Ilish Shukto

নিরামিষ শুক্তো তো অনেক খেয়েছেন, ইলিশ মাছ দিয়ে কোনও দিন শুক্তো বানিয়েছেন কি? রইল রেসিপি

ভাতের সঙ্গে নিরামিষ খাবারের কথা বললে ডালের পরই শুক্তোর নাম আসে। কিন্তু কোনও দিন যদি শোনেন মাছ দিয়েও শুক্তো রাঁধা যায়, কেমন লাগবে বলুন তো?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ২০:৫৬
Image of Ilish Shukto

গরম ভাতের সঙ্গে চেখে দেখুন ইলিশ মাছের শুক্তো। ছবি: বর্ণালী বিশ্বাস।

শুক্তোর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হরেক রকম সব্জির ছবি। কিন্তু স্বপ্নেও কোনও দিন নিরামিষ শুক্তোর মধ্যে মাছের মুখ ভেসে ওঠেনি। যদিও শুক্তোর নানা রকম পদ রয়েছে, তবে সে সবই নিরামিষ। অথচ এই শুক্তোতে ইলিশ মাছ দেওয়ার চল বহু পুরনো। সনাতনী এই পদ খেতে কেমন হয়, তা জানতে গেলে তো রাঁধতে হবে। কেমন ভাবে রাঁধবেন? রইল সেই রেসিপি।

Advertisement

উপকরণ

ইলিশ মাছ: ৪ টুকরো

পটল: ২টি

মুলো: ১টি

বেগুন: ১টি

কাঁচকলা: ১টি

আলু: ১টি

কাঁচা পেঁপে: অর্ধেকটা

রাঁধুনি: আধ চা চামচ

মেথি: আধ চা চামচ

কালো সর্ষে: আধ চা চামচ

আদা বাটা: আধ চা চামচ

দুধ: আধ কাপ

সর্ষের তেল: ৩ টেবিল চামচ

নুন: স্বাদ অনুযায়ী

প্রণালী

১) ইলিশ মাছ ধুয়ে নুন মাখিয়ে রাখুন। কিছু ক্ষণ পর হালকা করে ভেজে নিন।

২) এ বার ওই মাছ ভাজার তেলেই বেগুন ভেজে তুলে রাখুন।

৩) বেগুন ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে রাঁধুনি, সর্ষে এবং মেথি ফোড়ন দিন।

৪) এর মধ্যে কেটে রাখা কাঁচকলা, মুলো, আলু এবং পেঁপের টুকরোগুলি দিয়ে দিন।

৫) সব্জিগুলি নাড়াচাড়া করে সামান্য একটু নুন ছড়িয়ে দিন। সঙ্গে দিন আদা বাটা।

৬) একটু ভাজা হয়ে এলে এক কাপ গরম জল ঢেলে দিয়ে ঢিমে আঁচে ফুটতে দিন।

৭) সব্জি সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা বেগুন এবং মাছগুলি দিয়ে দিন। দুধ দিয়ে ভাল করে ফুটিয়ে নিন।

৮) ঝোল ঘন হয়ে এলে উপর থেকে রাঁধুনি গুঁড়ো ছড়িয়ে দিন।

৯) আরও ৪ থেকে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Advertisement
আরও পড়ুন