AB de Villiers all-time XI

দলে এক পাকিস্তানি, জায়গা পেলেন না সচিন! ডিভিলিয়ার্সের বেছে নেওয়া সর্বকালের সেরা বিশ্ব একাদশে বহু চমক

সচিন, লারা, দ্রাবিড়রা তো জায়গা পানইনি, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ়ের এক জন ক্রিকেটারকেও দলে রাখেননি সাউথ আফ্রিকার ডানহাতি তারকা ব্যাটার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৭:১৪
০১ ১৫
No Place for Sachin Tendulkar or Rohit Sharma as AB de Villiers Picks His All-Time World XI

এবি ডিভিলিয়ার্স। সাউথ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটার। টেস্ট, ওয়ান ডে বা টি২০— ডিভিলিয়ার্সের ব্যাট ঝলসে উঠেছে বার বার। ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিন বার আইসিসির বিচারে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। আইপিএলে বেঙ্গালুরুর হয়ে বহু দিন খেলেছেন ডানহাতি ব্যাটার।

০২ ১৫
No Place for Sachin Tendulkar or Rohit Sharma as AB de Villiers Picks His All-Time World XI

বর্তমানে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ খেলতে ব্যস্ত ডিভিলিয়ার্স। এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সেখানেই সঞ্চালিকার প্রশ্নের উত্তরে সর্বকালের সেরা দল বেছে নিয়েছেন ‘মিস্টার ৩৬০’।

০৩ ১৫
No Place for Sachin Tendulkar or Rohit Sharma as AB de Villiers Picks His All-Time World XI

সর্বকালের সেরা একাদশ বেছে নিতে গিয়ে বেশ কয়েক জন খ্যাতনামী ক্রিকেটারকে বাদ দিয়েছেন এবি। তাঁর বাছাই দলে জায়গা পাননি সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারার মতো কিংবদন্তি। জায়গা হয়নি জাক কালিসের মতো অলরাউন্ডারেরও। কারা জায়গা পেলেন ডিভিলিয়ার্সের বেছে নেওয়া একাদশে? দেখে নেওয়া যাক।

Advertisement
০৪ ১৫
Graeme Smith

গ্রেম স্মিথ: ডিভিলিয়ার্সের দলে ওপেন করবেন সাউথ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা এবির সতীর্থ গ্রেম স্মিথ। কেরিয়ারে ১১৭টি টেস্ট এবং ১৯৭টি ওয়ান ডে খেলেছেন বাঁহাতি ওপেনার। করেছেন যথাক্রমে ৯২৬৫ এবং ৬৯৮৯ রান।

০৫ ১৫
Matthew Hayden

ম্যাথু হেডেন: স্মিথের সঙ্গে ওপেন করবেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী বাঁহাতি। দেশের হয়ে ১০৩টি টেস্ট এবং ১৬১টি ওয়ান ডে খেলেছেন হেডেন। টেস্টে তাঁর সর্বোচ্চ রান ৩৮০। ৩০টি শতরানও করেছেন পাঁচ দিনের ফর্ম্যাটে। এই ফর্ম্যাটে তাঁর ব্যাটিং গড় প্রায় ৫১।

Advertisement
০৬ ১৫
Ricky Ponting

রিকি পন্টিং: তিন নম্বরে নামবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। টেস্ট হোক বা ওয়ান ডে, ২২ গজে পন্টিংয়ের ব্যাট ঝড় তুলেছে বার বার। দেশের হয়ে ১৬৮টি টেস্ট এবং ৩৭৫টি ওয়ান ডে খেলেছেন ডানহাতি ব্যাটার। করেছেন যথাক্রমে ১৩৩৭৮ এবং ১৩৭০৪ রান। ৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে পন্টিংয়ের।

