Vamsi Gadiraju And Netra Mantena Wedding

রণবীরের সঙ্গে কোমর দোলালেন ট্রাম্প-পুত্র, গাইবেন জেনিফার লোপেজ়, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বিত্তশালীর কন্যার বিয়েতে উদয়পুরে চাঁদের হাট

উদয়পুরের লীলা প্যালেস, জেনানা মহল এবং পিচোলা হ্রদের দ্বীপ-প্রাসাদের মতো বিলাসবহুল জায়গাগুলিতে নেত্রা এবং ভামসির বিয়ের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। আলো এবং আতশবাজির রোশনাইয়ে সেজে উঠেছে প্রাসাদগুলি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৬:০৮
০১ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

রাজস্থানের উদয়পুরে চাঁদের হাট। আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামরাজু মান্তেনার কন্যা নেত্রা মান্তেনার বিয়ে উপলক্ষে বলিউড এবং হলিউডের তাবড় তারকারা জড়ো হয়েছেন উদয়পুরে। তাঁদের বিয়েতে নাচতে দেখা গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এবং পুত্রের প্রেমিকাকেও।

০২ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

রামরাজু আমেরিকার এক জন নাম করা বিত্তশালী ব্যবসায়ী, আমেরিকার ওষুধ শিল্পের অন্যতম বিশিষ্ট নাম। অরল্যান্ডোভিত্তিক ‘ইনজেনাস ফার্মাসিউটিক্যালস’-এর সিইও রামরাজু। আমেরিকা ছাড়াও সুইৎজ়ারল্যান্ড এবং ভারতেও তাঁর সংস্থার গবেষণাকেন্দ্র রয়েছে।

০৩ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

ইনজেনাস তৈরির আগে আমেরিকায় বেশ কয়েকটি স্বাস্থ্যসেবা উদ্যোগ চালু করেছিলেন রামরাজু। সেগুলির মধ্যে অন্যতম আইকোর হেলথকেয়ার, ইন্টারন্যাশনাল অঙ্কোলজি নেটওয়ার্ক এবং অঙ্কোস্ক্রিপ্ট। ক্যানসার সংক্রান্ত গবেষণার কাজ করে অঙ্কোস্ক্রিপ্ট।

Advertisement
০৪ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

ভারতের জওহরলাল নেহরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন রামরাজু। পরে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল ফার্মেসিতে ডিগ্রি অর্জন করেন।

০৫ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

এর পর আমেরিকাতেই ব্যবসা শুরু করেন রামরাজু। তার পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ব্যবসায়িক উদ্যোগ এবং জনহিতকর কাজের জন্য আমেরিকার স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অন্যতম সম্মাননীয় নাম হয়ে উঠেছেন তিনি।

Advertisement
০৬ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

রামরাজুর স্ত্রীর নাম পদ্মজা মন্তেনা। তাঁদেরই কন্যা নেত্রার বিয়ের আসর বসেছে উদয়পুরে। নেত্রার বিয়ে হচ্ছে আমেরিকার প্রযুক্তিবিদ ভামসি গাদিরাজুর সঙ্গে। ভামসিও ভারতীয় বংশোদ্ভূত। নিউ ইয়র্কের প্রযুক্তি সংস্থা ‘সুপারঅর্ডার’-এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা তিনি।

০৭ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

নিউ ইয়র্কের রেস্তরাঁগুলি থেকে খাবার নিয়ে তা শহরের বাসিন্দাদের ঘরে ঘরে পৌঁছে দেয় ভামসির সংস্থা। তাঁর সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে নিউ ইয়র্কের ছোট-বড় অনেক রেস্তরাঁ। সংস্থার কৃত্রিম মেধাভিত্তিক উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভামসি। রেস্তরাঁগুলির জন্য একটি স্বয়ংক্রিয় ওয়েবসাইটও তৈরি করেছেন তিনি।

Advertisement
০৮ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

ভামসি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক। ২০২৪ সালে ফোর্বস ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় (খাদ্য ও পানীয় ক্ষেত্রে) জায়গা পেয়েছিলেন তিনি। রেস্তরাঁ-প্রযুক্তি খাতে তাঁর সংস্থার ক্রমবর্ধমান প্রভাব আমেরিকার ব্যবসায়িক জগতে সুবিদিত।

০৯ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

সেই নেত্রা এবং ভামসিরই বিয়ের আসর বসেছে উদয়পুরের বিলাসবহুল প্রাসাদগুলিতে। সেই বিয়ে উপলক্ষে সেজে উঠেছে উদয়পুর। তারকাদের ঢল নেমেছে।

১০ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উদয়পুরের লীলা প্যালেস, জেনানা মহল এবং পিচোলা হ্রদের দ্বীপ-প্রাসাদের মতো বিলাসবহুল জায়গাগুলিতে নেত্রা এবং ভামসির বিয়ের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। আলো এবং আতশবাজির রোশনাইয়ে সেজে উঠেছে প্যালেসগুলি।

১১ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

২১ নভেম্বর থেকে ভামসি এবং নেত্রার বিয়ের উৎসব শুরু হয়েছে। বিয়ের মূল অনুষ্ঠান হবে রবিবার রাতে। ইতিমধ্যেই সেই বিয়েতে যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, জাস্টিন বিবারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বেরা।

১২ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

জানা গিয়েছে, নেত্রা এবং ভামসির বিয়েতে গান গাইতে ইতিমধ্যেই উদয়পুরে পৌঁছেছেন আমেরিকার জনপ্রিয় গায়িকা জেনিফার লোপেজ়। শনিবারই তিনি উদয়পুরে পৌঁছেছেন বলে খবর।

১৩ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

হাই-প্রোফাইল বিয়েতে ৬০০ জন আমন্ত্রিতের মধ্যে বলিউড অভিনেতা-অভিনেত্রীরাও রয়েছেন। তারকাখচিত বিয়ের বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বলিউডের পরিচালক-প্রযোজক কর্ণ জোহর এবং অভিনেত্রী সোফি চৌধরি।

১৪ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

শুক্রবার রাতে জমকালো সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উদয়পুরে। সেই অনুষ্ঠানে নাচতে দেখা গিয়েছে বেশ কয়েক জন বলিউড তারকাকে।

১৫ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

শুক্রবারের অনুষ্ঠানে মঞ্চে প্রথমেই পারফর্ম করতে আসেন অভিনেতা রণবীর সিংহ। তাঁর সঙ্গে হিন্দি গানে কোমর দোলাতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং তাঁর বান্ধবীকে।

১৬ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

নেত্রা-ভামসির বিয়ে উপলক্ষে ‘পরম সুন্দরী’ গানে নাচেন অভিনেত্রী কৃতি সেনন। মঞ্চে আগুন ঝরান জ্যাকলিন ফার্নান্ডেজ় এবং জাহ্নবী কপূর। গান গেয়ে চমকে দেন বলিউড তারকা বরুণ ধওয়ান এবং শাহিদ কপূর।

১৭ ১৭
Vamsi Gadiraju And Netra Mantena Wedding

ভামসি এবং নেত্রার জমকালো বিয়ের অজস্র ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ঝড় তুলেছে সেই সব ছবি-ভিডিয়ো। কয়েকটি ছবিতে রাজবেশে দেখা গিয়েছে হবু দম্পতিকে। যদিও সেই সব ছবি এবং ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি