Career Horoscope 2026

কারও জীবনে আশীর্বাদ, কারও চোখ-কান খোলা রাখার বছর! ২০২৬ সাল কোন রাশির কর্মক্ষেত্রে কেমন সাফল্য আনবে?

নতুন বছরে সকলের মনেই থাকে নতুন আকাঙ্ক্ষা। আশা থাকে এ বার জীবন থেকে সব সমস্যা দূর হয়ে যাবে। দেখে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্রের হিসাবে ২০২৬-এ কোন রাশি কর্মক্ষেত্রে কেমন ফল পাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৩
০১ ১৫
Which Zodiac Signs Will Achieve Success and Face Challenges at Work

২০২৫ শেষের পথে। ২০২৬-এ পা দেবে বিশ্ব। নতুন বছর শুরুর দিকে সকলের মনেই একটা উদ্দীপনা কাজ করে। ইচ্ছা থাকে সব খারাপকে বদলে শুভ কিছু করার।

০২ ১৫
Which Zodiac Signs Will Achieve Success and Face Challenges at Work

সেই নতুনের তালিকায় প্রায় সব মানুষেরই উপরের দিকে থাকে চাকরি এবং ব্যবসা, অর্থাৎ পেশাক্ষেত্র। কেউ ভাবেন মনের মতো নতুন চাকরি পাবেন, কারও মনের কোণে থাকে পরিশ্রম করে পদোন্নতি করার ইচ্ছা। কারও আবার ইচ্ছা থাকে নতুন ব্যবসা শুরু করার।

০৩ ১৫
Which Zodiac Signs Will Achieve Success and Face Challenges at Work

দেখে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্রের হিসাবে ২০২৬-এ কোন রাশি কর্ম এবং ব্যবসাক্ষেত্রে কেমন ফল পাবে।

Advertisement
০৪ ১৫
Which Zodiac Signs Will Achieve Success and Face Challenges at Work

মেষ রাশি: ২০২৬ সালে মেষ রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন এবং ব্যবসায়িক প্রচেষ্টা উচ্চাকাঙ্ক্ষা, পরিবর্তনের দ্বারা ব্যাপক ভাবে প্রভাবিত হবে। পেশাগত যাত্রাকে পরিচালনা করবে বৃহস্পতি, শনি এবং মঙ্গল। মেষ রাশির জন্য নতুন বছর কর্মক্ষেত্রে একটি দৃঢ় ভিত্তি তৈরি, নতুন সুযোগ গ্রহণ এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বছর। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে জানুয়ারি মাস কর্মজীবনের জন্য সুর নির্ধারণ করবে। সূর্য এবং শনির প্রভাব নেতৃত্ব দেওয়ার এবং উদ্ভাবনী ক্ষমতাকে তুলে ধরবে।

০৫ ১৫
Which Zodiac Signs Will Achieve Success and Face Challenges at Work

বৃষ রাশি: ২০২৬ সাল বৃষ রাশির জন্য ধারাবাহিক অগ্রগতি এবং ক্রমবর্ধমান স্বীকৃতি নিয়ে আসবে, তেমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র। বছরটি বৃষ জাতক-জাতিকাদের মনোযোগী, সংগঠিত এবং ধৈর্যশীল থাকার বছর। ধারাবাহিক প্রচেষ্টা ফল দিতে শুরু করতে পারে বছরটিতে। বছরের শুরুতে মঙ্গল শক্তি বৃদ্ধি করে সহজেই আরও দায়িত্ব নিতে সাহায্য করবে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কর্মক্ষেত্রে শুভ ফল পেলেও, পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে সামান্য সমস্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

Advertisement
০৬ ১৫
Which Zodiac Signs Will Achieve Success and Face Challenges at Work

মিথুন রাশি: নতুন বছরে কর্মক্ষেত্রে ধারাবাহিক প্রচেষ্টার ফল মিলতে পারে মিথুন রাশির জাতিক-জাতিকাদের কপালে। তবে নতুন বছরে কোনও কাজেই তাড়াহুড়ো করা উচিত হবে না মিথুন রাশির। ২০২৬-এ মিথুনের জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ছোটখাটো বাধাবিপত্তি থাকলেও, জুন মাসে শুভ পরিবর্তন আসবে। বছরের পরবর্তী সময় কর্মক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে। কাজকর্ম সংগঠিত করার, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং ধীর-স্থির অগ্রগতির উপর মনোনিবেশ করার জন্য এটি ভাল সময়।

০৭ ১৫
Which Zodiac Signs Will Achieve Success and Face Challenges at Work

কর্কট রাশি: নতুন বছরটি কর্কট রাশির জন্য আশীর্বাদ। পেশাগত জীবন উন্নতি এবং অর্থপূর্ণ অগ্রগতিতে পরিপূর্ণ। বছরের শুরু থেকেই কর্কট রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে নিজেদের উজ্জ্বল ভাবে ফুটিয়ে তুলতে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করবে মঙ্গল। দলগত ভাবে করা কোনও কাজেও আলাদা ভাবে স্বীকৃতি মিলবে। এমনকি বছরের শুরুতে সূক্ষ্ম অগ্রগতিও দীর্ঘমেয়াদি সাফল্যের পথ প্রশস্ত করতে পারে। বছরটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক-জাতিকারা কাজ এবং ব্যবসা নিয়ে আরও মনোযোগী হবেন বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র।

Advertisement
০৮ ১৫
Which Zodiac Signs Will Achieve Success and Face Challenges at Work