০৭ ১৫
Virat Kohli

বিরাট কোহলি: চার নম্বরে বন্ধুকে রেখেছেন এবি। বিরাট কোহলির সঙ্গে ডিভিলিয়ার্সের সুসম্পর্কের কথা অনেকেই জানেন। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। কেরিয়ারে ১২৩টি টেস্টে ৯২৩০ রান করেছেন কোহলি। ৩০২ ওয়ান ডে-তে করেছেন ১৪১৮১ রান। ৮২টি আন্তর্জাতিক শতরান রয়েছে বিরাটের নামের পাশে।

Advertisement
০৮ ১৫
Steve Smith

স্টিভ স্মিথ: এবির দলের পাঁচ নম্বরে রয়েছেন আরও এক প্রাক্তন অসি অধিনায়ক। এখনও পর্যন্ত ১১৯টি টেস্টে ১০ হাজারেরও বেশি রান করে ফেলেছেন স্মিথ। করেছেন ৩৬টি শতরান। ১৭০টি ওয়ান ডে-তে ৫৮০০ রানও করেছেন ডানহাতি ব্যাটার।

০৯ ১৫
Kane Williamson

কেন উইলিয়ামসন: ছ’নম্বরে রয়েছেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক। পরিসংখ্যানের নিরিখে উইলিয়ামসনকে নিউ জ়িল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটার বললেও অত্যুক্তি হয় না। এখনও পর্যন্ত ১০৫টি টেস্টে ৯২৭৬ রান করেছেন কেন। গড় প্রায় ৫৫। দেশের হয়ে শতাধিক ওয়ান ডে খেলেছেন কেন। করেছেন ১৫টি শতরান।

১০ ১৫
MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি: দলের উইকেটরক্ষকের ভূমিকায় আর এক ভারতীয় বন্ধুকে রেখেছেন এবি। তিনি বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিংহ ধোনি। দেশের হয়ে ৯০টি টেস্ট এবং ৩৫০টি ওয়ান ডে খেলেছেন ধোনি। করেছেন যথাক্রমে ৪৮৭৬ এবং ১০৭৭৩ রান। কেরিয়ারে ১৬টি শতরান রয়েছে ‘ক্যাপ্টেন কুল’-এর।

১১ ১৫
Mitchell Johnson

মিচেল জনসন: এবির দলে নতুন বলের দায়িত্বে থাকবেন মিচেল জনসন। বাঁহাতি অসি তারকা কেরিয়ারে প্রায় ছ’শো উইকেট নিয়েছেন। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও সাবলীল জনসন।

১২ ১৫
Mohammad Asif

মহম্মদ আসিফ: এবির দলে থাকা একমাত্র পাকিস্তানি। জনসনের সঙ্গে নতুন বল ভাগ করে নেবেন আসিফ। দেশের হয়ে খুব বেশি না খেললেও কম সময়ে জাত চিনিয়েছেন আসিফ। দেশের হয়ে ২৩টি টেস্ট এবং ৩৮টি ওয়ান ডে খেলেছেন ডানহাতি জোরে বোলার।

১৩ ১৫
Muttiah Muralitharan

মুথাইয়া মুরলীধরন: স্পিন বিভাগের দায়িত্ব থাকবে শ্রীলঙ্কার অফস্পিনারের উপর। টেস্টে ৮০০টি এবং ওয়ান ডেতে ৫৩৪টি উইকেট নিয়েছেন সর্বকালের সেরা অফস্পিনার।

১৪ ১৫
Shane Warne

শেন ওয়ার্ন: মুরলীধরনের সঙ্গে স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার প্রবাদপ্রতিম লেগস্পিনার টেস্ট এবং ওয়ান ডে-তে যথাক্রমে ৭০৮টি এবং ২৯৩টি উইকেট নিয়েছেন।

১৫ ১৫
Glenn McGrath

গ্লেন ম্যাকগ্রা: সর্বকালের সেরা দলের দ্বাদশ ব্যক্তি গ্লেন ম্যাকগ্রা। কেরিয়ারে ১২৪টি টেস্ট এবং ২৫০টি ওয়ান ডে খেলা ডানহাতি পেসার যথাক্রমে নিয়েছেন ৫৬৩ এবং ৩৮১টি উইকেট।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি