Birth Number Secrets

কেউ জন্মগত নেতা, কেউ আবার তুখোড় বাগ্মী, কেউ ঈশ্বরপ্রদত্ত ক্ষমতায় বলীয়ান! জন্মতারিখই নির্ধারণ করে আমাদের ‘সুপার পাওয়ার’

জন্মতারিখই হদিস দেয় ব্যক্তির সহজাত প্রতিভার। সংখ্যাতত্ত্ব মতে, কোন মানুষ সৎ হবেন, কোন মানুষ সৃজনশীল হবেন বা সহানুভূতিশীল হবেন তা নির্ভর করে এই জন্মতারিখের উপরই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৩:৪২
০১ ১৯
Birth Number Secrets

প্রতিটি ব্যক্তির জন্মের তারিখের পিছনে থাকে গোপন শক্তি। সেই শক্তি প্রকৃতিদত্ত। ভাগ্যগঠনে ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই জন্মসংখ্যা। এমনকি প্রতিটি মানুষের ব্যক্তিত্ব গঠনেও হাত থাকে জন্মতারিখের।

০২ ১৯
Birth Number Secrets

সংখ্যাতত্ত্বের সাহায্যে কে কোন গোপন গুণের অধিকারী তা জানা সম্ভব। জন্মতারিখ অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট গ্রহের প্রভাবে প্রভাবিত হয়ে থাকেন। প্রতিটি জন্মসংখ্যার একটি অনন্য শক্তি থাকে। তার প্রভাবে নির্দিষ্ট তারিখে জন্মগ্রহণকারীরা একটি বিশেষ শক্তির অধিকারী হন।

০৩ ১৯
Birth Number Secrets

প্রতিটি ব্যক্তি অনন্য। জন্মতারিখই হদিস দেয় ব্যক্তির সহজাত প্রতিভার। সংখ্যাতত্ত্ব মতে, কোন মানুষ সৎ হবেন, কোন মানুষ সৃজনশীল হবেন বা সহানুভূতিশীল হবেন তা নির্ভর করে এই জন্মতারিখের উপরই। প্রতিটি জন্মতারিখে নিহিত সেই শক্তি কী কী, তারই খোঁজ রইল এই প্রতিবেদনে।

Advertisement
০৪ ১৯
Birth Number Secrets

যাঁদের জন্মসংখ্যা ১ সেই সমস্ত ব্যক্তিরা সূর্য দ্বারা নিয়ন্ত্রিত হন। এঁদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলি বর্তমান। কর্তৃত্বপূর্ণ মনোভাবের অধিকারী হয়ে থাকেন ১ জন্মসংখ্যার জাতক বা জাতিকারা। এই জন্মসংখ্যার জাতকেরা সর্বদা দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি থাকেন। কাউকে অনুসরণ করার জন্য জন্ম হয় না এঁদের।

০৫ ১৯
Birth Number Secrets

১ জন্মসংখ্যা যাঁদের, তাঁরা অটল আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোবলের অধিকারী হন, যা স্বপ্ন দেখেন তাই পূরণ করার জন্য উঠেপড়ে লাগতে পারেন। তাঁদের খুব বেশি চেষ্টা করতে হয় না। কেবল সামান্য আত্মবিশ্বাসই তাঁদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে।

Advertisement
০৬ ১৯
Birth Number Secrets

সংখ্যা ২-এর জাতকেরা চন্দ্র গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হন। এই জন্মসংখ্যার জাতকেরা সংবেদনশীল ও কোমল প্রকৃতির হয়ে থাকেন। এঁদের ষষ্ঠ ইন্দ্রিয় প্রবল শক্তিশালী। এর ফলে তাঁরা অন্যদের তুলনায় অনেক কিছুই আগে অনুভব করতে পারেন। মানসিক শক্তিতে দৃঢ় হন। তাঁরা সহজেই অন্যের মনের ভাব পড়ে ফেলতে বা ধরে ফেলতে পারেন।

০৭ ১৯
Birth Number Secrets

তাঁদের উপর চন্দ্রের শক্তির কাজ করে বলে এঁরা অত্যন্ত সহানুভূতিশীল হন। কারণ তাঁদের কারক গ্রহ অদৃশ্য জিনিস সম্পর্কে আভাস পাওয়ার শক্তি দান করে থাকে। উষ্ণতা এবং সহানুভূতি প্রকাশ করতে পছন্দ করেন ২ জন্মসংখ্যার অধিকারীরা।

Advertisement
০৮ ১৯
Birth Number Secrets

৩ জন্মসংখ্যা যাঁদের, তাঁরা জটিলতার মধ্যেও সাফল্য লাভ করে থাকেন। সমস্যা সমাধানে এঁদের জুড়ি মেলা ভার। জীবনের জট কাটাতে ওস্তাদ হয়ে থাকেন ৩ জন্মসংখ্যার জাতকেরা। অচলাবস্থার মধ্যে পথ খুঁজে বার করার এক ব্যতিক্রমী ক্ষমতা তাঁদের রয়েছে। পরিচিত হোক বা অপরিচিত, সমস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সদাপ্রস্তুত থাকেন এঁরা।

০৯ ১৯
Birth Number Secrets

জটিলকে সহজ করার ক্ষমতা তাঁদের ঈশ্বরপ্রদত্ত এক উপহার। সংখ্যা ৩-এর ব্যক্তিরা বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত। সৃজনশীলতা এবং জ্ঞানের জন্য পরিচিত হন এঁরা। তাঁদের ‘সুপার পাওয়ার’ হল এই দুটি গুণ। সৃজনশীলতার সাহায্যে জীবনে অনেক পরিবর্তন আনতে পারেন। অনুপ্রেরণা জোগানো থেকে শুরু করে পথপ্রদর্শক হয়ে উঠতে পারেন তিন জন্মসংখ্যার জাতক-জাতিকারা।

১০ ১৯
Birth Number Secrets

গভীর চিন্তাশীল হয়ে থাকেন ৪ জন্মসংখ্যার মানুষেরা। ৩-এর মতো ৪ জন্মসংখ্যার জাতকেরও সৃজনশীলতার প্রতি ঝোঁক থাকে প্রবল। জীবনে এই বিশেষ গুণের অভাব হয় না কোনও দিনই। জন্মগত ভাবে আদর্শবাদী হয়ে থাকেন ৪ জন্মসংখ্যার ব্যক্তিরা। কলা, শিল্প, বিজ্ঞান কিংবা দৈনন্দিন সমস্যার সমাধান, যেখানেই হাত ছোঁয়ান না কেন তা সোনা হয়ে যায়।

১১ ১৯
Birth Number Secrets

সংখ্যা ৪-এর জাতকদের উপর রাহু গ্রহের আধিপত্য থাকে। এই জাতকেরা তাঁদের উচ্চাকাঙ্ক্ষী স্বভাবের জন্য পরিচিত। লক্ষ্যপূরণের জন্য সব কিছুকে বিসর্জন দিতে পারেন এঁরা। এক বার কিছু অর্জন করার সিদ্ধান্ত নিলে, তাঁরা তা করে তবেই ক্ষান্ত হন।

১২ ১৯
Birth Number Secrets

৫ জন্মসংখ্যা যাঁদের, তাঁরা অত্যন্ত বাক্পটু ও ভাবের আদান-প্রদানে দক্ষ হয়ে থাকেন। শব্দ নিয়ে খেলা করতে ভালবাসেন এঁরা। জন্মগত ভাবে বাগ্মী হয়ে থাকেন। বক্তৃতা বা বিতর্কে এঁদের রোখা মুশকিল। তাঁদের কথার প্রতিধ্বনি মানুষের মনে ছাপ ফেলে যায়।

১৩ ১৯
Birth Number Secrets

৫ সংখ্যার জাতকদের উপর বুধ গ্রহের প্রভাব রয়েছে। এই সংখ্যার জাতকদের মানুষের সঙ্গে যোগাযোগ দক্ষতাও দুর্দান্ত হয়। এই গুণটি তাঁদের অন্যান্য মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলে। এই জাতকদের কথা বলার দক্ষতা এবং মানুষের সঙ্গে কথা বলার ধরন দিয়ে অন্যদের প্রভাবিত করার ক্ষমতা রয়েছে। যোগাযোগ দক্ষতাই তাঁদের লুকোনো শক্তি।

