকেই অভিনয় নিয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। ২০১২ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন সানা।
২০১০ সাল থেকে হিন্দি ধারাবাহিকে অভিনয় করা শুরু করেন সানা। একাধিক মিউজ়িক ভিডিয়োয় অভিনয়ের সুযোগ পান তিনি। মুখে কুকুর কামড়ে দেওয়ায় ২০২০ সালে অস্ত্রোপচার হয় সানার।
২০২১ সালে ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কি খিলাড়ি’ রিয়্যালিটি শোয়ের একাদশ সিজ়নে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন নায়িকা। সেখানে তাঁর সহ-প্রতিযোগী ছিলেন টেলিভিশনের অভিনেতা বিশাল আদিত্য সিংহ। বিশালের সঙ্গে সানার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়ে যায় এর পরেই।
রিয়্যালিটি শোয়ের সেমিফাইনাল পর্ব পর্যন্ত পৌঁছে যান অভিনেত্রী। পর্বপিছু প্রায় আড়াই লক্ষ টাকা আয় করতেন তিনি। বিশালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হতেই তা অস্বীকার করেন সানা। দাবি করেন, তাঁরা পরস্পরের খুব ভাল বন্ধু।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহুল বৈদ্যের সঙ্গে ভাল বন্ধুত্ব ছিল সানার। কিন্তু সামান্য বিষয়ে নাকি সেই বন্ধুত্বে চিড় ধরে। দুই তারকার অনুরাগীমহলও সমাজমাধ্যমে পরস্পরকে কাদা ছোড়াছুড়ি করতে শুরু করেন। ২০২১ সালে সমাজমাধ্যমের পাতায় সানার সঙ্গে ‘আড়ি’ করেন রাহুল।
২০২৪ সালে ‘বিগ বস্ ওটিটি ৩’-এ অংশগ্রহণ করে বিজয়ী হন সানা। পুরস্কার হিসাবে ট্রফির পাশাপাশি ২৫ লক্ষ টাকাও জেতেন তিনি। প্রতিযোগিতা চলাকালীন সানা তাঁর সম্পর্ক নিয়েও প্রকাশ্যে আলোচনা করেছিলেন।
শ্রীকান্ত বুরেদি নামের এক ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিল অভিনেত্রীর। প্রতিযোগিতা চলাকালীন সব সময় সানার পাশে ছিলেন তিনি। এমনকি, সম্পর্ককে পরিণতিও দিতে চেয়েছিলেন তাঁরা।
সানার দাবি, শ্রীকান্তকে বিয়ের চিন্তাভাবনা করছিলেন তিনি। কিন্তু নায়িকা প্রতিযোগিতায় জিততেই নাকি হাবভাব বদলে যেতে শুরু করেছিল শ্রীকান্তের।
শ্রীকান্ত এবং সানার মধ্যে ক্রমশ দূরত্ব বাড়তে শুরু করে। সানার দাবি, রাতারাতি তাঁর জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় তা মেনে নিতে পারেননি শ্রীকান্ত। সানার অনুরাগীর সংখ্যা বেড়ে গেলে তা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন শ্রীকান্ত।
২০২৫ সালের গোড়ার দিকে ভেঙে যায় দু’জনের সম্পর্ক। এর পর নায়েজ়ি নামে এক র্যাপারের সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল সানার। কিন্তু জল্পনার অবসান ঘটিয়ে নায়িকা জানিয়েছিলেন যে, তাঁদের মধ্যে শুধুমাত্র বন্ধুত্ব রয়েছে। নায়েজ়িকে ভাইয়ের চোখে দেখেন বলে দাবি করেন সানা।
হিন্দি ধারাবাহিকের পাশাপাশি হাতেগোনা কয়েকটি তামিল এবং তেলুগু ছবিতে অভিনয় করেছেন সানা। সমাজমাধ্যমে নিজস্ব অনুরাগীমহল তৈরি করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুরাগীর সংখ্যা ২২ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।
সব ছবি: সংগৃহীত।