Achari Chicken Recipe

আদা-রসুন ছাড়ানোর ঝক্কি নেই, নামমাত্র উপকরণ দিয়ে বানিয়ে নিন আচারি চিকেন কষা, রইল প্রণালী

একাধিক আনাজ কাটাকুটি করার ঝক্কি নেই। আদা-রসুনের প্রয়োজন নেই। মাংস ম্যারিনেট করারও দরকার নেই। নামমাত্র উপকরণ দিয়ে রেঁধে নিন আচারি চিকেন। শীতের মরসুমে ঝাল ও টক মাংসের কষা খেলে মন জুড়িয়ে যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৪:১০
আচারি চিকেন।

আচারি চিকেন। ছবি: এআই সহায়তায় প্রণীত।

গরম ধোঁয়া ওঠা ভাত হোক বা রুটি, সবের সঙ্গেই মানানসই মুরগির মাংসের টক-ঝাল এই কষা। এই রান্নায় না আদা-রসুনের প্রয়োজন রয়েছে, না ম্যারিনেশনের। একাধিক আনাজ কাটাকুটির ঝক্কি বাদ দিয়েই উৎসবে-পার্বণে অতিথিদের জন্য সুস্বাদু পদ রেঁধে নিতে পারেন। কেবল নামমাত্র কয়েকটি উপকরণ দিয়েই আচারি চিকেন রান্না হয়ে যাবে। রইল সহজ রেসিপি।

Advertisement

উপকরণ

১ কিলোগ্রাম মুরগির মাংস

৫টি বড় পেঁয়াজ কুচোনো

২টি টম্যাটো কুচোনো

২টি শুকনো লঙ্কা

১ চা চামচ পাঁচফোড়ন

২ চা চামচ আমচুর মশলা

২ চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো

৫ টেবিল চামচ সর্ষের তেল

স্বাদমতো নুন

প্রণালী

কড়াইয়ে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে দিন। গন্ধ ছাড়তে শুরু করলে সমস্ত পেঁয়াজকুচি একসঙ্গে ঢেলে দিন তেলে। অনেক ক্ষণ ধরে ঢিমে আঁচে নাড়াচাড়া করার পর অল্প নুন ছড়িয়ে দিন। পেঁয়াজ ভাজার পর টম্যাটোর টুকরোগুলি মিশিয়ে দিন। তার উপর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। মশলা কষানোর পর, তেল বেরিয়ে গেলে জলে ধুয়ে রাখা মাংসগুলি কড়াইয়ে দিয়ে দিন। ঢাকা দিয়ে রান্না করুন। পেঁয়াজ আর মাংসের জল ছাড়তে শুরু করবে। ধীরে ধীরে মাংস নরম হতে শুরু করবে। মাঝে মধ্যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। মাংস একেবারে সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ে আমচুর মশলা ছড়িয়ে দিন। চেখে দেখুন নুনের প্রয়োজন রয়েছে কি না। স্বাদমতো নুন মিশিয়ে দিন। আঁচ বন্ধ করে আমচুর মশলা খানিক ক্ষণ ধরে মাংসের টুকরোর ভিতরে ঢুকতে দিন। তার পর রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন। শীতের দুপুর বা রাতে তৃপ্তি করে খান গরম গরম টক-ঝাল মাংস।

Advertisement
আরও পড়ুন