১৪ ১৯
Birth Number Secrets

শান্ত স্বভাবের জাতক বলে পরিচিতি আছে জন্মসংখ্যা ৬-এর। জীবনে ভারসাম্য বজায় রাখতে ভালবাসেন এঁরা। প্রবল সমস্যা বা মানসিক চাপের মধ্যে পড়লেও এঁদের দৈহিক সৌন্দর্যে ভাটা পড়ে না কখনওই। সাধারণ কাজের মধ্যেও শিল্পের ছোঁয়া ফুটিয়ে তুলতে অসামান্য পারদর্শী হন ৬ সংখ্যার অধিকারীরা।

১৫ ১৯
Birth Number Secrets

৬ জন্মসংখ্যার জাতকেরা শুক্র গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। এই জাতকেরা তাদের চেহারা, সৌন্দর্য এবং বিলাসিতার জন্য পরিচিত। তাদের মধ্যে যে লুকোনো গুণাবলি রয়েছে তা তাঁরা সম্পর্কের ভারসাম্য তৈরি করতে ব্যবহার করেন। ভালবাসা, যত্ন এবং শান্তির সহাবস্থান থাকে এঁদের জীবনে।

১৬ ১৯
Birth Number Secrets

৭ জন্মসংখ্যার ব্যক্তিদের আধ্যাত্মিকতাই হল তাঁদের অবিচল সঙ্গী। আধ্যাত্মিকতার সঙ্গে জীবনের গভীর সংযোগ তাঁদের গভীর অন্তর্দৃষ্টি দেয়। সেই দৃষ্টির সাহায্যে অন্যদের পথ দেখান এবং অনুপ্রাণিত করে তোলেন। তাঁদের প্রায়শই জ্ঞানের আলোর সাহায্যে রহস্যে আবৃত পথগুলিকে আলোকিত করে তুলতে দেখা যায়।

১৭ ১৯
Birth Number Secrets

৭ সংখ্যার জাতকেরা কেতুর দ্বারা শাসিত। জাতকেরা তাদের জ্ঞাত স্বভাব এবং আধ্যাত্মিক বোধ দিয়ে নিজের ও অপরের জীবনে বড় পরিবর্তন আনতে পারেন। তাঁরা তাঁদের শক্তি ব্যবহার করে অন্যদের আলোর দিশা দেখাতে সাহায্য করে থাকেন।

১৮ ১৯
Birth Number Secrets

৮ জন্মসংখ্যা যাঁদের, কঠোর পরিশ্রমই তাঁদের মূল মন্ত্র। ভাগ্য তাঁদের সাফল্যের গল্পে গৌণ ভূমিকা পালন করে। ৮ নম্বরের জাতকেরা শনি গ্রহের দ্বারা প্রভাবিত। এই গ্রহ শৃঙ্খলা, কর্মের ফল দান করে। শনির জাতকেরা প্রভাবশালী ব্যক্তি হিসাবে সমাজে পরিচিতি লাভ করেন। অন্যদের উপর আধিপত্য বিস্তারের ক্ষমতাই এই সংখ্যার জাতকদের অন্তর্নিহিত শক্তি।

১৯ ১৯
Birth Number Secrets

৯ জন্মসংখ্যার ব্যক্তিরা অসীম সাহসের জন্য পরিচিত। ভয়ডর বলে কোনও জিনিসের স্থান নেই জীবনে। অকুতোভয় ৯ সংখ্যার জাতকেরা। তাঁদের সাহসের সামনে ভয়ও ম্লান হয়ে যায়। প্রচণ্ড নীতিবান হন জাতক-জাতিকারা। সত্য ও ন্যায়ের উপর নির্ভর করে আজীবন চলতে পছন্দ করেন এঁরা।

সব ছবি: সংগৃহীত ও এআই সহায়তায় প্রণীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি