বলিপাড়ার দুই খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন। হিন্দি ছবির পাশাপাশি তামিল ছবিতেও অভিনয় করেছেন। বলিপাড়ায় কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেছিলেন বলে মাঝপথে এমবিএ ছেড়ে দিয়েছিলেন। কিন্তু বর্তমানে আলোর রোশনাইয়ের আড়ালেই রয়েছেন চেতনা পাণ্ডে।
১৯৯৪ সালের অগস্ট মাসে উত্তরাখণ্ডের দেহরাদূনে জন্ম চেতনার। বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য মুম্বই চলে যান চেতনা। সেখানকার এক কলেজ থেকে স্নাতক হন তিনি।
চেতনার বাবা-মা চাইতেন তাঁদের মেয়ে পড়াশোনা করে কেরিয়ার গড়ে তুলুক। কিন্তু মেয়ের মন ছিল অভিনয়ের দিকে। স্কুল এবং কলেজে পড়াকালীন জাতীয় স্তরে ব্যাডমিন্টন খেলতেন তিনি।
এমবিএ নিয়ে পড়াশোনার জন্য মুম্বইয়ের একটি কলেজেও ভর্তি হন চেতনা। কিন্তু স্বপ্নপূরণের জন্য মাঝপথে এমবিএ ছেড়ে দেন তিনি। মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন তিনি। একাধিক নামী সংস্থার বিজ্ঞাপনে অভিনয়ও করতে দেখা যায় তাঁকে।
বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খানের সঙ্গে একটি বিজ্ঞাপনে অভিনয় করেন চেতনা। একাধিক সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি টেলিভিশনের বিভিন্ন রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণও করেন তিনি।
২০১০ সালে তামিল ভাষার একটি ছবিতে অভিনয় করে বড়পর্দায় পা রাখেন চেতনা। চার-পাঁচ বছরের মধ্যে বহু মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করতে দেখা যায় তাঁকে।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান, কাজল অভিনীত ‘দিলওয়ালে’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন চেতনা। একই বছর তাঁর কাছে আরও একটি সুবর্ণসুযোগ আসে। একতা কপূরের প্রযোজনায় ‘প্যার তুনে কয়া কিয়া’ নামের হিন্দি ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব পান তিনি।
চেতনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একতার কাছে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সময় তিনি এমবিএ করছিলেন। ছোটপর্দায় অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। তাই মাঝপথে পড়াশোনা ছেড়ে পুরোপুরি অভিনয়ে মন দেন চেতনা।
টেলিভিশনের এক রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করার পর ছোটপর্দার এক প্রযোজক-সঞ্চালকের সঙ্গে নাম জড়িয়ে পড়ে চেতনার। ২০১৮ সালে ‘এস অফ স্পেস’ নামের রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন চেতনা। সেই শোয়ের সঞ্চালক ছিলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ বিকাশ গুপ্ত।
রিয়্যালিটি শোয়ের পর ‘ক্লাস অফ ২০২০’ নামের একটি ওয়েব সিরিজ় প্রযোজনা করেন বিকাশ। সেই সিরিজ়ে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন চেতনাকে। মাঝেমধ্যেই চেতনা এবং বিকাশকে একসঙ্গে দেখা যেত।
কানাঘুষো শোনা যেতে থাকে, বিকাশের সঙ্গেই নাকি সম্পর্কে রয়েছেন চেতনা। কিন্তু সেই রটনা হাওয়ায় উড়িয়ে দেন দুই তারকাই। তাঁরা পরস্পরকে প্রিয় বন্ধু বলে দাবি করেন।
বলিপাড়া সূত্রে খবর, ছোটপর্দার এক অভিনেতার শ্যালকের সঙ্গে দীর্ঘ দিনের প্রেম চেতনার। জনপ্রিয় টেলি অভিনেতা অর্জুন বিজলানির শ্যালক নিশাঙ্ক স্বামীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। দীর্ঘ ১১ বছরের পরিচিতি তাঁদের।
চেতনার কথায়, নিশাঙ্কের সঙ্গে যখন তাঁর প্রথম আলাপ হয়েছিল, তখন একটি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। কোনও পুরুষকেই ভরসার যোগ্য মনে হত না তাঁর। কিন্তু নিশাঙ্ক বন্ধু হিসাবে সব সময় তাঁর পাশে ছিলেন। তিন বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন দু’জনে।
চলতি বছরে বিক্রম ভট্টের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘হন্টেড ৩ডি: গোস্টস অফ দ্য পাস্ট’ নামের হরর ঘরানার একটি ছবির। এই ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীর পুত্র মিমো চক্রবর্তীকে। মিমোর সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন চেতনা।
সমাজমাধ্যমে নিজস্ব অনুরাগীমহল গড়ে তুলেছেন চেতনা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় নায়িকার অনুগামীর সংখ্যা ২৬ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।
সব ছবি: সংগৃহীত।