সিংহ রাশি: সিংহ জাতকদের কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক হলেও, বৃহস্পতির বক্রগতির কারণে বছরের প্রথম আড়াই মাস, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের অর্ধেক সময় কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে। পরবর্তী সময় মিশ্র ফল প্রাপ্তি হবে। তবে ২০২৬-এ সিংহ রাশির জীবনে হঠাৎ করে বিশেষ কিছু সুযোগ এনে দিতে পারে মঙ্গল। স্থির দৃষ্টিভঙ্গির জন্য নতুন বছর সম্মানও এনে দিতে পারে সিংহ জাতক-জাতিকাদের।

০৯ ১৫
Which Zodiac Signs Will Achieve Success and Face Challenges at Work

কন্যা রাশি: ২০২৬ কর্মজীবন এবং ব্যবসায় স্থিতিশীল অগ্রগতি এবং সুযোগ এনে দেবে কন্যা রাশিকে। কর্মক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করবে ২০২৬-এর মে মাস পর্যন্ত। সেই কারণে কন্যা রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে খুবই শুভ ফল পাবেন। মে মাসের পর ভাল ফল না-ও মিলতে পারে। টাকাপয়সাও খরচ করতে হবে দেখেশুনে। তবে সব মিলিয়ে কন্যা রাশির দীর্ঘমেয়াদি প্রকল্পগুলিতে মনোনিবেশ করার জন্য এটি একটি দুর্দান্ত বছর। নতুন ব্যবসা শুরু করতে চান যাঁরা, তাঁরাও ভাল ফল পেতে পারেন।

১০ ১৫
Which Zodiac Signs Will Achieve Success and Face Challenges at Work

তুলা রাশি: তুলা রাশির জন্য ২০২৬ শুরু হবে শান্ত এবং চিন্তাশীল শক্তি দিয়ে। কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তা প্রমাণ করার এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে। সহকর্মীদের প্রতি আরও সংবেদনশীল করে তুলবে তুলার জাতক-জাতিকাদের, যা নেতৃত্ব দেওয়ার সুযোগও এনে দেবে। বুধের কৃপায় কাজ, টাকাপয়সা উভয়ই আসবে। মঙ্গল কাজের চাপ বৃদ্ধি করলেও শনি সংগঠিত এবং শান্ত থাকতে সাহায্য করবে। যদি তুলা রাশির কেউ নতুন বছরে ব্যবসা শুরু করতে চান, তা হলে সেই সিদ্ধান্ত আরও এক বার পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে।

১১ ১৫
Which Zodiac Signs Will Achieve Success and Face Challenges at Work

বৃশ্চিক রাশি: নতুন বছরে বৃশ্চিক জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে অবস্থান কেতুর। বছরের শেষ মাসে কেতুর রাশি পরিবর্তনের আগে পর্যন্ত বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। তাই বছরের প্রথম থেকেই চোখকান খোলা রেখে চলা উচিত বৃশ্চিক জাতক-জাতিকাদের। ব্যবসার পথেও পা না বাড়ানোই ভাল।

১২ ১৫
Which Zodiac Signs Will Achieve Success and Face Challenges at Work

ধনু রাশি: ধনু রাশির জীবনে এ বছর কৌশলগত চিন্তাভাবনার ঢেউ আসবে। পুরনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বর্তমান কাজে মন দিলে বেশি ভাল ফল পাওয়া যাবে। তবে ধনু রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক রয়েছে। কর্মক্ষেত্র এবং ব্যবসা সংক্রান্ত স্থানে উচ্চাকাঙ্ক্ষা না রাখাই ভাল হবে।

১৩ ১৫
Which Zodiac Signs Will Achieve Success and Face Challenges at Work

মকর রাশি: বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মকর রাশির পেশাগত ক্ষেত্রকে সক্রিয় করবে মঙ্গল। কর্মক্ষেত্রে উৎসাহ জোগাবে প্রতিনিয়ত। তবে উন্নতির জন্য আবেগকে বিসর্জন দিতে হতে পারে। বুধের কৃপায় ব্যাবসায়িক ক্ষেত্রে সাফল্য আসতে পারে। মনোযোগ এবং স্পষ্টতা বজায় রাখলে স্বীকৃতিও আসবে।

১৪ ১৫
Which Zodiac Signs Will Achieve Success and Face Challenges at Work

কুম্ভ রাশি: নতুন বছরে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনের আগে পর্যন্ত কুম্ভ রাশির ব্যক্তিরা মিশ্র ফল পাবেন। বৃহস্পতি রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে শুভ ফল পেতে শুরু করবেন। লাভ হতে পারে ব্যবসাতেও।

১৫ ১৫
Which Zodiac Signs Will Achieve Success and Face Challenges at Work

মীন রাশি: মীন রাশির জন্য বছরটি শুরু হবে শক্তি এবং আত্মবিশ্বাসের সঙ্গে। কর্মক্ষেত্রে অনেক না পাওয়া সম্মান অর্জনের জন্য উৎসাহিত করবে সূর্য। অন্য দিকে, আটকে থাকা অনেক কাজ হয়ে যাবে। মঙ্গল কর্মক্ষেত্রে ইন্ধন জোগালেও এ বছর মীন জাতক-জাতিকাদের ভোগাতে পারে শারীরিক ক্লান্তি। তবে শনি স্থির অগ্রগতি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে সমর্থন করে সাফল্যের জন্য একটি শক্তিশালী ভিত তৈরি করতে সাহায্য করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি